![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের বিষয়ে বলার মত তেমন কিছুই নাই। আর দশজন সাধারণ মানুষের মত সাদাসিধে ভাবে জীবন অতিবাহিত করছি।তবে কিছু বিষয় আমার চরম অপছন্দ তা হল,কথা দিয়ে কথা না রাখা,কথায় কথায় মিথ্যা বলা,মানুষকে ঠকানো, বড়দের অসম্মান ও ছোটদের স্নেহ না করা, অশ্লীল কথা বার্তা বলা, অযথা তর্ক বিতর্ক করা, নিজের ভুল মেনে না নেওয়া, অকারনে কাওকে Ignore করা।
এইত আধা ঘন্টা পূর্বে একটা আস্যাইনমেন্ট করছিলাম, হঠাৎ পেটের ভিতর তীব্র ক্ষুধা অনুভব করায় সা্রা ঘর ও রান্না ঘর তন্ন তন্ন করে খুজে শেষ মেষ যখন খাবার মত কিছু পেলাম না তখন বাধ্য হয়ে নিচে নামলাম খাবার উদ্ধেশ্যে , তো নিচে গিয়ে চায়ের ওর্ডার দিয়ে একটা কেক নিয়ে খাচ্ছি ইতিমধ্যে এক ভদ্র গোছের একজন মানুষ (৬৫+) মাথায় টুপি মুখে দাঁড়ি এসে দোকানে দোকানে পানি সাপ্লায় দেওয়া ছেলেটাকে (২৫+) জিজ্ঞেস করল এই ঐ পানির ভ্যানটা কি তোমার ?? তো ও বল্ল জি চাচা আমার, তখনি চাচা একদম রেগে মেগে গিয়ে , এই তুই আমার বাড়ির গেটের সামনে ভ্যান রাখিস কোন সাহসে?? ও বলল চাচা ভুল হয়ে গেছে আমি আসলে জায়গা পাচ্ছিলাম না ( ভ্যান রাখার পরেও অনেকখানি পথ ফাঁকা ছিল ) , চাচা বলল তোর সাহস হয় কেমনে ভ্যান রাখার ভুল কিভাবে করিস এমন অনেক কিছু বলে ছেলেটাকে গালাগাল করল , ছেলেটা অবশ্য নিরবে দাঁড়িয়ে সব শুনল কারন ওর করার বা বলার কিছু ছিলনা কারন ও গরিব আর চাচা পাচ তলা ফ্লাটের মালিক, তো আমি চা খেয়ে চলে আসার সবয় এসব নিয়ে ভাবতে ভাবতে কখন যে নিজের গলি হারিয়ে অন্য গলিতে ঢুকে পড়েছিলাম খেয়াল ও করিনি।
ছবি- কাল্পনিক
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৯
রায়হান তানজিম বলেছেন: জি ভাই ঠিকই বলেছেন , আমরা আসলে ক্ষমতার জন্য কিছু বলতে পারি না , না হলে এমন অভদ্রতা রুখতে সচেষ্ট থাকতাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪০
প্রামানিক বলেছেন: এরকমই হয়। উচুরা গাল দিবে নিচুরা সহ্য করবে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২২
রায়হান তানজিম বলেছেন: জি ভাই, তবে এই ভেদাভেদ অনেক খারাপ লাগে আরও খারাপ লাগে চোখের সামনে দেখতে , মন্তব্য এর জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬
ডিজ৪০৩ বলেছেন: ভাইজান এদের প্রতিবাদ করিনা বিঁধায় আজ আমাদের এই অবস্তা। কারন আমরা সবাই টাকা ও ক্ষমতার কাছে অসহায় মনে হয় নিজেদেরকে ।