![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল অনেক প্রেমিক নিজেকে সম্রাট শাহজাহান ভাবে আর প্রেমিকা নিজেকে ভাবে মমতাজ। বানাতে চায় প্রেমের তাজমহল।
তাজমহল নাকি প্রেমের প্রতিক।
এই তাজমহলের কারণে অনেক মানুষ সম্রাট শাহজাহানকে শ্রদ্ধার চোখে দেখে, কেউ কেউ আবার আদর্শ প্রেমিক ভাবে।
কিন্তু কেউ কি কখনও তাজমহল বানানোর পেছনের মানুষগুলোর কথা ভাবে? তাজমহলের জন্য ঘাম ঝড়ানো, রক্ত ঝড়ানো মানুষগুলোর কথা জানে? তাদের নামই বা কয়জন জানে?
আমরা কি সবাই জানি নদীর তীরে হাজার বছর টিকে থাকা এই আশ্চর্য্য তাজহমহলের নকশা কে বানিয়েছিলেন?
কাদের মেধা দিয়ে নির্মিত হয়েছিলো এই আশ্চর্য্য? কারা বানিয়েছিলেন এই বিখ্যাত তাজমহল?
কয়জনই বা জানি ওস্তাদ আহমেদ লাহুরি নাম, আবদুল করিম মামুর খান, মাকরামাত খান যারা সে সময়ের সবচেয়ে নিখুঁত, পারদর্শী ও উচ্চ পর্যায়ের প্রকৌশলী এবং নকশাকার ছিলেন। কয়জনই বা আবদুল হকের নাম জানি, যাঁরা তাজমহলকে বিখ্যাত করেছেন।
ইতিহাসের সেই সব দিনে গেলে জানা যাবে- এই তাজমহল বানাতে মানুষের কষ্টার্জিত অর্থই ব্যবহার করা হয়েছে, লাখ লাখ মানুষের রক্ত, ঘাম ব্যবহার হয়েছে।
এই তাজমহলের কারণে অনাহারে কাটাতে হয়েছে লাখ লাখ মানুষকে। কত মানুষকে হত্যা করা হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, সেই সব কৃতি মানুষদের। তাদের অপরাধ ছিলো, তারা তাজমহলকে আশ্চর্য্যতে পরিণত করেছে, সৃষ্টি করেছে আশ্চর্য্য , বিখ্যাত করেছে তাজমহলকে, বিখ্যাত করেছে সম্রাট শাহজাহানকে।
যারা যাদের সমস্ত জ্ঞান ঢেলে দিয়ে তাজমহলকে আশ্চর্য্য রুপ দিয়েছিলেন, ইতিহাস কি পারতোনা, শাহজাহানের সাথে তাদের নামও সমভাবে উচ্চারিত করতে?
আমি কখনই তাজমহলকে প্রেমের প্রতিক হিসেবে দেখিনা। এটা কখনও শাহজাহানের প্রেমের প্রতিক হতে পারেনা। এটা শাহজাহানের নিষ্ঠুরতার প্রতিক, বর্বরতার প্রতিক, বিলাসিতার প্রতিক।
যারা তাজমহল দেখতে যান, তারা কি শুধু শাহজাহান-মমতাজের প্রেমই দেখতে পান, প্রেমের নিদর্শন দেখেন?
কখনই কি লাখ মানুষের কান্নার আওয়াজ শুনতে পান না? দেখতে কি পান না লাখ মানুষের অনাহারের কষ্ট?
আমরা ইতিহাস রচনা করেছি শাসক শ্রেণীর পক্ষ নিয়ে, ইতিহাসে শুধু শাসক শ্রেণীর আশ্রয় হয়েছে। অসহায় মানুষের আশ্রয় ঘটেনি। আমরা কখনও অসহায় মানুষদের প্রাধান্য দিতে চাই না।
বার বার কি কারণে অসহায় মানুষদের কথা হারিয়ে যায়?
আমরা বিশ্বাসঘাতকতা করেছি সেই সব অসহায় মানুষের প্রতি, আর করেও যাবো।
তাই হয়তো অভিশাপস্বরুপ বার বার শোষণের শিকার হচ্ছি।
আমার কাছে তাজমহল নির্মাণ আশ্চর্য্য নয়, তাজমহলে লাখ মানুষের আর্তনাদ শুনতে না পাওয়াটাই আশ্চর্য্য।
১৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪৩
রাতুল_শাহ বলেছেন: তাই নাকি ...... জানতাম না ভাই।
২| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
ঢাকাবাসী বলেছেন: অকারণ পুরোনো কাসুন্দী! তাজমহল পৃথিবীর এক আশ্চর্য, সেটাই তাকে মহান করার জন্য যথেস্ঠ! যেকোন বড় কাজে ত্যাগ থাকতেই হবে। আরো পড়ুন জানবেন। ধন্যবাদ।
১৬ ই মে, ২০১৪ রাত ১০:৪৯
রাতুল_শাহ বলেছেন: পড়ার জন্য কিছু রেফারেন্স দিলে আমার জন্য উপকার হতো।
৩| ১২ ই মে, ২০১৪ রাত ১০:২৫
মামুন রশিদ বলেছেন: পৃথিবীর সব রাজা-বাদশা-জমিদার মানুষের রক্তে হাত রাঙিয়েছে । কিন্তু কয়জন তাজমহল বানিয়েছে ??
১৬ ই মে, ২০১৪ রাত ১১:০৭
রাতুল_শাহ বলেছেন: মামুন ভাই আপনার কথা একবার সমর্থন করতে গিয়ে আবার পারছিনা।
কারণ আমি যখনই তাজমহল আর শাহজাহানকে বড় করে দেখতে যাবো, তখনই আমাকে শাসকগোষ্ঠীর নির্যাতনকে সমর্থন করতে হচ্ছে।
যতদূর শুনেছি সম্রাট শাহজাহান আরেকটি তাজমহল বানাতে চেয়েছিলেন, কিন্তু সম্রাট আরঙ্গজেব তাকে আর সে সুযোগ দেন নি।
৪| ১২ ই মে, ২০১৪ রাত ১০:৪৪
একজন ঘূণপোকা বলেছেন: এই তাজমহলের কারণে অনাহারে কাটাতে হয়েছে লাখ লাখ মানুষকে। কত মানুষকে হত্যা করা হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, সেই সব কৃতি মানুষদের। তাদের অপরাধ ছিলো, তারা তাজমহলকে আশ্চর্য্যতে পরিণত করেছে, সৃষ্টি করেছে আশ্চর্য্য , বিখ্যাত করেছে তাজমহলকে, বিখ্যাত করেছে সম্রাট শাহজাহানকে।
--আশ্চর্য কেন হাতে কেটে ফেলেছে??
১৬ ই মে, ২০১৪ রাত ১১:১২
রাতুল_শাহ বলেছেন: প্রশ্নটা ঠিক বুঝে উঠতে পারলাম না,
যতটুকু জানি,
সম্রাট চেয়েছিলেন এই তাজমহল যেন আর কেউ বানাতে না পারে সেজন্য। কিন্তু পরবর্তীতে আরেকটি এই রকম মহল বানাতে চেয়েছিলেন, পুত্রের বিরোধ করায়, সেটা সম্ভব হয়নি।
৫| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১:১৫
দীপান্বিতা বলেছেন: তাজমহল নির্মাণ আশ্চর্য্য নয়, তাজমহলে লাখ মানুষের আর্তনাদ শুনতে না পাওয়াটাই আশ্চর্য্য
১৬ ই মে, ২০১৪ রাত ১১:১৩
রাতুল_শাহ বলেছেন: আপু আমার কাছে সেটাই মনে হয়।
অন্যদের কাছে অন্য রকম।
ভালো থাকবেন , শুভ কামনা রইলো।
৬| ১৬ ই মে, ২০১৪ রাত ১২:০৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মমতাজ বেগম-কে নাকি শাহজাহান সাব করছিলেন। এক সময় ওনার মধ্যে অনুশোচনা দেখা দেয়, আর সেই অনুশোচনার ফলাফল তাজমহল।
মানুষ না মরলে কি আর এই কৃত্তি দাঁড়াতে পারতো যার সূচনা মৃত্যু দিয়ে আর তা নির্মান করতে গিয়ে মানুষ না মরে তাহলে কিভাবে হয়!
আমার কাছে তাজমহল নির্মাণ আশ্চর্য্য নয়, তাজমহলে লাখ মানুষের আর্তনাদ শুনতে না পাওয়াটাই আশ্চর্য্য। বধির কিছু শোনে না এ কি আর বলতে হয়!
কেমন আছেন রাতুল?
শুভ কামনা রইল।
১৬ ই মে, ২০১৪ রাত ১১:২০
রাতুল_শাহ বলেছেন: সেটাও হবে হয়তো।
সব বিবেচনা করলে একটাই ভাবনা আসে ভাই যে, সম্রাট শাহজাহান কি সত্যি এত প্রশংসার দাবীদার!
যাহোক,
আল্লাহ অনেক ভালো রেখেছেন।
আশা করি আল্লাহ আপনাকেও ভালো রেখেছেন
দোয়া করি অনেক অনেক ভালো থাকুন।
৭| ১৬ ই মে, ২০১৪ রাত ১২:১৮
রাজীব বলেছেন: মমতাজ সম্রাটের কত নাম্বার স্ত্রী ছিলেন??
১৬ ই মে, ২০১৪ রাত ১১:২৮
রাতুল_শাহ বলেছেন: মমতাজ বেগম সম্রাটের ৪র্থ স্ত্রী ছিলেন।
তবে কেউ কেউ আবার ভিন্নমত পোষণ করেন, কেউ ২য়, কেউ ৩য় স্ত্রী বলে থাকেন।
ভাল থাকবেন শুভ কামনা রইলো।
৮| ১৬ ই মে, ২০১৪ রাত ১১:২২
বাংলার ঈগল বলেছেন: হু চিন্তার বিষয়!!
১৬ ই মে, ২০১৪ রাত ১১:৩০
রাতুল_শাহ বলেছেন: চিন্তা করে কি পেলেন সেটা আমাদের জানাবেন।
কারণ আমার চিন্তার মাঝেও ভুল থাকতে পারে।
ভাল থাকবেন শুভ কামনা রইলো।
৯| ১৬ ই মে, ২০১৪ রাত ১১:৩৬
রাহি বলেছেন: হাতুড়ী নিয়া তাজমহল ভাঙ্গা শুরু করেন।
১৭ ই মে, ২০১৪ সকাল ১১:৩৮
রাতুল_শাহ বলেছেন: ভালো থাকবেন শুভকামনা রইলো
১০| ১৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: তাজমহল সব জনগনের পয়সা । এটা কি চুরি নয় ।।
২০ শে মে, ২০১৪ সকাল ৯:৩৩
রাতুল_শাহ বলেছেন: আমিও সেটাই মনে করি। কিন্তু অন্যরা কি তা মনে করবে?
১১| ২২ শে মে, ২০১৪ রাত ৯:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ফেইসবুকে আপনাকে কোন নামে পাওয়া যাবে? যাই হোক, ফেইসবুকের এ স্টেটাসটি পড়ার জন্য অনুরোধ করছি। শীঘ্র রিসপন্স করবেন আশা করি।
সম্ভব হলে আমাকে আপনার ফ্রেন্ডলিস্টে এ্যাড করুন।
শুভেচ্ছা।
২৫ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
রাতুল_শাহ বলেছেন: আপনাকে মেইল করেছি।
১২| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভাল লাগল পোষ্ট
০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:৩৩
রাতুল_শাহ বলেছেন:
ভালো থাকবেন , শুভ কামনা রইলো।
১৩| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:৪৫
শের শায়রী বলেছেন: আপনার লেখাটি দেখে তাজ মহলের ওপর একটা লেখা দেবার ইচ্ছে জাগল। শিঘ্রী লিখব।
অনুভুতি কে সন্মান।
০৩ রা জুন, ২০১৪ রাত ১০:০৭
রাতুল_শাহ বলেছেন: অবশ্যই এটা তো অনেক ভালো হবে। আপনার লেখায় অনেক কিছু জানা যাবে। আমার অনেক ভুল ভাঙবে।
আপনার লেখার অপেক্ষায় থাকলাম। শীঘ্রই পাবো আশা করি।
ভালো থাকবেন , শুভ কামনা রইলো।
১৪| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:১৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
তাজমহলের আবেদনটা পরবর্তীতে মানুষের মনে প্রেম যোগাচ্ছে, এটাই সান্ত্বনা।
০৯ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩০
রাতুল_শাহ বলেছেন: কিন্তু এর মাঝে আমি কোন প্রেম দেখতে পাই না।
১৫| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৩
রাবেয়া রব্বানি বলেছেন: আমি কখনই তাজমহলকে প্রেমের প্রতিক হিসেবে দেখিনা। এটা কখনও শাহজাহানের প্রেমের প্রতিক হতে পারেনা। এটা শাহজাহানের নিষ্ঠুরতার প্রতিক, বর্বরতার প্রতিক, বিলাসিতার প্রতিক।
আমিও
১১ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৩
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন, শুভকামনা রইলো
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৬
পংবাড়ী বলেছেন: তাজ মহল মানুষ বানায়নি, জ্বীনেরা বানায়েছে।