নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন মানুষ হবার জন্য অবিরাম চেষ্টা করেই যাচ্ছি।

রাকিব সামছ

আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।

রাকিব সামছ › বিস্তারিত পোস্টঃ

বিশ্ববিদ্যালয় ভার্সেস বিশ্ববিদ্যালয়!!!

১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৭

খবরটা এমন হতেই পারতো!!

তুমুল উত্তেজনা বিরাজ করছে ঢাকার বিশ্ববিদ্যালয় গুলোর মাঝে, কে হবে সেরা? বিতর্ক প্রতিযোগিতায়?
কিম্বা এবার বিসিএস এ প্রথমদিকের স্থানগুলি দখল নিয়ে লড়ছে ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা!
অথবা ছাত্র রাজনীতিতে দারুন ভূমিকা রাখছে দুই বিশ্ববিদ্যালয় এর ছাত্ররা!

এমনতো হতেই পারতো! তিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে কোন সংগঠন??

আমরা অপেক্ষা করি নতুন কোন দারুন খবরের, আর পাই নতুন কোন সম্ভাবনার কবরের?? খবরের পাতায় খুঁজি ভালোলাগার সংবাদ, আর খুলে দেখি সব ভুলেযাবার মতো সংবাদ!!

ঢাকায় তিনটা পাবলিক ইউনিভার্সিটি। মাঝে ঢাকা আর দক্ষিনে জগন্নাথ আর শহরের উত্তরে জাহাঙ্গীরনগর।
বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। আমাদের পরের প্রজন্ম স্বপ্ন নিয়ে অনেক পরিশ্রম করে ভর্তি হয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু এখানকার ছাত্রত্ব নিয়েই কেমন বদলে যেতে চায়? বিশ্ববিদ্যালয় এর বাসগুলো রাস্তায় চলে রং সাইড দিয়ে! কারনে, অকারনে লেগে যায় অন্যদের সাথে। একটু কিছু হলেই একে অন্যের গাড়ী ভাঙতে কার্পণ্য করে না।

একবার ভেবেও দেখে না? এই বাসগুলো দিয়ে কারা যাতায়াত করে? ভেঙে দিলে কাদের ক্ষতি হবে? আইন অমান্য করে রাস্তায় রং সাইড দিয়ে গিয়ে কি প্রমান দিচ্ছে?

আমাদের পরবর্তী প্রজন্ম, নিজেদের নিয়ে এতটুকু সচেতনতা দেখাবে না??? নিজেদের ভাল মন্দ বুঝবে না? এটা কি করে হয়??

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৩

অাব্দুল মান্নান বলেছেন: লজ্জাসকর!

১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৭

রাকিব সামছ বলেছেন: দুই বছর আগেও ঢাকা ভার্সিটির সাথে ঢাকা কলেজের রাতভর মারামারিতে ৩০ জন আহত হয়েছিলো!!

২| ১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০১

জাহিদ হাসান বলেছেন: প্রতিযোগীতায় স্কোর মনে হয় নিম্নরুপ-
ঢাবি-২
জাবি-১

ছি: X(

১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৫

রাকিব সামছ বলেছেন: কিছুই বলার নেই।

৩| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৬

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: একটা কথা বলি কিছু মনে করবেন না। পাব্লিক ভার্সিটিগুলির আর্টস ফ্যাকাল্টিতে বর্তমান প্রেক্ষাপটে অপ্রয়োজনীয় কিছু সাবজেক্ট আছে যেগুলির ছাত্রদের আক্ষরিক অর্থেই খেয়েদেয়ে কোন কাজ নেই। এদের বিজনেস, সাইন্সের ছাত্রদের মতো ক্লাশটেস্ট এসাইন্মেন্ট, প্রেজেন্টেশন, বাধ্যতামূলক উপস্থিতি এসবের ঝামেলা নেই তাই এসব অপকর্ম করার সময় পায়। কর্তৃপক্ষের উচিৎ কিছু ডিপার্টমেন্ট বন্ধ করে দেয়া। তাহলে সমস্যা অর্ধেক কমে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.