![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের অপ্সরা সে ,
মেয়েটা বড়ই মিষ্টি ।।
বাঁকা ঠোটের হাসি তার ,
আল্লাহ্তালার সৃষ্টি ।।
মায়াভরা চোখটা তার ,
কী নীদারূন দৃষ্টি ।।
অভিমানে ক্ষনে ক্ষনে ,
ঝরে তাতে বৃষ্টি ।।
তার সেই চোখের পানি ,
হিরার চেয়ে অনেক দামি ।
চোখের সেই আকুলতা ,
বলে যায় কত কথা ।
ভাবছি বসে একা একা ,
কেনো দিলাম তারে ব্যাথা ।
ভেবে যাই মনে মনে ,
কাঁদছে মেয়েটা খুব গোপনে ।
অপ্সরা তোমাকে বলি ,
তোমায় ছাড়া কি ভাবে চলি
জীবন আমার মরুভুমি ,
মনের মাঝে শুধুই তুমি ।
একটা কথা বলি আমি
বিশ্বাসটাই সবচেযে দামি ।
©somewhere in net ltd.