![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরাবরই ক্লাশে পেছনে বসা স্বভাব, কলম দিয়ে সামনের জনকে গুতা দিয়ে জ্বালানোটাও স্বভাব হয়ে গিয়েছিলো। অ্যাটেনডেন্স দিয়ে পেছন দরজা দিয়ে পালানো নিত্য দিনের অভ্যাস ছিলো।
ক্লাশের পেছনে বসে - মোবাইলে কল দিয়ে, সাইলেন্ট মুডে মোবাইল রাখতে ভুলে যাওয়া বন্ধুকে স্যারের ঝাড়ি খাওয়ানোটাও অভ্যাস হয়ে গিয়েছিলো।
ক্যালকুলেটর না আনার অপরাধে- ক্লাশ থেকে বের হয়ে যাওয়াটাও স্বভাবটা সয়ে গিয়েছিলো।
কাগজের টুকরায় বন্ধুর উপাধি নামে গালি গালাজ লিখে তার দিকে ছুঁড়ে ফেলাটাও স্বভাব হয়ে গিয়েছিলো।
এসব করতে করতে ক্লাশগুলো একদিন শেষ হয়ে গেলো। আর ক্লাশে যেতে হয় না। স্বভাবগুলিও আর চর্চা হয় না।
তাই এখন আর ঐ সব স্বভাব আমার স্বভাবের তালিকায় নেই। ভালো হয়ে গেছি। খুবই ভালো।
২২ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৪
রাতুল_শাহ বলেছেন: হারিয়ে ফেলা সময়টা খুবই দরকার। কেউ যদি ফিরিয়ে দিতে পারতো। মাঝে মাঝে ভাবনাগুলো হারিয়ে ফেলা সময়ের পিছে হারিয়ে যায়।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৭
রাজীব নুর বলেছেন: যাক, ভালো তো হয়েছেন !!!
২২ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৭
রাতুল_শাহ বলেছেন: ভালো হয়ে তো বিপদে আছি রে ভাই, ভালো লাগে না।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পাঠ্য বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ার অভ্যাস ছিল না ?
আমি কিন্তু তিন গোয়েন্দার 'গাড়ির জাদুকর' বই নিয়ে ধরা পড়েছিলাম।
২২ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩১
রাতুল_শাহ বলেছেন: আমার বই পড়া কিংবা পত্রিকা পড়ার অভ্যাস নেই। আমার শুনতে ভালো লাগে। আপনি পুরো বই যদি সারাদিন পড়ে শুনান আমার বিরক্ত লাগবে না, কিন্তু আমার এক পাতা পড়তেই বিরক্ত লাগে।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৪
বিজন রয় বলেছেন: ভীষণ দুষ্টু ছিলেন তো আপনি!
তো এখনও কিছু দুষ্টামি থাকার কথা, সেগুলো বলে ফেলুন।
২২ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৭
রাতুল_শাহ বলেছেন: এখনকার গুলো হারিয়ে গেলে, বলতে পারবো।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪
করুণাধারা বলেছেন: ছোট পোস্ট, কিন্তু ভাবনাটা ভালো লাগলো।++++
২২ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৮
রাতুল_শাহ বলেছেন: আপনার ভালো লাগাতে আমার ভালো লাগছে।
৬| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৩
আমি তুমি আমরা বলেছেন: আহারে সেই সময় ...
অনেকদিন পর দেখলাম আপনাকে। ওয়েলকাম ব্যাক।
২২ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪০
রাতুল_শাহ বলেছেন: কিন্তু পেজ লোড হতে অনেক সময় লাগছে। স্বাভাবিক ভাবে সামুতে প্রবেশ করতে পারছি না।
৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৫
জুন বলেছেন: খুবই খারাপ অভ্যাস ছিল দেখছি রাতুল
আহা ছোট বেলায় স্কুল পালিয়ে পাশেই বান্ধবীর বাসায় নাস্তা খেয়ে পরের পিরিয়ডে আসা। কোথায় হারিয়ে গেল সেই সোনা রঙের দিনগুলো
লেখায় প্লাস ।
১৪ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪৫
রাতুল_শাহ বলেছেন: আমরা রবিবার দুপুরে শক্তিমান দেখার জন্য পালাতাম। স্কুলের পাশেই আমাদের বন্ধুর বাড়ি ছিলো। দিনগুলিকে আসলেই অনেক মিস করি।
৮| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৮
আমি তুমি আমরা বলেছেন: সামুতো আনব্লক করা হয়েছে। এখন ঢুকতে পারছেন?
১৪ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪৬
রাতুল_শাহ বলেছেন: এখন নিয়মিত পারছি। আগে সমস্যা হচ্ছিলো।
৯| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পড়াশোনায় ফাঁকি দেয়া কোন সুবিবেচনার কাজ নয়।
১৪ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪৮
রাতুল_শাহ বলেছেন: আসলেই ঠিক না। কিন্তু কি করার, ফাঁকিবাজি হয়ে যায়। মজাও লাগে।
১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৯
জুন বলেছেন: আজ ২০২০ এর ২৯শে সেপ্টেম্বর । পাক্কা এক বছর হলো রাতুল
২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৬
রাতুল_শাহ বলেছেন: তাছাড়া ব্লগে আমার ১ দশক পূর্ণ হয়ে গেছে গত আগস্টে।
১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২২
জুন বলেছেন:
১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩২
মনিরা সুলতানা বলেছেন: সব সময় ভালো হতে ভালো লাগে না
১৩| ০৭ ই জুন, ২০২১ সকাল ৮:২৩
খায়রুল আহসান বলেছেন: এখন কী কী দুষ্টুমি করে চলেছেন, সেগুলোর কথা লিখুন।
কোথায় আছেন, কী করছেন এখন? এখনো কি ভোলাগঞ্জ পাথর কারখানায় আছেন?
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৫
আহমেদ জী এস বলেছেন: রাতুল_শাহ ,
গুড নিউজ!
ছোটবেলার যতো উদ্ভট আর আকামের অভ্যেস ও স্বভাব এখন আর আমার মতো অনেকেরই নেই, নেই সেই সময়টাও। হারিয়ে ফেলেছি সব!