নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রায়হান মাহমুদ

একজন এলেবেলে

রায়হান মাহমুদ

আমি সুখ-দুঃখের, হাসি-কান্নার একজন মানুষ। ভাল লাগে না অহংকারী মানুষ, ভাল লাগে হাসি-খুশি আর মনখোলা স্বভাবের মানুষ। কাছের মানুষদের অভিযোগ, আমি নাকি খেয়ালী আর অমনোযোগী। কিন্তু আমি যে আমিই। এটাই যে বিষ্ময়!!.. ;-)

রায়হান মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কেমন হতে পারে ওডিয়াইতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৩

শুনে হয়তো অনেকে খুশি হবেন টেষ্ট দলে খেলা নিউজেল্যান্ডের ৯ জন ক্রিকেটার দেশে ফিরে যাচ্ছে। তাদের বদলে ওডিআই টিম এর জন্য এসেছে আরো কিছু প্লেয়ার।



ব্যাপারটা আমাদের জন্য শুভই বলবো কারণ নতুন করে বাংলাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে উড়ে আসা প্লেয়ারদের। পেস আক্রমণটা বাদে বাংলাদেশ যেহেতু প্রায় অভিন্ন স্কোয়াড নিয়ে খেলবে সেদিক থেকেও সুবিধা পাব আমরা। যার কারণ আমাদের স্পিন খেলে অভ্যস্ত হয়ে যাওয়া কয়েকজন প্লেয়ারও আছে দেশে ফিরে যাওয়া প্লেয়ারদের তালিকায়। ওপেনার ফুলটন, দুই টেষ্টেই টেল এন্ডারে বাংলাদেশকে ভোগানো ওয়াটলিং সহ ওয়াগনার, ব্রেসওয়েল, বোল্ট, স্পিনার মার্টিন, সদি ফিরে যাচ্ছে।



অবশ্য নিউজিল্যান্ডের ওডিআই দলে থাকা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য পেসার সউদি, কাইল মিলস আতংক হিসেবে দেখা দিতে পারে। ক্লেন্গান আর নাথান ম্যাককালামও ভোগাতে পারে বেশ।



আর অন্যদিকে বাংলাদেশের স্কোয়াডের কথা যদি বলি, মাহমুদুল্লাহ রিয়াদের একাদশে ফিরে আসাটা বেশ সুসংবাদ। কারণ নিউজিল্যান্ডের ওডিয়াই স্কোয়াডে বাঁহাতি ব্যাটসম্যানের সংখ্যা আরো বেশী হতে পারে। ডেবিচ, মনরো সহ কজন প্রতিভাবান বাঁহাতি ব্যাটসম্যান থাকতে পারে নিউজিল্যান্ডের ওডিআই দলে। যেখানে রিয়াদের স্পিন ও ব্যাটিং দুটোই হবে দলের জন্য কার্যকরী।



টেষ্টে এনামুলের হতাশাব্যঞ্জক পারফর্মেন্সের পর বাংলাদেশ দলের ওপেনার নিয়েও অনেকে ধোঁয়াশায় আছেন। তবুও ওডিয়াইতে এনামুলের পরিসংখ্যানের কারণে শামসুর এর চেয়ে এনামুলই দৌঁড়ে এগিয়ে থাকবেন। এনামুল ব্যর্থ হলেই ক্যাবল শামসুর প্রসঙ্গ আসতে পারে। কারণ বাংলাদেশের ঘন ঘন ওপেনার বদলানোটা খুব সমালোচিত হচ্ছে ক্রিকেটবোদ্ধাদের কাছে।



তিন নং পজিশনে কে খেলবে তা নিয়ে বেশ শঙ্কায় আছে অনেকে। যেহেতু রিয়াদ খেলছে একজন ব্যাটসম্যানের কোঁটা কমে যাবে। টেষ্টে দুর্দান্ত পারফর্মেন্সের পর মমিনুলকে ছোট করে দেখার উপায় নেই। মমিনুলকে খেলাতে হলে তাকে তিন নং পজিশনেই খেলাতে হবে। আমার দৃষ্টিতে এই ওডিয়াই সিরিজের জন্য মমিনুল-ই এ পজিশনের যোগ্য। যারা এনামুল বা শামসুরের তিন নং এ খেলার সম্ভাবনা নিয়ে ভাবছেন তাদের বলি, এত গুলো আনকোরা প্লেয়ার একসাথে রাখার সম্ভাবনা দেখি না। আর রিয়াদ থাকলে এনামুল ও শামসুর একসাথে জায়গা পায় কিভাবে?



সাকিব, মুশফিক, নাসির, রিয়াদ তো থাকছেই চিরচেনা লাইন আপে। রাজ্জাক ও গাজী দুজনই থাকবে দলে নিঃসন্দেহে যেহেতু নিউজিল্যন্জে স্পিনে দুর্বল। আর পেস আক্রমণে মাশরাফি আর শফিউল থাকবে সেটাও বলে দেয়া যায়। বাংলাদেশের স্কোয়াডটা কিন্তু দারুন হবে। আমি খুব খুশি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০০

ইখতিয়াক ইবনে আহসান ইফাত বলেছেন: tamim nai?

২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

রায়হান মাহমুদ বলেছেন: ভাই তামিম তো অটোমেটিক চয়েস...... তাই উল্লেখ করি নি।

২| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২১

হৃদয় রিয়াজ বলেছেন: হুম ভালই হবে মনে হচ্ছে। দেখা যাক

২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

রায়হান মাহমুদ বলেছেন: হুম দেখা যাক। আমরাই সিরিজটা জিতব ইনশাল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.