![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি অনেক ভাল। অনেকদিন পর দেখা তাই না? পাক্কা একবছর পর কোন টিউটোরিয়াল লিখতে বসেছি। দিন দিন চরম অলস হয়ে যাচ্ছি। অলসতায় যদি নোবেল প্রাইস দেবার ব্যাবস্থা থাকতো, ১০০% গ্যারান্টি সেটা আমার হাতেই ধরায়ে দিত।
আপনাদের সাথে আমি নিতমিত ছিলাম ও আছি। নিয়মিত আপনাদের পোস্ট পড়ি। কখনো অনেক পোস্ট হয়তো অনেক ভাল লাগে। খুব ইচ্ছে করে কমেন্ট করে এটলিস্ট একটা থাঙ্কস জানিয়ে দিতে। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর করা হয়ে ওঠে না। কারন একটাই, ঐ অলসতা। কমেন্ট করতে হলে আবার লগইন করতে হবে তারপর কমেন্ট। আজ অবশেষে লগইন করেই ফেললাম, সেইসাথে একটা টিউটোরিয়ালও। ইচ্ছে আছে এবার সকল অলসতা কাটিয়ে নিয়মিতই রবো আপনাদের সাথে এবং সেই সাথে আপনাদের মাঝে ধারাবাহিক ভাবে শেয়ার করব অনেক মজাদার সব ওয়েব ডেভলোপিং এর জন্য টিপস ও ট্রিকস। যেগুলো ব্যাবহার করে খুব সহজেই আপনি আপনার ওয়েব সাইটকে করে তুলতে পারেন আরো আকর্ষনীয় ও প্রফেশনাল। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং ভাল ভাল সব টিউটোরিয়াল করার জন্য উৎসাহ দিয়ে যাবেন।
এখন আমাদের দরকার একটা সি এসএস পার্ট, যেটা আমাদের এই কোডটুকুকে ভাশমান অবস্থায় কমান্ড করবে। তাহলে দেখা যাক সিএসএস অংশটা আমাদের কি রকম হবেঃ
প্রথমেই CSS অংশ লেখার জন্য এরকম একটা ট্যাগ দিয়ে নিলেমঃ
এর মধ্যে আমাদের CSS অংশটুকু লিখতে হবে। HTML অংশটুকুকে কল করার জন্য আমাকে এখানে ঐ আইডি দিয়ে চিনিয়ে নিতে হবে। যেমনঃ
#razibwrapper{
position: fixed;
width: 300px;
height: 185px;
bottom: 0px;
left: 0px;
}
পুরো কোডটি হবে এরকমঃ
এখানে #razibwrapper দিয়ে HTML অংশটিকে চিনিয়ে দেয়া হয়েছে। position: fixed; মানে এই HTML অংশটা সব সময় ফিক্সড অবস্থায় থাকবে।
width: 300px;
height: 185px; মানে এই অংশের সাইজ ( ওয়াইড ও হাইট) কত হবে তা বলা হয়েছে।
bottom: 0px;
left: 0px;
এই অংশটি খুব গুরুত্বপুর্ন। এই অংশটি দিয়ে এই ভাশমান অংশটি সাইটের কথায় দেখা যাবে তা বলা হয়েছে। bottom: 0px; এটি আপনার সাইটের একেবারে নিচে অবস্থান করবে এবং left: 0px; মানে এটি একেবারে বাম পাশে অবস্থান করবে। আপনি চাইলে এখানে মান পরিবর্তনের মাধ্যমে অবস্থান চেঞ্জও করতে পারেন। ধরুন এটি নিচ থেকে ১০০ পিক্সেল উপরে দিতে চান, তাহলে বোটম দিন bottom: 100px; আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।
এখন কোড দুটি ( html ও css অংশ) আপনার সাইটে কপি পেস্ট করুন। ওয়ার্ডপ্রেস সাইটের ক্ষেত্রে আপনি চাইলে আপনার ড্যাশবোর্ড থেকে ইউজেট মেনুতে গিয়ে টেক্সট ইউজেটেও কোডটি বসাতে পারেন অথবা appearance থেকে edit এ ক্লিক করে header.php এডিট করুন। সব কোড এর একেবারে শেষে এই কোড দুটি পেস্ট করে সেভ দিন। সর্বশেষে এই ইমেজটি দেখতে হবে এরকম।
চলুন এবার আর একটি কোড দেখা যাক।
Notice Board
This is Notice board test content. This is Notice board test content. This is Notice board test content. This is Notice board test content. This is Notice board test content. This is Notice board test content. This is Notice board test content.
এখানে দুইটি সেল এর একটা টেবিল নিয়েছি, যেটি আমি নোটিশবোর্ড হিসেবে ব্যাবশার করব। প্রথম রোতে আমি হিডার দিয়েছি এবং ২য় রোতে নিয়েছি কন্টেন্ট অংশ। পুরো টেবিলটি একটি ডিভের ভেতরে দিয়ে নিয়েছি। এখন এই অংশের জন্য আমি css কোড নিলাম এরকমঃ
এখানে সবই ঠিক রেখেছি, শুধু আইডি চেঞ্জ করেছি এবং অবস্থান নিয়েছি রাইট সাইটে। অর্থাৎ এটি ওয়েব সাইটের ডান পাশে অবস্থান করবে। আশা করি কোড দেখে আপনারা পুরোটা বুঝতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো আছিই।
আজ তাহলে এই পর্যন্তই। টিউটোরিয়ালটা আপনাদের ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি খারাপ লাগে তাহলে একটা গালি দেবার জন্য হইলেও একটা কমেন্ট কইরেন। সবাই অনেক অনেক ভাল থাকবেন। পরবর্তিতে আরো অনেক সুন্দর সুন্দর টিপস শেয়ার করার প্রতিশ্রুতি নিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
১০ টি
+১/-০
মন্তব্য (১০) মন্তব্য লিখুন
২|
২৬ শে মে, ২০১৩ সকাল ১০:০৯
এহসান সাবির বলেছেন: বেশ....
৩|
২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:১৩
অজানাবন্ধু বলেছেন: ধন্যবাদ ভাইজান। অনেক অনেক ...........................ধন্যবাদ।
৪|
২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:১৪
ওসমানজি২ বলেছেন: ধন্যবাদ, নতুন কিছু শিখলাম।
৫|
২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:২৯
ওবায়েদুল আকবর বলেছেন: পুরো টেবিললেস স্ট্রাকচার তৈরি করাটাই কিন্তু এখন স্টান্ডার্ড প্র্যাকটিস। অনেক ক্লায়েন্টই চায় পুরো কোডিং ডিভ বেইজড হোক। আপনিও ডিভ দিয়ে কোডিং করতে পারতেন। এতে কোডিং কম লাগত।
টিঊটোরিয়ালের জন্য ধন্যবাদ। প্রায় ৫ বছর ধরে ভাবছি টিঊটোরিয়াল লিখব কিন্তু লেখা হয়ে ঊঠেনি। আপনাকেই প্রথম দেখলাম এ ধরণের টিঊটোরিয়াল নিয়ে এগিয়ে আসতে।
২৬ শে মে, ২০১৩ রাত ৮:৩৩
রাজিব আহসান ২১ বলেছেন: আমিও অনেকদিন থেকেই ভাবছিলাম টিউটোরিয়াল লিখব। কিন্তু লিখব লিখব করে আর লেখা হয়ে ওঠে না। অবশেষে লিখেই ফেললাম একটা। ইচ্ছে আছে ধারাবাহিক ভাবেই কন্টিনিউ রাখব।
তবে এগুলো বেসিক ওয়ার্ডপ্রেসের বাইরের জিনিস। অনেকেই অবশ্য আমার এই টিউটোরিয়ালগুলোর কিছুই বুঝতেছে না বেসিক ওয়ার্ডপ্রেস বা অন্য কোন ওয়েব সাইট না বানাতে পারার কারনে। আপনি চাইলে অবশ্য ধারাবাহিক ভাবে বেসিক টু এডভান্স ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল শুরু করতে পারেন। এতে অনেকেই অনেক কিছু শিখতে পারবে।৬|
২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:৩০
মো ঃ আবু সাঈদ বলেছেন: দারুন ....হইছে।
ধন্যবাদ৭|
২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:১৪
আকরাম বলেছেন: দারুন। ব্লগস্পটের ব্যপারে কিছু বলবেন?
২৬ শে মে, ২০১৩ রাত ৮:২৯
রাজিব আহসান ২১ বলেছেন: আপনি চাইলে কোড দুইটি আপনার ব্লগ স্পট সাইটেও বসাতে পারবেন। ওখানেও কাজ করবে।
৮|
২৬ শে মে, ২০১৩ রাত ৮:২৮
রাজিব আহসান ২১ বলেছেন: সবাইকে ধন্যবাদ কমেন্ট এর জন্য।
আপনার মন্তব্য লিখুনঃ
মন্তব্য করতে লগ ইন করুনআলোচিত ব্লগ
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৪৬
হেডস্যার বলেছেন:
ধন্যবাদ, শিখলাম।