![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নাকি আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা বারান্দা
ধন্যবাদ সেই সকল ব্রাজিল সমর্থকদের যারা গতকাল আর্জেন্টিনার খেলা দেখে সমালোচনা করছেন। আর্জেন্টিনা ২-১ গোল এ জয়লাভ করার পরও ব্রাজিল সমর্থকরা আরও ভাল খেলা আশা করেছিলেন।তা না হলে তাদের এত চেঁচামেচিই বা কেন যে আর্জেন্টিনা খারাপ খেলেছে? তারা ধরেই নিয়েছেন আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ এ অন্যতম ফেভারিট দল এবং কাপ পাওয়ার যোগ্য। তারা এটা বুজতে পারায় এবং আর্জেন্টিনা কম গোলে জয়লাভ করায় তাদের মনকষ্টে আমরা আর্জেন্টিনার সমর্থকরাও একাত্মতা জানাচ্ছি। যদিও বসনিয়া হয়তো এবার বিশ্বকাপে নতুন। কিন্তু ওরা অনেক ভালো দল। ইউরোপের শীর্ষ ক্লাবে ওদের সবাই ফুটবল খেলে। তাছাড়া বাছাই পর্বের দিকেই তাকান না কেন? যেখানে ইউরোপের শীর্ষ স্থানীয় দল সুইডেন, ডেনমার্ক, সার্বিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, ইউক্রেনের মতো দল সুযোগই পায়নি সেখানে বসনিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ১০ ম্যাচ খেলে তারা হেরেছে মাত্র একটি ম্যাচে। নিজেরা গোল খেয়েছে মাত্র ৬, দিয়েছে ৩০টি। এমন একটি দলের বিরুদ্ধে জয় পাওয়া সোজা কথা নয়!
পোস্ট এ শুধু শুধু কামড়া কামড়ি না করে গঠনমূলক আলোচনা হতে পারে। দয়া করে কেউ ঝগড়া করবেন না প্লিজ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৪ রাত ৮:৪৩
রাকীব হাসান বলেছেন: সহমত