![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সুখ-দুঃখের, হাসি-কান্নার একজন মানুষ। ভাল লাগে না অহংকারী মানুষ, ভাল লাগে হাসি-খুশি আর মনখোলা স্বভাবের মানুষ। কাছের মানুষদের অভিযোগ, আমি নাকি খেয়ালী আর অমনোযোগী। কিন্তু আমি যে আমিই। এটাই যে বিষ্ময়!!.. ;-)
কুয়াশা মানেই..
তুমি আমি শত্রু শত্রু খেলা।
কুয়াশা মানেই..
স্মৃতির ভেলায় খেই হারিয়ে ফেলা।
কুয়াশা মানেই..
জমাট বাঁধা নিপুন অবহেলা।
কুয়াশা মানেই..
বুকের মাঝে হরেক কষ্ট-মেলা।
(নিশুতি রাতে ভীষণ কুয়াশায় বাড়ি থেকে ফেরার পথে মাথার ভেতর খুটুর খুটুর করা পদ্ম :p)
©somewhere in net ltd.