| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন কিছু শুরু করাটাই সবসময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেয়। বেশিরভাগ মানুষই অনেক কিছুই করার কথা ভাবে যেগুলোর বেশিরভাগই শুরুই করা হয়ে ওঠে না। অথচ হয়তো দেখা যেত এই কাজগুলোর কোন একটিই হয়তো তাকে এনে দিতে পারত অভাবনীয় সাফল্য। তাই শুরু করাটাই সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ন। আবার অনেকেই আছেন যারা শুরু করেন কিন্তু একটু দেরি করে ফেলেন। যাই হোক, অনেকদিন ধরেই লেখার জন্য একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম, পেয়ে গেলাম সামুর খোঁজ। আবার এরপর অনেকদিন লাগল আমার এই শুরুটা করতে! অবশেষে, “হ্যালো দুনিয়া”!! কই! হ্যালতে বলছি হ্যালো......!!!
৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৯
রংবাজরঙ্গরাজ বলেছেন: ধন্যবাদ হে মহান লেখক...
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৭
হাসান মাহবুব বলেছেন: হাত পা খুলে লিখে যান।