![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৭ই মার্চ এর ঐতিহাসিক ভাষণে শেখ মুজিব ভাষণের একেবারে শেষ লাইনে নাকি পাকিস্তানের জয়গান গেয়েছিলেন
২| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪২
নামহীন যুবক বলেছেন: শুনে তো পুরো স্পিকার হয়ে গেলাম
:-&
৭ মার্চের ভাষন ৭ বার শুনেও এরকম কিছু পেলাম না
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৮
রায়হান০০৭ বলেছেন: আপনি আমি সবাই এডিট করা ভাষণ শুনি
৩| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৩
স্বপ্নসমুদ্র বলেছেন: কে কইল? খালে কুড়াল??
৪| ২৮ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: vashoner seshe 'joy bangla'r por 'joy pakistan' bolechilen. eta sotto. karon rastrodrohita hoto.pore bd govt. gulo 'joy pakistan' muche fele.
৫| ২৮ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: জ্বি। তিনি জয় বাংলা, 'পাকিস্তান পুন্দেলাথ' বলেছিলেন।
৬| ২৮ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
মুহাই বলেছেন: চোরছ কুতায়????
৭| ২৮ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
গান পাগলা বলেছেন: বুঝলামনাতো খোকা সাহেব এগুলা কি বলে
৭ মার্চের ভাষণ সম্পর্কে খোকা বলেন, ‘সেদিন শেখ মুজিব বলেছেন ‘জয় বাংলা, জয় পাকিস্তান।’
শেখ মুজিবের পাকিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়াটাই মুখ্য ছিল: খোকা
৮| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৯
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: হ্যাঁ, কথা সত্য, আমার ভাই গিয়েছিলেন, তিনিও বলেছিলেন ।
আমার আরেক ভাই আর্মিতে ছিলেন, শহীদ। আর্মস ও আর্মি মুভমেন্ট নিয়ে তারাঁ আগেই ইনফরমেশন পেতেন। আমাদের বাড়ী পুরান ঢাকায়। ভাই ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ৩/৪ দিন দিন পর পরই ছুটি নিয়ে বাসায় আসতেন, বাবার সঙ্গে আর মামার সঙ্গে রাতে খাবারের সময় অনেক এক্সক্লুসিভ নিউজ দিতেন।
২৫মার্চের বহু আগেই আমাদের বাড়ীতে ভাই ট্রেন্চ কাটিয়ে রাখছিলেন ঢাকায় ক্র্যাকডাউন নিশ্চিত হবেই জেনে।
তো ভাই বলেছিলেন, সেদিন শেখ মুজিব এতো প্রেক্ষাপট বণর্না না করে দ্ব্যর্থহীন ভাবে সরাসরি স্বাধীনতা করলে ২৫মার্চ ঐ ৭ই মার্চের মাঠেই হয়ে যেতো। এমন প্রস্তুতিই ছিল।
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ও আর্মি মনে করেছিল মুজিব (যিনি জনমানুষের নেতা) ধর মার কাট্ করে, ধুম করে স্বাধীনতা ঘোষণা করবেন, আর পাকিরাও হামলে পড়বে।
(যদিও তরতাজা তরুণ ছাত্রনেতারা সেই রকম ডাইরেক্ট এ্যাকশনের পক্ষেই ছিল, বঙ্গবন্ধুর উপর ছাত্রদের তেমন চাপই ছিলো। তরুণদের পক্ষে সেটাই স্বাভাবিক, নেতাকে হতে হয় প্রজ্ঞাবান, দূরদর্শী, বঙ্গবন্ধু আবেগ প্রবণ হলেও সেই রকম নেতাই ছিলেন। তাঁর এরকম ধীরস্থির ভাবে পুরো পাকিস্তান আন্দোলন থেকে এইপর্যন্ত প্রেক্ষাপট বণর্না, কেন তিনি চরম সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তার যৌক্তিক ব্যাখ্যা শুনে উপস্থিত গোয়েন্দা কর্মকর্তারা বিভ্রান্ত হয়ে পড়েছিল, যাদের এ্যাটাকের গ্রীণ সিগল্যান দেওয়ার কথা।
এটা আমার শহীদ ভাইয়ের ব্যাখ্যা ছিল।
মনোযোগ দিয়ে শুনে দেখবেন, অমর ভাষণের শেষ কথাটা হঠাত শেষ। অর্থাত এডিট করা। এডিট করেছিল ঢাকা রেডিওর নিবেদিত কর্মীরা বিভ্রান্তি এড়ানোর জন্য।
শেষ কথাটা ছিলো জয় বাংলা, জয় পাকিস্তান। (অবশ্যই ডিপ্লোম্যাটিক ও কৌশলী প্রয়োজনে। )
তার পরের কয়েকদিনের কর্মকান্ডে তাঁর রাজনৈতিক দর কষাকষি আমাদের অনূকুলে এসে গিয়েছিলো।
৯| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৬
রাজ হাসান বলেছেন: এটা জানতে হলে একেবারে ৭ ই মার্চের অরিজিনাল আনকাট ভার্শন ভাষন লাগবে।
১০| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৪
ইসপাত কঠিন বলেছেন: আমি যতটুকু জানি উনি জয় বাংলার পরে জয় পাকিস্তান বলেছিলেন। তবে এতটুকু জেনে রাখুন ঐ সময়ে, ঐ পরিস্থিতিতে উনার জায়গায় আপনি, আমি, আমার বাবা বা আপনার বাবা যেই থাকতেন না কেন, ঐ কথাটি বলতেন।
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট যে বলেছেন, " তো ভাই বলেছিলেন, সেদিন শেখ মুজিব এতো প্রেক্ষাপট বণর্না না করে দ্ব্যর্থহীন ভাবে সরাসরি স্বাধীনতা করলে ২৫মার্চ ঐ ৭ই মার্চের মাঠেই হয়ে যেতো। এমন প্রস্তুতিই ছিল। " তা সময়ের প্রেক্ষাপটে সম্পূর্ণ যথার্থ বলেই আমি মনে করি। আমার ধারনা আমরা হয়ত বা একটা যুদ্ধের আশংকা করছিলাম ঠিকই, কিন্তু সেটা যে ঐ সময়েই হয়ে যাবে তার জন্য হয়ত প্রস্তুত ছিলাম না। হয়তবা আমাদের মুক্তিযুদ্ধটা একটা military retaliation. তবুও আজকের যুগে কী-বোর্ডের সামনে বসে বংগবন্ধু অথবা জিয়াউর রহমান কারো ব্যাপারেই সস্তা মন্তব্য করার আগে কোন প্রেক্ষাপটে কি ঘটেছিলো বা কোন প্রেক্ষাপটে কি সিদ্ধান্ত নিতে হয়েছিলো তা ভালো করে বোঝা উচিত। অত্যন্ত দুঃখের সাথে বলছি যে মানসিক দেউলিয়াপনা দেখানোর ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মী-সমর্থক কেউ কারো চেয়ে কম যাচ্ছেন না। কোন কিছুর প্রেক্ষাপট বিবেচনা না করে বিচার করবেন না। মনে রাখবেন, যে নরহত্যার কারনে মৃত্যুদন্ড হয় সেই নরহত্যা যদি নিজের জীবন বাচাতে বাধ্য হয়ে করতে হয় সেক্ষেত্রে কিন্তু শাস্তি নাও হতে পারে। ব্যাবধানটা সেই প্রেক্ষাপটে।
এই মন্তব্য লেখককে উদ্দেশ্য করে নয়, সবার জন্য।
১১| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:১০
সারাহেপি বলেছেন: কথা সত্ত সেদিন আমিও ছিলাম, আমার পাশে খোকাও ছিল । সেদিন আমি খাই নাই খুকা একটু বেশি খাইছিল।
১২| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:১০
মুদ্দাকির বলেছেন: খোকা সাহেব ভুল কিছু বলেন নাই , কারো কারো হজম করতে কষ্ট হবে কিন্তু এগুলোই সত্যি
১৩| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:১০
সারাহেপি বলেছেন: কথা সত্ত সেদিন আমিও ছিলাম, আমার পাশে খোকাও ছিল । সেদিন আমি খাই নাই খুকা একটু বেশি খাইছিল।
১৪| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৪
সোহেল সি এস ই বলেছেন: জিঁও পাকিস্তান। একজন মুক্তিযোদ্ধা যিনি সেই জনসভায় উপস্থিত ছিলেন এবং সেই বংগবন্ধু হতে শুরু করে আজকের আওয়ামীলীগ পর্যন্ত একজন পরীক্ষিত নেতা হিসেবে আমার এলাকায় পরিচিত তার মুখে শুনেছি। ঘটনা সত্য। তবে ওটা ছিল তৎকালীন পাকিস্তানের সকল রাজনীতিবিদদের বক্তৃতা শেষ করার নিছক বুলি মাত্র। এটা নিয়ে বংগবন্ধুর আদর্শ ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। তিনিই বাংগালী জাতির জনক। জয় বাংলা, জয় বংগবন্ধু।
১৫| ২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: সোহেল সি এস ই সংক্ষেপে যথার্থ বলেছেন।
ভালো বলেছেন ইস্পাত কঠিন ও ।
১৬| ২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
রায়হান০০৭ বলেছেন: তাহলে সম্পূর্ণ ভাষণ টা কোথায় পাওয়া যেতে পারে, কেউ কি জানেন ???
:> :> :>
১৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৮
সেতু আশরাফুল হক বলেছেন: সবাই একবার এখানে আসুন
০৩ রা মে, ২০১৪ রাত ৯:১৬
রায়হান০০৭ বলেছেন: আসলাম
১৮| ০৩ রা মে, ২০১৪ রাত ৯:১৯
একজন ঘূণপোকা বলেছেন:
হুম। উনি জিয়ে পাকিস্তান বলে শেষ করেছিলেন।
০৮ ই মে, ২০১৪ রাত ১১:১১
রায়হান০০৭ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৪
ইমাম হাসান রনি বলেছেন: কই পাইলেন ???