নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

কয়েকজন মানুষের সূর্য দর্শন!

২৪ শে মে, ২০১৫ রাত ১০:৪৫



যতদিন ধরে বেঁচে আছি
তার মধ্যে কোন একদিন,
সমুদ্রের সাথে বিলীন হওয়া
মানুষের স্বপ্নের কাছাকাছি
বসে থাকা নৈঃশব্দ্য,
কন্যা সুন্দর আলোয়
আমায় দেখিয়েছিল
কিছু মানুষের সূর্য দর্শন।

তারপর থেকে আমি কোলাহলে একা
মহাকালের মত অস্তিত্বহীনতায়
কি যেন একটা খুঁজেও পাইনা।
দৃষ্টি কিংবা দৃষ্টির ভ্রম
দ্বান্দ্বিক শূন্যতায় অবনত হয়
মানুষের অবিরাম বর্ষণ।

অন্ধের অপলক চেয়ে থাকায়
যাদুর মত নিস্পাপ সম্মোহনে,
এক অজানা পাখির ডানায়
ভর করে সব মানুষের দল।
তারপরও সেইসব বেঁচে থাকারা
বেঁচেই থাকে,মৃত্যুর স্বাদ থেকে
একটু অদূরে,যেখানে কন্যা সুন্দর
আলোয় কি যেন একটা দেখেও
আমি নিজেকেই দেখছিলাম।


মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৫ রাত ১১:১২

অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: চমৎকার কথামালা।
ভাল লাগা জানবেন।

২৪ শে মে, ২০১৫ রাত ১১:১৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

২| ২৫ শে মে, ২০১৫ রাত ১২:০৯

অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: আবার পড়লাম,
সত্যি ভাল লিখেছেন।
গুন বিচারে আমি কখনোই ভাল না,
সাহিত্যের ক্ষেত্রে আরও কাচা।
তবে এতটুকু বলতে পারি, লেখাটা উৎকৃষ্ট সাহিত্য লাগল আমার কাছে।

২৫ শে মে, ২০১৫ রাত ১২:২১

জেন রসি বলেছেন: কবিতা লেখার সময় যা মনে আসে তাই লিখি।

যদি সাহিত্যিক মান নিয়ে চিন্তা করি, তবে কবিতা লেখা যাবে না।

তাই গুনাগুন নিয়ে চিন্তা করি না।

তবে আপনার কাছে উৎকৃষ্ট সাহিত্য লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।

না লাগলেও সমস্যা নেই।

৩| ২৫ শে মে, ২০১৫ রাত ১২:৩৩

মনিরা সুলতানা বলেছেন: ২য় ভালো লাগা আমার :)

২৫ শে মে, ২০১৫ রাত ১২:৩৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।:)

আপানার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। :)

ভালো থাকবেন।

৪| ২৫ শে মে, ২০১৫ রাত ১২:৩৭

শতদ্রু একটি নদী... বলেছেন: আসলেই ভালো হইছে। আসলেই শত কোলাহলের মধ্যেও একা লাগতে পারে।

কবিতা হইলো কি হইলোনা ওইটা নিয়া আতেল কবিরা গবেষনা করে। কিন্তু আমার মতে কবিতা কোন ফিক্সড ফর্মুলায় ফেলার মত কিছু না। উপলব্দহির ব্যাপার, যেইটা ব্যকরন মানেনা।

২৫ শে মে, ২০১৫ রাত ১:১১

জেন রসি বলেছেন: ভালো লেগছে জেনে আনন্দিত হলাম।

কবিতা হল যা মনে আসে তা লিখে ফেলার জিনিস।কবিতার গঠন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম আন্দোলন হয়েছে।ফর্মুলা ভাঙা গড়ার কাজটা সব সময়ই চলতে থাকবে।

৫| ২৫ শে মে, ২০১৫ রাত ৩:১২

উর্বি বলেছেন: বাহ

২৫ শে মে, ২০১৫ সকাল ১০:৩৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আনন্দিত হলাম।

৬| ২৫ শে মে, ২০১৫ ভোর ৬:৩৯

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।+

২৫ শে মে, ২০১৫ সকাল ১০:৩৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

৭| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২১

রোদেলা বলেছেন: তারপর থেকে আমি কোলাহলে একা
মহাকালের মত অস্তিত্বহীনতায়
কি যেন একটা খুঁজেও পাইনা।
দৃষ্টি কিংবা দৃষ্টির ভ্রম
দ্বান্দ্বিক শূন্যতায় অবনত হয়
মানুষের অবিরাম বর্ষণ।-------------------

অদ্ভূত আত্মপলব্ধির নান্দনিক প্রকাশ।

২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

কোলাহল, মহাকাল, একাকীত্ব সব একে অপরের সাথে সম্পর্কযুক্ত।

ভালো থাকবেন সবসময়।

৮| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:১৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২৫ শে মে, ২০১৫ রাত ১০:২১

জেন রসি বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

ভালো থাকবেন।

৯| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:২৩

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লেগেছে ।

২৫ শে মে, ২০১৫ রাত ১০:২২

জেন রসি বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

ভালো থাকবেন সবসময়।

১০| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:২৭

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৫ শে মে, ২০১৫ রাত ১০:২৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো থাকবেন সবসময়।

১১| ২৫ শে মে, ২০১৫ রাত ৯:৩২

মায়াবী রূপকথা বলেছেন: শেষকটা লাইন দারুন। ভালোলাগা রেখে গেলাম

২৫ শে মে, ২০১৫ রাত ১০:২৪

জেন রসি বলেছেন: আনন্দিত হলাম।

ভালো থাকবেন সবসময়।

১২| ২৫ শে মে, ২০১৫ রাত ১১:২৩

নীলনীলপরী বলেছেন: কন্যা সুন্দর আলোয় কন্যা না দেখলে কি চলে?


নিশ্চয় কন্যাদিগকেও দেখেছিলেন।

২৬ শে মে, ২০১৫ রাত ১:১৭

জেন রসি বলেছেন: হা হা হা.......।

মজা পেলাম।

কন্যা সুন্দর আলো ছিল।

কিন্তু কন্যা ছিল না।

ধন্যবাদ আপনাকে।

ভালো থাকবেন।

১৩| ২৬ শে মে, ২০১৫ রাত ১১:০৭

তুষার কাব্য বলেছেন: চমৎকার লাগলো কবিতা।

২৬ শে মে, ২০১৫ রাত ১১:২৪

জেন রসি বলেছেন: কাব্য ভাইয়ের কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

১৪| ২৬ শে মে, ২০১৫ রাত ১১:৫৮

এরিসপ্লেটো বলেছেন: কি দেখতে কি দেখিলাম তা জানিয়াও না জানিবার ভান করা উচিত নহে বাছা। চাদের আলো যতই উজ্জ্বল হোক, তার কি ক্ষমতা হয় সব নক্ষত্র আকাশ থেকে মুছে ফেলার? ;)

২৭ শে মে, ২০১৫ রাত ১২:০৭

জেন রসি বলেছেন: যাহা দেখ তাহা দেখিয়া যাচাই বাছাই করিয়া নিও বাছা। চাঁদের আলোর উজ্জ্বলতাকে চাঁদের ভাবিয়া ভুল করিও না।তাহাও কিন্তু নক্ষত্রের অবদান। ;)

১৫| ২৭ শে মে, ২০১৫ রাত ১২:১৫

এরিসপ্লেটো বলেছেন: তবে তাই করিয়ো বাছা। কন্যা সুন্দর আলোয় বিভ্রান্ত হইলে সরলরেখা অনুসরন করিয়া আলোর উৎসের দিকে পৌছাইয়া যাও। কন্যা যদি নাও পাও, কন্যার মাতাকে পাইলে উনার পদযুগল ছুইয়া কদমবুছি করিয়া বলিও, "আপনার কন্যারে কন্য সুন্দর আলোয় দেখিবার অনুমতি চাই। নিজের রুপ দেখিতে দেখিতে আমি ক্লান্ত, আপনার কন্যারে দেখিলে হইতে পারে এই মন শান্ত।" ;)

২৭ শে মে, ২০১৫ রাত ১২:২৮

জেন রসি বলেছেন: সব সময় মনে রাখিবে বাছা, যে আলো দেখিয়া পুলকিত হইতেছ তাহার উৎসের কাছে গেলে কিন্তু ধ্বংস অনিবার্য।তোমরা আলোর উৎস প্রেমী ফিনিক্স পাখির মত হইও না।

১৬| ২৭ শে মে, ২০১৫ রাত ১২:৫৭

এরিসপ্লেটো বলেছেন: তোমরা আলোর উতসকে ধ্বংসের হাতছানি ভাবিয়া জোনাকী দেখিয়াও পালাইয়োনা। মনে রাখিবে, ফিনিক্স পাখি যেমন ছিলো, তেমনই ছিলেন দার্দানেলেস। যাকে গুরু মানিয়া রাইট ভাইয়েরা রাইটলি একটা রাইট যন্ত্র বানাইয়া আমাদের কোথা থাকিয়া কোথায় পৌছাইয়া দেওয়ার ব্যবস্থ্যা করিয়াছিলেন। ;)

২৭ শে মে, ২০১৫ রাত ১:০৬

জেন রসি বলেছেন: তুমি উত্তম কথা বলিয়াছ ভ্রাতা।তোমরা রাইট ভাইয়েদের মত যাচাই বাছাই করিয়া কাজ করিও।আলোর অন্ধ প্রেমে উৎসের কাছে নিজেকে সমর্পণ করিও না। বরং রাইট উপায়ে তোমাদের সীমাবদ্ধতা জয় করিবার চেষ্টা চালাইয়া যাও। ;)

১৭| ২৭ শে মে, ২০১৫ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,




তারপরও সেইসব বেঁচে থাকারা
বেঁচেই থাকে

এটুকুতেই অনেক কথা বলা শেষ ।

ভালোলাগা ।

২৭ শে মে, ২০১৫ রাত ৯:১১

জেন রসি বলেছেন: কবিতায় অল্প কয়েক লাইনে অনেক কথা বলে ফেলতে হয়।

ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.