![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর জন্য অকুল স্রতে,
ব্যকুল খেয়া বাইতে পারি
তোর জন্য শীতের রাতে
ঠান্ডা জলে নাইতে পারি ।
তোর ইশারার আকাশ ফুরে,
চাঁদের দেশেও যাইতে পারি।
ছন্নছাড়া জীবন টাকে
শপিং ব্যগে পুড়তে পারি।
আমার মনের ইচ্ছা গুলো
মেঘের সাথে জুড়তে পারি ।
কিংবা যখন জোছনা ঝরে
বদ্ধ ঘরে থাকতে পারি;
বৃষ্টি ভেজা গেলাপ হাতে
র্নিঘুম রাত জাগতে পারি,
সপ্নো গুলো সত্যি করে
তা নিয়ে ঘর বাধতে পারি ।
দুষ্টুমি আর ঝগড়া-ঝাটি ,
তুই হলে তাও করতে পারি,
সুযোগ বুঝে মনখানা তোর
আপন করে চাইতে পারি,
না দিলে পর বিষাদ সুরে
'দুঃখের গান' গাইতে পারি।
বদ্ধ রাখা শব্দ যত-
তোর ইশারায় ধরতে পারি;
যা খুশি তাই ছন্দ তালে
কাব্য খাতা ভরতে পারি।
ঘুড়তে পারি থামতে পারি,
গভীর জলে নামভে পারি ,
ডুবতে পারি-ভাসতে পারি,
বিপদ দেখেও হাসতে পারি ।
তোর ইশারায় তোর চে বেশি-
তোকেই ভালোবাসতে পারি ।
©somewhere in net ltd.