![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সুখ-দুঃখের, হাসি-কান্নার একজন মানুষ। ভাল লাগে না অহংকারী মানুষ, ভাল লাগে হাসি-খুশি আর মনখোলা স্বভাবের মানুষ। কাছের মানুষদের অভিযোগ, আমি নাকি খেয়ালী আর অমনোযোগী। কিন্তু আমি যে আমিই। এটাই যে বিষ্ময়!!.. ;-)
ভ্রষ্ট যখন হয়েছি
আরো দুদন্ড সত্তাটাকে বিলিয়ে দিতে পারি।
কুৎসিত কন্দরে ঠায় দাঁড়িয়ে পৃথিবীকে শোনাতে পারি
আমিও নত হতে পারি, নামতে পারে নীচে।
জানো বালিকা,
মাঝে মাঝে আমারো গৃহত্যাগী হতে ইচ্ছে করে।
ভুল লোকেদের ভীড়ে নিরুদ্দেশ হব
ছড়িয়ে যাব লোকালয়ে
নিছক কোন উৎসাহে এক একটা মোহে জড়াব
মোহের মিছিলে আসবে আকাঙ্খিত বিস্মরণ,
আমারো একটা তুমি ছিলে।
উপেক্ষার আঘাত যখন সইতে হবে
সংজ্ঞাহীনতাই শ্রেয়।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬
রায়হান মাহমুদ বলেছেন: খুশি হলাম। ভালবাসা রইল
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আমারো একটা তুমি ছিলে।
ভালো লাগলো