নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয় নয় নয় এ মধুর খেলা..

নিশীথ রাতের বাদল ধারা

রাত্রি২০১০

মনেরে আজ কহ যে, ভাল মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে

রাত্রি২০১০ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে একদিন

১৬ ই জুলাই, ২০১০ রাত ১০:৫৫









ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে এখনো কি রিনিঝিনি বেজে চলে প্রানচঞ্চলা তরুনীর পায়ের নূপুর? একদল নবীন-নবীনার হাসির রেশ কি ছড়িয়ে আছে কলাভবনের সামনের সবুজ মাঠে? ফুচকা মামুর গাড়ির সামনে কি আগের মতই ভিড়? সিড়িতে বসে অকিঞ্চিত যত বিষয়ে অফুরান আড্ডা আর হাল-ফ্যাসনের জামা পরিহিতাদের রুচির গতি-প্রকৃতি নিয়ে বিতর্কের ধুম কি এখনো মাতিয়ে রাখে আজকের ছাত্র-ছাত্রীদের? নিলক্ষেত পার হয়ে আমাদের গাড়ি বিশ্ববিদ্যালয়ে, আমার প্রাণের বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় এসব প্রশ্ন আমার মনে দোলা দিচ্ছিল। কতদিন পর পা রাখলাম এখানে। একদিন যেখানে সদর্পে, অনেক অধিকারের সাথে হেঁটে বেড়িয়েছি, আজ বিনীত ত্রস্ত পায়ে অতিথির বেশে ফিরে কেমন যেন লাগছিল- সে অনুভুতি ভাষায় প্রকাশ প্রায় অসম্ভব আমার পক্ষে।



আমাদের কাজের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছিল তার বাস ভবনে। আসা-যাওয়ার পথে কত যে ঊঁকি দিয়েছি এই ধবল প্রাসাদোপম বাড়ির গেটের ফাঁক দিয়ে। আজ সেখানে ঢোকার বিরল সৌভাগ্যে নিজেই হতবাক আমি। ভিসি স্যার আমাদের ঘুরে দেখালেন একতলার অফিস আর বাগান। শোনালেন এই ভবনের ইতিহাস। সেই ১৯২১ সালের প্রথম ভিসি ডক্টর স্যার ফিলিপ জোসেপ হারটোগ থেকে আজ অবধি সকল ভিসির ছবি টাঙ্গানো আছে একটি ঘরে। কৃতিমান বিদ্যান এই ৪৩ জন পুরুষ আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে যে অবদান রেখেছেন তার পরিমাপ করার মত কোন যন্ত্র আজও উদ্ভাবিত হয়নি।













সোকেসে রাখা অনেক মেডেল, ট্রফি ঢাবির সাফল্যের ইতিহাস বহন করে চলেছে—যেন বুক ফুলিয়ে বলছে ৯০ বছরের গর্বগাঁথা-গাইছে গৌরবের জয়কাব্য। আমি কতখানি আপ্লুত হয়েছিলাম সেই বিকালে সে ইতিহাস অলিখিত থাকুক, আপনাদের আজ শুধু কিছু ছবি দেখাতে চাই—আমার ভাললাগার কিছু মূহুর্ত থমকে আছে এই ছবিগুলোতে। আমি ছবি-শিল্পী নই, অদক্ষ হাতে তোলা ছবি গুলোতে কোন কারুকাজ নেই সত্যি, কিন্তু মনের অন্তঃস্থল থেকে ভাললাগার আবীরে রাঙান ওরা। আশাকরি ভাল লাগবে আপনাদের।



ভিসির বাসভবনের সামনের দিকের আর বাগানের একাংশ।



















বাসভবনের অফিসের সামনে প্রশস্ত বারান্দা এবং রাজকীয় লাল গালিচা পাতা সিড়ি। আগের দিনের জমিদার বাড়ির মত। সত্যজিতের ঘরে-বাইরের কিম্বা চারুলতা বৌ-ঝিরা এমনি বারান্দায় বসে কুটনা কুটত! আর এই বারান্দায় কত দেশের কত বিজ্ঞ বিদ্যান হেঁটেছেন। কত তেজস্বী ছাত্রনেতা এখানে প্রতীক্ষা করেছেন উপাচার্যের সাথে দেখা করার জন্য। দেশের কত গুরুত্বপূর্ণ ঘটনার প্রারম্ভ এখানে থেকে। ইতিহাস ফিসফিসিয়ে সে সবকথা বলে বেড়ায়।











বিভিন্ন প্রতিযোগীতায় ঢাবির জয়মাল্যের একাংশ।









বাড়ির পিছনের দিক আর বাগানের কই পন্ড। মাছ কিলবিল করছিল শাপলার পাতার ছায়ায়।









(ছবিগুলো অনুমতি নিয়ে তোলা। দয়াকরে অন্যত্র ব্যবহার করবেন না।)

মন্তব্য ৫০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১১:৫৮

সাধারণমানুষ বলেছেন: দুর্লভ কিছু ছবি দেখার সৌভাগ্য হইলো :)

০২ রা আগস্ট, ২০১০ সকাল ১০:১৯

রাত্রি২০১০ বলেছেন: ধন্যবাদ। আমিও খুব ইমপ্রেসড হয়েছিলাম! ভাল থাকুন।

২| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১১:৫৯

হাসান মাহবুব বলেছেন: নাইস পোস্ট। অন্যত্র ব্যবহার করব ছবিগুলা B-))

০২ রা আগস্ট, ২০১০ সকাল ১০:২১

রাত্রি২০১০ বলেছেন: হা হা..
অন্যত্র ব্যবহারের অনুমতি তো নিয়েই নিলেন ;)
দেরিতে জবাব দেবার জন্য দু:খিত। পড়ার জন্য ধন্যবাদ।

৩| ১৭ ই জুলাই, ২০১০ রাত ১২:২১

শায়মা বলেছেন: বাহ!

ভালো লাগলো খুব খুব!

০২ রা আগস্ট, ২০১০ সকাল ১০:২২

রাত্রি২০১০ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ!
কেমন আছ শায়মামনি?

৪| ১৭ ই জুলাই, ২০১০ রাত ১:২৭

চতুষ্কোণ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: নাইস পোস্ট। অন্যত্র ব্যবহার করব ছবিগুলা


আমিও করব আর নিচে লিখে দেব আমার নিজ বাসা, নিজ হাতে সাজানো বাগান :P

০২ রা আগস্ট, ২০১০ সকাল ১০:২৫

রাত্রি২০১০ বলেছেন: সব শেয়ালের এক রা---আপনিতো আরেক কাঠি বাড়া! ;) :)
নিজের বাড়ি নিশ্চয়ই আর সুন্দর--কারন সেখানে আছে প্রিয় মানুষের ছোঁয়া..

৫| ১৭ ই জুলাই, ২০১০ রাত ২:৪৪

অন্ধ আগন্তুক বলেছেন: আমি বাইরে থেকে দেখছি , আর রাতে একদিন চুরি করে ঢোকার চেষ্টা করছিলাম । :-0 :-0

দারোয়ান দৌড়ানি দিসিলো !! :) :)

পোস্ট চমৎকার । +++++++++++

০২ রা আগস্ট, ২০১০ সকাল ১০:২৭

রাত্রি২০১০ বলেছেন: রাতে চুরি না করে দিনে দুপুরে করে দেখেন---ভাগ্য খুলে কিনা!! ;) :)

সত্যি বাসাটা দারুন! খুব রোমান্টিক পরিবেশ চারপাশে...কাব্য লেখার জন্য ফাটাফাটি! হি হি

৬| ১৭ ই জুলাই, ২০১০ রাত ২:৪৭

সাহসী বলেছেন: গোয়ালঘর আর গাভীটার ছবি দিলেন না যে ! :(

০২ রা আগস্ট, ২০১০ সকাল ১০:২৯

রাত্রি২০১০ বলেছেন: গোয়ালঘর আর গাভীটার দর্শন যে পাই নাই! মনে হ্য় আপনার কাছে বেড়াতে গেছিল! মন খারাপ করবেন না--পরেরবার ওর ছবি নিশ্চয়ই তুলে আনব। :)

৭| ১৭ ই জুলাই, ২০১০ রাত ৩:০৩

স্বদেশ হাসনাইন বলেছেন: ভাল পোষ্ট । ভিসির বাড়ি ভিতর ঢোকার ইচ্ছে থাকলেও ঢোকার অনুমতি পাওয়া দু:সাধ্য

০২ রা আগস্ট, ২০১০ সকাল ১০:৩২

রাত্রি২০১০ বলেছেন: সত্যি ভাগ্য ভাল আমার। সারা জীবন উকি ঝুকি দিয়ে দেখার চেষ্টা করেছি--পুরান ধাঁচের বাড়ি আমার এত ভাল লাগে---আপনার সেই কবিতার কথা মনে পড়ে গেল! দারুন লিখেছিলেন!

৮| ১৭ ই জুলাই, ২০১০ ভোর ৬:৪৯

রাজসোহান বলেছেন: অনেকদিন পর চমত্কার পোস্ট !

০২ রা আগস্ট, ২০১০ সকাল ১০:৫১

রাত্রি২০১০ বলেছেন: গোধূলীবেলা কিন্তু বেশ ভয়ের---সারা ধরিত্রি অপরূপা হয়ে যায়---সব নারী হয়ে উঠে অপ্সরা! নবীণ মনে ঢেউ খেলে যেতে পারে---তাই সাবধান! :) :) :)
অনেক দেরিতে উত্তর দেবার জন্য দু:খিত! কেমন আছেন?

৯| ১৭ ই জুলাই, ২০১০ সকাল ৭:০৯

মে ঘ দূ ত বলেছেন: আপনার ভাললাগার আবীরে রাঙানো ছবি বেশ লাগলো। খুব সুন্দর কিছু বর্ণনা এবং ছবি!

ছবিগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল ইতিহাসের ফিসফিস ধ্বনিগুলো শুনতে পাচ্ছি যেন। এই সব স্থাপনাগুলো বোধকরি ছবিতেও জীবন্ত। প্রাণ আছে এদের মাঝে। কত কথায় না বলে দিচ্ছে।

০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:১৬

রাত্রি২০১০ বলেছেন: এত সুন্দর করে মনের ভাব কি করে প্রকাশ করেন?
ভাল থাকুন।

১০| ১৭ ই জুলাই, ২০১০ সকাল ৭:৪৭

কালীদাস বলেছেন: জটিল পোস্ট! এর আগে প্রোভিসির বাসায় ঢুকেছিলাম ঐ বিরল গাছটা দেখার জন্য, কিন্তু ভিসির বাসায় কখনো ঢোকা হয়নি, দরকারও পড়েনি অবশ্য!!

অনেক অনেক ধন্যবাদ পোস্টের জন্য:)

০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:১৭

রাত্রি২০১০ বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য।
আমার প্রো ভিসির বাসায় যাবার সৌভাগ্য হয়নি :(
বিরল গাছের ছবি আছে?

১১| ১৮ ই জুলাই, ২০১০ সকাল ১১:৩৯

সুরঞ্জনা বলেছেন: অনেক ভালো লাগলো রাত্রিসোনা। অনেক দিন তোমায় দেখিনা। কেমন আছো তুমি?

০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:১৯

রাত্রি২০১০ বলেছেন: দিদি আছি তোফা! নুতন চাকরি, নুতন জায়গা মিলে মহা ব্যস্ত ছিলাম। আবার হাজির হব তোমাদের জ্বালাতে! :)
তুমি কেমন আছো ?

১২| ১৮ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৪১

রেজোওয়ানা বলেছেন: হুম, এই ছবি দেখে যদি কেউ ভিসির বাসায় স্যাবটোজ করে তার দায়িত্ব কে নেবে বলো শুনি?










হি হি হি জাস্ট কিডিং......

শাপলা পুকুরটা খুব সুন্দর আর পোর্টিকোটাও.........

০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:২২

রাত্রি২০১০ বলেছেন: আপনার মাথায় এই ভাবনা কেন? রেগুলার এমন প্ল্যান করেন নাকি?হি হি হি...















জাস্ট কিডিং......
অনেক দিন আসা হ্য়না--অনেক লিখেছেন? মিস করেছি আপনার ঐতিহাসিক স্থাপনা নিয়ে লিখা! ভাল থাকুন।

১৩| ১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৩১

অবাক মানুষ বলেছেন: বেশ।

০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:২৩

রাত্রি২০১০ বলেছেন: বেশ! :) :)

১৪| ২০ শে জুলাই, ২০১০ রাত ৩:১৮

সেলিম তাহের বলেছেন: হো মো এরশাদের আমলে একটা প্রতিবাদ মিছিলের অংশ হয়ে একবার ভিসির বাড়ির সামনে বেশ চিল্লাফাল্লা করেছিলাম। দু’একটা ইট-পাটকেলও ছুঁড়েছি কি ছুঁড়িনি! তারপর মামুদের দাবড়ানি খেয়ে আমরা ছত্রখান! ব্যস্‌, আমার দৌড় ওই পর্যন্তই... গেইট পেরিয়ে আর ভিতরে ঢুকা হয়নি।

আপনার চোখ দিয়ে বাড়ির ভিতরের কিছু অংশ দেখার সুযোগ হলো আজ। জয়তু!

০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:২৫

রাত্রি২০১০ বলেছেন: কি কান্ড---এই স্বীকারোক্তির ফলে জেলে নিয়ে গেলে আমার দোষ নেই কিন্তু। বড্ড ডানপিটে ছিলেন নাকি?

১৫| ২০ শে জুলাই, ২০১০ সকাল ৭:১২

নৈশচারী বলেছেন: ইশ! দুঃখটা আবার মনে করায় দিলা! এই বাসাটা খালি সবসময় দেখি আর ভাবি এইটাতে যদি আমি থাকতে পারতাম! 8-| 8-| :(
যদিও ভালো করেই জানি এই দিবাস্বপ্ন কোনদিন পূরণ হবে না! :(
অ ট: তুমি আমাকে ভুলে গেসো! ভ্যাঁ ভ্যাঁ ভ্যাঁ! :(( :((
বুঝলাম অনেক ব্যস্ত কিন্তু এক দুই মিনিটের জন্য ব্লগে আসলেও একবার ছোট বোনের খবর তো নিয়ে যাওয়া উচিত নাকি? /:)

০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:২৬

রাত্রি২০১০ বলেছেন: সত্যি চল গলাগলি করে কাঁদি! :)
তোমাকে ভুলে কার সাধ্য?

১৬| ২২ শে জুলাই, ২০১০ সকাল ৭:২১

সোমহেপি বলেছেন: মিথ্যে বলেছেন যে ছবি শিল্পী নন।ছবি কিন্ত্ত তা বলেনা।

০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:২৭

রাত্রি২০১০ বলেছেন: ওরে বাপরে--তারিফ করনা কোই আপসে সিখে!
ভাল আছেন?

১৭| ২২ শে জুলাই, ২০১০ সকাল ৭:৪১

ইব্রাহীম আহমেদ বলেছেন:
ছবিগুলো অনেক সুন্দর হয়েছে , লেখাটাও । তবে বাড়িটা দেখে আসলেই লোভ হচ্ছে । :(

০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:২৯

রাত্রি২০১০ বলেছেন: লোভ হলে ঢাবির পলেটিক্সে নেমে পড়ুন, আমিও ভাবছি!! :) ;)

১৮| ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৫৩

শায়মা বলেছেন: :(

০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:২৯

রাত্রি২০১০ বলেছেন: কেনরে মন খারাপ? :) :)

১৯| ০২ রা আগস্ট, ২০১০ সকাল ১০:৩৩

হুপফূলফরইভার বলেছেন: প্রিয় ক্যাম্পাস! ঘুড়েছি অনেকবার কিন্তু ছবি তোলার সুযোগ হয়নি কখনও!!

অনেক ধন্যবাদ!!

০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:৩১

রাত্রি২০১০ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

২০| ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৪

গৌতম রায় বলেছেন: ভিসির বাড়ি দেখে এতো আপ্লুত হওয়ার কারণ বুঝলাম না- আমার ব্যক্তিগত সীমাবদ্ধতা এটা। এই বাড়ির একটা ঐতিহাসিক মূল্য অবশ্যই আছে, কিন্তু এর চেয়ে বহুগুণ মূল্যবান ভবন, স্থাপনা বা বাড়ি রয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়েই। বরং বর্তমান সময়ের ভিসিরা কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আস্তে আস্তে তলানিতে ফেলছে সেটা মনে করে এই মুগ্ধতা কেটে যাওয়া উচিত। ওই বাড়িতে ঢুকলে ভিসিকে জিজ্ঞাসা করা উচিত- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান বাড়ানোর জন্য তিনি কী কী করেছেন? এই বাড়িতে থাকার জন্য রাজনৈতিক আনুগত্য ছাড়া আর কোনো মান তার ছিল কি না?

০২ রা আগস্ট, ২০১০ রাত ৮:২১

রাত্রি২০১০ বলেছেন: আসলে ঢাবির বিখ্যাত তথাকথিত বহুগুণ মূল্যবান ভবন, স্থাপনা বা বাড়িগুলোর বেশির ভাগ আমার বিশ্ববিদ্যালয় জীবনের ছয় বছরে দেখার সৌভাগ্য হয়েছে। ভিসির বাড়ি দেখা হয়নি। পুরান বাড়ির প্রতি আমার একটা বিশেষ দূর্বলতাও আছে। বহুদিন পর বিশ্ববিদ্যালয়ে পা রেখে, বাড়িটা দেখে ভাল লেগেছিল--সব মিলিয়ে আপ্লুত হয়েছিলাম।

আপনার বাকি মন্তব্যের সাথে সহমত। শিক্ষক রাজনীতির অধঃপতন নিয়ে বলবার কিছু নেই।

২১| ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৭

মাহমুদহাসান বলেছেন: ভালোই হৈসে, আগে থিকা দেইখ্যা লইলাম, ঢাবির নেক্সট ভিসি আমি হৈতাসি.......ল্যাপটপ লইয়া বাগানে বয়া ব্লগামু। :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P


আপনে ঢুকলেন ক্যামনে ভাইজান, কউন যাইবনি??

০২ রা আগস্ট, ২০১০ রাত ৮:২৫

রাত্রি২০১০ বলেছেন: আপ্নে ভাই একা না---আমিও নেক্সট ভিসি হইতে চাই ---

ভাগ্যগুনে ঢুইকা পড়ছিলাম---বাগানটা ব্লগানোর জন্য ফাটাফাটি---কাব্য ফল্গুধারার মত এম্নিই উৎসরিত হইবো

২২| ০২ রা আগস্ট, ২০১০ রাত ৮:১২

চতুষ্কোণ বলেছেন: আপ্নারে বহুতদিন যাবত দেখি না। ঘ্টনা কি? আইজ্কা নাকি পতেঙ্গা আসছিলেন? কেমন লাগলো। :)

০২ রা আগস্ট, ২০১০ রাত ৮:৩৩

রাত্রি২০১০ বলেছেন: কেম্নে দেখবেন --আমিতো চাটগা যাইয়া বইসা আছি--ইন্টারনেটহীনতা, বাসা, বাজার, কাজ সব মিলিয়ে নাস্তানাবুদ!

মাইন্ড খাইয়েন না--পতেঙ্গা গিয়া মহা হতাশ। ১৯৯২ তে গেছিলাম--তখন কি যে ভাল লাগছিল--আর যাব বলে মনে হয় না। তবে সাঙ্গুনিয়ার অভয়ারন্য দারুন লাগছে--রাস্তাটা স্বর্গের পথ বললে কম বলা হয়--কর্ণফুলির উপর ফেরিটা অসাধারণ।

২৩| ০২ রা আগস্ট, ২০১০ রাত ৮:৪৩

চতুষ্কোণ বলেছেন: এর্লিগাই আমি যাইতাম্চাইনা। তার্পরেও আত্মীয়স্বজন আইলে ধই্রাবাইন্ধা নিয়া যায়। :(

০২ রা আগস্ট, ২০১০ রাত ৮:৪৯

রাত্রি২০১০ বলেছেন: হু। আমারো মনে হয় একি গতি হইব।
ছোটবেলায় সাভারে আছিলাম। যত আত্মীয়স্বজন আসত, সবাইরে আমার স্মৃতিসৌধ নিতে হইত! মহা ঝামেলা---ঃ)

২৪| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৫:৩০

বীনা বলেছেন: খুব সুন্দর............. অনেক ভালো লাগল............... বেশ কিছু জানতে পারলাম.............

আপনার জন্য শুভ কামনা।

০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১১:৫৩

রাত্রি২০১০ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে।

২৫| ০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ৯:৩৯

গৌতম রায় বলেছেন: আমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার মন্তব্যটা পড়ে স্বস্তি পেলাম। মন্তব্যটা করার পর অস্বস্তিতে ছিলাম যে আমার কথাটা আপনি কীভাবে নেন! ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদটা আগে যে সম্মানের ছিল, সেটা চোখের সামনে কীভাবে কীভাবে যেন নষ্ট করা হচ্ছে। এসব দেখে অনেক সময় মেজাজ ঠিক থাকে না।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১১:৫৭

রাত্রি২০১০ বলেছেন: আপনের আক্রমনের উৎসমূল কি ধরতে পেরেছিলাম--তাই কিছু মনে করার প্রশ্ন উঠে না। শিক্ষকদের সেই সন্মান আজ আর নেই--সেটার দায়ভার তাদেরই বেশী।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.