| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে অফিসে যাওয়ার সময় প্রতিদিনই যে সিট পাওয়া যায় এমন নয়, বেশিরভাগ দিনই দেখা যায় দেড় থেকে দুই ঘন্টা দাঁড়িয়ে থেকে অফিসে প্রায় মড়ার মত অবস্থায় গিয়ে পৌঁছাই। যাই হোক, অত্যন্ত সৌভাগ্যবশতঃ (প্রথমে তাই ভাবসিলাম আর কি) আজকে বাসে একদম শেষ সিটে বসতে পারলাম। যারা উত্তরা থেকে মতিঝিল রুটের বিআরটিসি এসি বাসে বাসে চড়েন বা কখনো চড়েছেন তারা জানেন যে এই বাসে শেষ সিটটা সামনের সিটগুলার তুলনায় বেশ উঁচুতে। তো আমার পাশের ভদ্রলোক মোটামুটি "বিনাযুদ্ধে নাহি দিব সূচাগ্র মোদিনী" স্টাইলে তার জায়গা দখলের চেষ্টা করে যেতে লাগলেন, আমিও আমার নিজস্ব স্বকীয়তায় কনুই দিয়ে তার পাজরে গুতিয়ে জায়গা নেয়ার চেষ্টা করে যেতে লাগলাম। এরকম করতে করতে বিশ্বরোড পার হবার পর বেশ ঝিমুনি ধরে গেল। হঠাৎ আমার হাটুতে কিছু একটার প্রবল সংঘর্ষের ফলে চমকে উঠে তাকালাম, কিন্তু কিছুই পেলাম না। কিসের সাথে এত জোরে "টাক" খেলাম তা ভাবতে ভাবতে দ্বিতীয় টাক খেলাম এবং দেখলাম আমার সামনের সীটের ভদ্রলোক এমন ঘুমই ঘুমিয়েছেন যে কৃতি ফুটবলারের মত ক্রমাগত আমার হাটুতে উলটো "হেড" মেরেই যাচ্ছেন কিন্তু তার ঘুম ভাঙ্গছেনা। বেচারাকে ডাকতে গিয়েও ডাকলাম না। ভাবলাম, আমি নিজেও তো মাঝে মাঝে কাতলা মাছের মত হা করে ঘুমিয়ে যাই, থাক আমাকে হেড দিয়ে যদি তার ঘুম ভালো হয় তাহলে তাই সই( আমি শিওর এই ব্যাটা আজকে মাথার আলুর ব্যাথায় ঘুমাইতে পারবে না)। ওমা,বিজয় স্বরনীতে সিগনাল ছাড়ার সাথে সাথে হেড দিয়ে তার ঘুম ভেঙ্গে গেল। আমার দিকে চোখ পাকিয়ে বলল " ব্রো পা টা ঠিক করে রাখেন", আমি কিছু বলার আগেই সে আবার বসে ঘুমিয়ে গেল। আমি কিছু না বলে একটু মুচকি হাসলাম। আমার পাশের ভদ্রলোকও দেখি হাসছেন। এত কষ্টের মধ্যে এইটুকু ঘটনাই যেন এক চিলতে বিনোদন হয়ে থাকে।
এই হইল আমাদের নাগরিক জীবনের অবস্থা, সকাল থেকে টাক খাওয়া শুরু হয়, রাতে ঘুমানোর আগ পর্যন্ত টাক চলতেই থাকে। এই টাক খাওয়ার জন্যেই নাকি প্রতিদিনই গ্রাম থেকে পিল পিল করে জনস্রোত নগরের দিকে আসছে। জীবন যৌবনের সব রক্তরস শুষে নেয়া এই নগরের জন্যই যেন আমাদের সব ভালোবাসা। জীবনের মান বাড়ানোর জন্যই নাকি সবাই শহরমুখী হয়। কিন্তু প্রতিদিনের শেষে হিসাব মেলালে জীবনের অস্তিস্ব খুঁজে পাওয়াই যেন কঠিন হয়ে যায় এই সো কল্ড আধুনিক নগর জীবনে। তারপরেও সুখে থাক, ভালো থাক এ নগরের নাগরিকেরা।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯
রংবাজরঙ্গরাজ বলেছেন: এ স্পেল থেকে তো সবাই বের হতে পারে না, আপনাকে অভিনন্দন ভাই। আমিও যাব, কোন এক দিন
২|
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১০
হাসান মাহবুব বলেছেন: খারাপ কী! চলতাছে তো এমনেই। থাইমা তো আর নাই!
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
রংবাজরঙ্গরাজ বলেছেন: যেদিন থামবে রে ভাই.........
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০০
নামে বইয়ের পোকা বলেছেন: এই জন্যই শহর ছাড়ছি। এখন গ্রামে থাকি, প্রাকৃতিক পরিবেশ। শান্তি আর শান্তি।