![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের বিষয়ে বলার মত তেমন কিছুই নাই। আর দশজন সাধারণ মানুষের মত সাদাসিধে ভাবে জীবন অতিবাহিত করছি।তবে কিছু বিষয় আমার চরম অপছন্দ তা হল,কথা দিয়ে কথা না রাখা,কথায় কথায় মিথ্যা বলা,মানুষকে ঠকানো, বড়দের অসম্মান ও ছোটদের স্নেহ না করা, অশ্লীল কথা বার্তা বলা, অযথা তর্ক বিতর্ক করা, নিজের ভুল মেনে না নেওয়া, অকারনে কাওকে Ignore করা।
মানুষের জীবনের ভাললাগা, শখগুলো অতি বিচিত্র, যা কিনা বয়সের সাথে ধাপে ধাপে অনেকটা পরিবর্তীত হয় , হয়ত আপনার এখন গান শুনতে, মুভি দেখতে ভাল লাগে একটা সময় এটা ভাল নাও লাগতে পারে , তবে তরুণ সমাজের ভাললাগা গুলো সৃজনশীল হলে জাতি অনেক দূর এগিয়ে যাবে , আসুন আমরা নিজেদের ভাললাগা গুলো ভাল কাজে লাগাই ,তাহলে মনের প্রশান্তি পাওয়া যাবে সাথে সাথে অন্যের উপকার ও হবে , কারন আমরা জানি উদ্দামী তরুণের দ্বারা অনেক কিছুই সম্ভব, যদিও প্রথমে সবাই আপনাকে হেয় প্রতিপন্ন করবে।
ফটোগ্রাফি- রায়হান তানজীম
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩
রায়হান তানজিম বলেছেন: ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য এর জন্য , আসলে আমি কিছুটা নতুই এই ব্যাপারে , তবে আপনার এমন সাহায্য সুলভ আচরনে আমি খুবই মুগ্ধ আশা করি পরবর্তী লেখা গুলো আর ভালো হবে, দোয়া করবেন । ভাল থাকবেন , শুভ কামনা আপনার জন্য ।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার লেখা বেশ সাবলীল। আপনার চিন্তা ভাবনাও মন্দ নয়। তবে ব্লগ পোস্ট এ পাঠকরা যে কোন মতের বা চিন্তা বা দর্শনের আরো গভীরে প্রবেশ করতে চায়। আর লেখক হিসেবে সেই দায়িত্ব আপনার উপর বর্তায়।
আরো বেশি কিছু ছবি বা জীবন ঘনিষ্ট কিছু দর্শন দিয়ে আপনি আপনার পোস্ট সাজাতে পারতেন। আপনার পোস্টটি তখন হয়ত নির্বাচিত পাতায়ও যেতে পারত। মানুষ পড়েও আনন্দ পেতো।
যাইহোক, শুভ ব্লগিং! শুভেচ্ছা রইল।