![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ অফিস শেষে বাস এ বাসায় ফেরার পথে আমার পেছনের সিট এ ২ টা ছেলে বসেছিল, দেখে মনে হচ্ছিল কোনো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টই হবে l বাস স্টাফ যখন তাদের কাছে ভাড়া নিতে এলো তারা তাদের স্টুডেন্ট পরিচয় দিয়ে কম ভাড়া দিয়ার অভিপ্রায় বক্ত করলো l বাস স্টাফ তাদের deny করে বললেন "এই বাস এ স্টুডেন্ট ভাড়া কাটা হই না"l এই কথার প্রেক্ষিতে শুরু হয়ে গেল তুমুল বাক বিতন্ডা l এক পর্যায়ে হাত হাতি l
suddenly আমি চিন্তা করলাম সকালে বের হওয়ার সময় আমাদের parents কিন্তু কখনই আমাদের actual ভাড়ার বদলে স্টুডেন্ট ভাড়া দেন না l তাহলে কি আমরা স্টুডেন্ট ভাড়া নামক ঘটনার মধ্যে দিয়া প্যারেন্টস দের ঠকাচ্ছি না? আর এই ঠকানো মধ্যে দিয়াই কি আমাদের দুর্নীতির হাতে খড়ি হচ্ছে না?
এর পর হঠাৎ নুতন question আসলো, মাত্র ২ টাকা save করার জন্য এত যদ্ধ কেন? পরে নিজে নিজেই একটা answer বের করে ফেললাম l আসলে ভাড়া টা তেমন বড় issue না l আসল issue হলো, পেশী শক্তি খাটানোর মধ্যে একটা পৈশাচিক আনন্দ আছে l এরপর চিন্তা করলাম এদের মধ্যে থেকেই হইত উঠে আসবে আমাদের আগামী দিনের রাজনৈতিক নেতা, আমলা, দেশ এর কর্ণধার l ভাবতে ভাবতে বাসায় পৌছে গেলাম........
বাসায় এসে চিন্তা করছি দেশ টা কোন দিকে এগুচ্ছে???
২| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৭
মাঘের নীল আকাশ বলেছেন: ডেইলি ২০০ টাকা মোবাইলে কথা বলে খরচ করতে পারলেও ২ টাকা বাস ভাড়া দিতে আপত্তি! এরাই আমাদের ভবিষ্যত!
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫৬
সুমন কর বলেছেন: প্রতিদিনের ঘটনা। আপনিও হয়তো আগে কোন দিন দিয়েছিলেন !