নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

এক নিরীহ গৃহবধু থেকে বীরাঙ্গনা নারীর কাহিনী

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:১৩

ঘটনাটি আমার বড় খালুর মায়ের কাহিনী।গতকাল আমার মায়ের মুখে শুনলাম।বড় খালুর মায়ের নাম ছিল কমলা বানু।বড় খালুর নাম রজলু।

ঘটনাস্থল কুষ্টিয়ার মজমপুর গেট মঙ্গল বাড়ি এলাকার আলফার মোড়।৭১সাল।রজলুর বাবা এলাকার খুব প্রভাবশালী একজন।আমার বড় খালু মোট তিনভাই।বড় খালু সবার ছোট।বড় ভাইয়ের বিয়ে হয়েছে,বাকী দুজন বিয়ের বয়স হয় নি তখনও।যাই হোক ঘটনাটি ৭১সালের জুন মাসের দিকে।তখন এলাকায় অনেক কুলাঙ্গার রাজাকারে যোগ দিচ্ছে আবার অনেকে দেশের টানে মুক্তিযুদ্ধে যোগ দিতে ঘর ছাড়ছে।রজলুর বাবা এলাকায় খুব প্রভাবশালী,তাই তাকে রাজাকারে যোগ দেবার আমন্ত্রন জানানো হইল।কিন্তু খালুর বাবা তথা আমার নানা কালক্ষেপন করতে লাগলেন,তিনি গোপনে মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন প্রকাশ্যে কিছু করতেন না।কিন্তু কোন ভাবে খবর পেয়ে যায় রাজাকারের দল।তারা তখন এক সন্ধ্যায় নানার বাসায় হামলা চালায়,তখন আমার খালু আর খালুর মেজো ভাই যশোরে কোন এক কাজে গেছিলো।বাসায় ছিলো খালুর মা বাবা বড় ভাই আর ভাবী।রাজাকারেরা বিভিন্ন মানসিক চাপ সৃস্টি করে তথ্য বের করার চেষ্টা চালায়।কিন্তু কিছুতেই না পেরে তখন বাড়ীর উঠোনের উপর খালুর নানী আর ভাবীকে বেঁধে ফেলে আর দুজনকেই উলঙ্গ করে দেয় (উফ!)
তারপরও খালুর বড় ভাই আর বাবা কোনভাবেই মুখ খোলে নাই।শেষে বেজন্মার বাচ্চারা তাদের দুজনকে খালুর নানী আর ভাবী এর সামনেই জবাই করে ফেলে।(উফ!পাঠক বুঝতে পারছেন কতটা নৃশংস দৃশ্য?)তারপর রাজাকারেরা খালুর ভাবীকে নির্যাতন করে চলে যায় আর ভাবী ঐখানেই মারা যায়।নানী কিন্তু তখনও বাঁধা অবস্থায় আছে আর তাঁর মুখটিও ছিলো বাঁধা।
সারারাত ঐভাবে ই ছিলো নানী,ভোরবেলায় নানীদের রাখাল উঠনেই ঢুকেই দৃশ্য দেখে চিল্লায় ওঠে।সেই রাখালের নাম ছিলো কানু।কানু তখন কোমড়ের গামছা খুলে নিজের চোখ বেঁধে ফেলে।তারপর কোনভাবে নানীর বাঁধন খুলে নানীকে কাপড় এনে দেয়।তারপর তাঁরা দুজন মিলে তিনটা লাশকে কবর দেয়।উফ!নানি তার নিজের স্বামী,সন্তান আর ছেলের বউকে কবর দিলো চিন্তা করা যায়?কতটা কঠিন পরিস্থিতি?

দু দিন পর খালু আর মেজো ভাই বাড়ী আসলে তাদের তখনই টাকা পয়সা দিয়ে ভারত পাঠিয়ে দেয়।

এরপর থেকে নানীর সাহস বেড়ে যায়,যে মহিলা চোখের সামনে জবাইকৃত স্বামি ছেলেকে কবর দেয় সে তখন হিংস্র।খুব শান দিয়ে একটা বড় রামদা বানায় সে।ওটা সব সময় সঙ্গেই রাখত আর তাঁর সামনে যদি কোন রাজাকার পরত ঐলাকায় সে কোন ভাবে জান নিয়ে ফিরতে পারত না।কোন ভাবে যদি নানী খবর পেয়েছে রাজাকার আসছে জান তখনই কতল।একবার নানীর বাসায় তিনজন মুক্তিযোদ্ধা আশ্রয় চায়,নানী আশ্রয় দেয়।ভোরবেলা কয়েকজন মিলিটারী নিয়ে দুজন রাজাকার আসে তাদের বাড়ি,উঠোনে এসে হাঁক পারে বাড়িতে কেউ আছে কিনা? ভেতরে মুক্তিযোদ্ধারা পজিশন নিয়ে নেয়,কিছু আলাপ করে নানী বাইরে আসে শাড়ির আঁচলে লুকিয়ে রাখা রামদা নিয়েই বের হন তিনি,দুজন রাজাকার এসে নানীর চুল মুঠি করে ধরতে যায় আর সঙ্গে সঙ্গে নানী দুজনের দেহ থেকে মাথা আলাদা করে দেন ভিতর থেকে মুক্তিযোদ্ধাদের ব্রাশ ফায়ারে বাকী মিলিটারী গুলোও মারা পড়ে।এরপর থেকে নানী একটু পালায় থাকত,কারণ তখন মিলিটারী রা নানীকে খুজত,কি৮ন্তু নানী পালায় থাকলেও সুযোগ পাইলেই একলা রাজাকার পাইলে কোপ দেওয়ার চেষ্টা করত,ফলে ঐ এলাকায় আর কোন রাজাকার চলার সাহস পাইতো না নানীর ভয়ে।

নানী এতটাই ঘৃণা করত এ স্বাধীন হবার পরও বেশ কয়েকজন রাজাকারের হাত কেটে ফেলেছিল।

পাঠক বলুনতো একজন সাধারন গৃহবধু কতটা কষ্ট পেলে এতটা ভয়ংকর হতে পারে?

আসুন মনের সবটুকু ঘৃণা ছিটিয়ে দেই সেই বেজন্মা রাজাকারদের।

আর শত সহস্র শ্রদ্ধা জানাই এইরকম জানা অজানা সেই সব নারী পুরুষের প্রতি।

মহান স্বাধীনতা দিবস অমর হোক,বাংলাদেশ বেঁচে থাকুক হাজার বছর।



বিঃদ্রঃ আম্মুর কথা তে সামান্য সংশোধন করা হয়েছে।

মন্তব্য ২২৮ টি রেটিং +৮৪/-২

মন্তব্য (২২৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:১৫

বংশী নদীর পাড়ে বলেছেন: প্রথম প্লাস.... পরে পড়বো...

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২০

রাজসোহান বলেছেন: হুম

২| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:১৫

আরিফ আমীন বলেছেন: না পড়ে কি এভাবে প্লাস দেয়া ঠিক???

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২৪

রাজসোহান বলেছেন: আসলেই

৩| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:১৭

এরশাদ বাদশা বলেছেন: সোহান---নির্বাক আমি...কাঁদছি। প্রচন্ড ঘৃণায়, আতংকে আমি শিউরে উঠেছি।

সোহান--ভাই আমার, নানী কি এখনো বেঁচে আছে?

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২১

রাজসোহান বলেছেন: না, নানী ১৯৮০ সালে পরলোক হয়েছেন ।

৪| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:১৭

সমুদ্র কন্যা বলেছেন: আসুন মনের সবটুকু ঘৃণা ছিটিয়ে দেই সেই বেজন্মা রাজাকারদের।

আর শত সহস্র শ্রদ্ধা জানাই এইরকম জানা অজানা সেই সব নারী পুরুষের প্রতি।

মহান স্বাধীনতা দিবস অমর হোক,বাংলাদেশ বেঁচে থাকুক হাজার বছর

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২৬

রাজসোহান বলেছেন:
আসুন মনের সবটুকু ঘৃণা ছিটিয়ে দেই সেই বেজন্মা রাজাকারদের।

আর শত সহস্র শ্রদ্ধা জানাই এইরকম জানা অজানা সেই সব নারী পুরুষের প্রতি।

মহান স্বাধীনতা দিবস অমর হোক,বাংলাদেশ বেঁচে থাকুক হাজার বছর।

৫| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:১৮

আরিফ আমীন বলেছেন: নানী,তুমি জাননা কত ভাল কাজ তুমি করেছ!!!
আই স্যালুট ইউ,কমান্ডার

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২৮

রাজসোহান বলেছেন:
নানী,আই স্যালুট ইউ,কমান্ডার

৬| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:১৮

এরশাদ বাদশা বলেছেন: এই পোস্টটাও স্টিকি করা হোক। কুত্তার বাচ্চারা, যারা সেইসব বেজন্মাদের সমর্থন করে ব্লগিং করে, তাদের বিবেক যদি জাগ্রত হয়।

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৩০

রাজসোহান বলেছেন:
আমি অবাক হই কিভাবে সেইসব বেজন্মাদের সমর্থন করে ব্লগিং করে তারা?

৭| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:১৮

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

ঘৃণা ঐ বেজন্মাদের।

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৩১

রাজসোহান বলেছেন:
চরম ঘৃণা ঐ বেজন্মাদের।

৮| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২২

শ।মসীর বলেছেন: এরপরও কিছু কিছু বেজন্মা বলবে রাজাকারদেরত ক্ষমা করা হয়েছে.....এখন আবার বিচার কি। ।

ওদের কোন ক্ষমা নেই...........মুজিব হউক আর যেই হউক ওদেরকে ক্ষমা করার অধিকার দুনিয়ার কোন মানুষের নেই.....

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৩৪

রাজসোহান বলেছেন:
ওদেরকে ক্ষমা করার অধিকার দুনিয়ার কোন মানুষের নেই.....

৯| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২৭

কথক পলাশ বলেছেন: নানীর পা দুটো যদি একবার ছুঁতে পারতাম!

রাজাকারের ক্ষমা নেই।

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৩৮

রাজসোহান বলেছেন:
আমারাও খুব ইচ্ছা করতেছিলো নানীর পা দুটো যদি একবার ছুঁতে পারতাম!

১০| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২৭

পাপতাড়ুয়া বলেছেন: সোহান,পুরো বাংলা তখন ছিলো বারুদ।হাজার হাজার নারী জেগেছিলো তখন।

নানী কে স্যালুট।আমি বলব,একজন কমরেড।স্যালুট কমরেড।


এই পোস্ট স্টিকি হওয়া দরকার।ফিডব্যাকে মেইল দিচ্ছি।

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৪৪

রাজসোহান বলেছেন:
আমি ঠিক মত সাজায় লিখতে পারি না মনে হয় রে আমারকখুব খারাপ লাগতেছিল

১১| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২৮

মামুন বিদ্রোহী বলেছেন: সমুদ্র কন্যা বলেছেন: আসুন মনের সবটুকু ঘৃণা ছিটিয়ে দেই সেই বেজন্মা রাজাকারদের।

আর শত সহস্র শ্রদ্ধা জানাই এইরকম জানা অজানা সেই সব নারী পুরুষের প্রতি।

মহান স্বাধীনতা দিবস অমর হোক,বাংলাদেশ বেঁচে থাকুক হাজার বছর

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৪৫

রাজসোহান বলেছেন:
আসুন মনের সবটুকু ঘৃণা ছিটিয়ে দেই সেই বেজন্মা রাজাকারদের।

আর শত সহস্র শ্রদ্ধা জানাই এইরকম জানা অজানা সেই সব নারী পুরুষের প্রতি।

মহান স্বাধীনতা দিবস অমর হোক,বাংলাদেশ বেঁচে থাকুক হাজার বছর

১২| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৩৬

সাইফ শামস বলেছেন: স্টিকি করা হোক। এ ঘটনা সবার জানা উচিত। মুজিব ক্ষমা করলেও আমরা ক্ষমা করি নাই।

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৪৭

রাজসোহান বলেছেন:
আমরা কখনও ক্ষমা করি নাই ,করবও না

১৩| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৪৩

সায়েম মুন বলেছেন: কি বলব? নির্বাক -------দু:খ, কষ্ট ছুঁয়ে গেল!

আর সেই সঙ্গে প্রচন্ড ঘৃণা পোষণ করছি সেই রাজাকারদের উপর।

নানী আপনাকে এই অধমের পক্ষ থেকে স্যালুট শত সহস্রবার!

পোষ্টটি ষ্টিকির জন্য আবেদন করছি!

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৪৯

রাজসোহান বলেছেন:
নানীকে অধমের পক্ষ থেকে স্যালুট শত সহস্রবার!

১৪| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৪৪

চতুষ্কোণ বলেছেন: রাজাকারের ক্ষমা নেই। সময় হয়ে এলো সোহান...... একটু অপেক্ষা।

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৫৩

রাজসোহান বলেছেন:
বিচার যেনো ঠিকমতন হয়

১৫| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৪৫

ড্র্রাকুলা বলেছেন: " আসুন মনের সবটুকু ঘৃণা ছিটিয়ে দেই সেই বেজন্মা রাজাকারদের। "

একমত।

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৫৪

রাজসোহান বলেছেন:
একমত

১৬| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৪৫

চতুষ্কোণ বলেছেন: একটি রেখে বাকী কমেন্ট গুলো মুছে দিও।

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:০২

রাজসোহান বলেছেন: দিলাম :) :)

১৭| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৪৬

আলী আরাফাত শান্ত বলেছেন: স্যালুট!

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:০২

রাজসোহান বলেছেন:
স্যালুট!

১৮| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৪৭

বংশী নদীর পাড়ে বলেছেন: যুদ্ধে যাইনি যুদ্ধের কাহিনী শুনেছি, যুদ্ধ করিনি যুদ্ধের গল্প শুনেছি। কিন্তু এখন যে ঘটনাটি পড়লাম তাতে কোনো ভাষা পাচ্ছিনা কিভাবে ঘৃণা জানাবো নরপশু রাজাকারদের। তবে অত্যন্ত ঘৃন্য এবং লজ্জাকর ব্যাপার যে, এই রাজাকাররা আমাদের সমাজে এখনও আমার-আপনার ছত্রছায়ায় বুক ফুলিয়ে কথা বলে।

মনের ভেতর থেকে ঘৃণা জানাই ওই সব রাজাকারদের। সালাম রজলুর মা, সালাম রজলুর বাবা, সালাম তাদেরকে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনেছিলেন আমাদের জন্য।

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:০৩

রাজসোহান বলেছেন:
মনের ভেতর থেকে ঘৃণা জানাই ওই সব রাজাকারদের। সালাম রজলুর মা, সালাম রজলুর বাবা, সালাম তাদেরকে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনেছিলেন আমাদের জন্য

১৯| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৪৮

হা...হা...হা... বলেছেন: দালালদের ফাঁসি চাই। এর বাহিরে আর কোন কথা নাই।

বাঙ্গালীদের উপর অত্যাচার দেখে অনেক পাকিস্তানীও কেঁদেছিল।

আওয়ামীলীগ কি একটি ধন্যবাদ পেতে পারে?

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:০৫

রাজসোহান বলেছেন:
দালালদের ফাঁসি চাই। এর বাহিরে আর কোন কথা নাই।

২০| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৫১

রাহা বলেছেন: নানীকে শ্রদ্ধা জানাই ।

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:১০

রাজসোহান বলেছেন:
নানীকে অধমের পক্ষ থেকে স্যালুট শত সহস্রবার!

২১| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৫৩

ফাহাদ চৌধুরী বলেছেন: বাঙ্গালী বীরাঙ্গনার এই বীরত্বগাথার.............

পোস্ট স্টিকি হোক !!!
পোস্ট স্টিকি হোক !!!
পোস্ট স্টিকি হোক !!!


কলঙ্কময় ও ন্যাক্কারজনক পাশবিকতার অধ্যায় ৭১ ।

শ্রদ্ধা জানাই দেশের দেশের শ্রেষ্ট সন্তান সেই সব নারী পুরুষ সকলের প্রতি ।

ঘৃণা রাজাকার, আলবদর, আলসামস, বেজন্মাদের।

মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আর একবার ! রক্তের মধ্য দিয়ে বয়ে যাক চেতনার শিহরণ ।

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:১৮

রাজসোহান বলেছেন:
মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আর একবার ! রক্তের মধ্য দিয়ে বয়ে যাক চেতনার শিহরণ ।

২২| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৫৭

হায় ঈশ্বর! বলেছেন: ভাইরে এইসব ঘটনা পড়লে মন টা খারাপ হয়ে যায়.

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৪২

রাজসোহান বলেছেন: আমারো মন খুব খারাপ হয়ে গেছিল

২৩| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৫৮

অগ্নি পুরুষ বলেছেন: চোখের জল আঁটকে রাখতে পারলাম না......
নানী কে আমার শত কোটি সালাম....

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৪৩

রাজসোহান বলেছেন:
আমিও অনেক কষ্ট পেয়েছি

২৪| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৫৯

কথক পলাশ বলেছেন: আপনারা সবাই স্বাধীনতার এই দিনে আসুন না আমার ব্লগে!

আমার বাবার মুক্তিযুদ্ধ

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৫৩

রাজসোহান বলেছেন: স্যালুট টু চাচা

২৫| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:১১

অতিথি পাখি বলেছেন: এইসব বেজন্মাদের কোনভাবেই ক্ষমা করা যায়না। কোনভাবেই না। শ্রদ্ধার সাথে নানীকে স্যালুট জানাই।

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৪৯

রাজসোহান বলেছেন:
স্যালুট টু নানী

২৬| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:২৫

সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: সারা দেশ আবারো জানুক রাজাকারদের নৃসংশতা,

এই পোষ্ট স্টিকি করা হউক।
এই পোষ্ট স্টিকি করা হউক।
এই পোষ্ট স্টিকি করা হউক।
এই পোষ্ট স্টিকি করা হউক।



পোষ্ট পড়ে চোখে পানি এসে গেল ভাই, ভালো থাকো।

২৬ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৩

রাজসোহান বলেছেন:
অনেক কষ্টের লেখা এটা

২৭| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:২৬

ডিডু বলেছেন: আসুন মনের সবটুকু ঘৃণা ছিটিয়ে দেই সেই বেজন্মা রাজাকারদের।

মহান স্বাধীনতা দিবস অমর হোক,বাংলাদেশ বেঁচে থাকুক হাজার বছর।

২৬ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৫

রাজসোহান বলেছেন:
আপনার ব্যাপারে কিছু সন্দেহ আছে

২৮| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:২৭

শাহেরীন বলেছেন: +++++++
প্রিয়তে।।
স্টিকি করা হোক।।

২৬ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৭

রাজসোহান বলেছেন:
ধন্যবাদ :) :)

২৯| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:২৯

হুমায়ুন_কবির_হাকিম বলেছেন: অনেক ভাল লাগল রাজসোহান। এতদিন ভাবতাম এই রাজসোহান ব্যাটা হুদাই ব্লগে পড়ে থাকে, কোন কাজের কাজ করে না। আজ সে তার সর্বশ্রেষ্ঠ কাজটাই করে দেখাল। এই ঘটনা এতদিন ভেতরে রেখেছিলেন কি করে!!!!

অনেক অনেক শুভকামনা।

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৪১

রাজসোহান বলেছেন: Click This Link

এই পোস্ট টা আপনার পড়া উচিত

৩০| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৪৬

বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: নানীকে স্যালুট ....... সরাসরি প্রিয়তে।

২৬ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৮

রাজসোহান বলেছেন:
স্যালুট টু নানী

৩১| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৫৪

বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: আপনার অনুমতি ছাড়া ফেসবুকে লিংকটা শেয়ার করলাম। আসলে না করে পারলাম না ......

২৬ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৬

রাজসোহান বলেছেন:
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য :) :)

৩২| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৫৭

মুনলাইট বলেছেন: আপনার লেখাটা পড়ে গায়ে কাটা দিয়ে উঠলো।
সত্যিই খুবি কষ্ট পেলাম।

২৬ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৮

রাজসোহান বলেছেন: অনেক কষ্টের লেখা আসলেই

৩৩| ২৬ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৪

মাসুদ চৌধুরী বলেছেন: ১/৪ সেঞ্চুরী +
+++++
+++++
+++++
+++++
+++++
৫x৫=২৫+

২৭ শে মার্চ, ২০১০ রাত ১২:৫৪

রাজসোহান বলেছেন: .....।...

৩৪| ২৬ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৭

জেরী বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই ....

২৭ শে মার্চ, ২০১০ রাত ১২:৫৫

রাজসোহান বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই

৩৫| ২৬ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৪

ইউিটউব বলেছেন: ২৬+

২৭ শে মার্চ, ২০১০ রাত ১২:৫৬

রাজসোহান বলেছেন: .....................................

৩৬| ২৬ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪৩

অলস ছেলে বলেছেন: দু:খজনক, গা শিউড়ে উঠে। কত মানুষের কতো ত্যাগ আর কষ্টের পরে এসেছে আমাদের স্বাধীনতা, তবুও আমরা নিজেরা দেশটাকে এগিয়ে নিতে পারলাম না। মুক্তিযুদ্ধের এসব ঘটনা শুনলে নিজেকেই অপরাধী মনে হয়, আমরা বেশিরভাগেই স্বার্থপর।

২৭ শে মার্চ, ২০১০ রাত ১২:৩৬

রাজসোহান বলেছেন: আমরা বেশিরভাগেই স্বার্থপর। আসলেই

৩৭| ২৬ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪৯

রোকসানা লেইস বলেছেন: কুষ্টিয়ার মজমপুর গেট মঙ্গল বাড়ি এলাকার আলফার মোড় এর কমলা বানু কে শ্রদ্ধা জানাই।

২৭ শে মার্চ, ২০১০ রাত ১২:৩৭

রাজসোহান বলেছেন: শ্রদ্ধা জানাই।

৩৮| ২৬ শে মার্চ, ২০১০ রাত ৮:৩৯

মেহেরুবা বলেছেন: কষ্ট...
খুব কষ্ট
সহ্য করার মত না।

২৭ শে মার্চ, ২০১০ রাত ১২:৩৮

রাজসোহান বলেছেন: ..........

৩৯| ২৬ শে মার্চ, ২০১০ রাত ৮:৪১

হাসান মাহবুব বলেছেন: অসামান্য এক বীরত্বের কাহিনী পড়লাম। অনেক শ্রদ্ধা তার প্রতি।

২৭ শে মার্চ, ২০১০ রাত ১২:৪০

রাজসোহান বলেছেন: অনেক শ্রদ্ধা তার প্রতি।

৪০| ২৬ শে মার্চ, ২০১০ রাত ৮:৫২

অবাঞ্চিত বলেছেন: শ্রদ্ধা রইল

২৭ শে মার্চ, ২০১০ রাত ১২:৪৭

রাজসোহান বলেছেন: শ্রদ্ধা রইল

৪১| ২৬ শে মার্চ, ২০১০ রাত ৮:৫৪

দেবার্নব রায় বলেছেন: আমরা ক্ষমা করি নাই............সত্ত্বর বিচার চাই...

২৭ শে মার্চ, ২০১০ রাত ১২:৪৮

রাজসোহান বলেছেন: সত্ত্বর বিচার চাই.

৪২| ২৬ শে মার্চ, ২০১০ রাত ৯:০০

তায়েফ আহমাদ বলেছেন: কী বলব?
কী বলার আছে??
কিছুই বলার নাই!! আল্লাহ তাঁর আত্মার শান্তি দিন।

২৭ শে মার্চ, ২০১০ রাত ১২:৫৮

রাজসোহান বলেছেন: আল্লাহ তাঁর আত্মার শান্তি দিন।

৪৩| ২৬ শে মার্চ, ২০১০ রাত ৯:০০

বর্ণিল আধার বলেছেন: এই পোস্টেও জানি কে মাইনাস দিসে। হায়রে দেশ :( । সকল রাজাকারের উপযুক্ত শাস্তি এবং এদের বংশধরদের দেশছাড়া করা হউক।

পোস্ট স্টিকি করা হোক।

২৭ শে মার্চ, ২০১০ রাত ১:০৭

রাজসোহান বলেছেন: মাইনাস দিয়া শান্তি পাক

৪৪| ২৬ শে মার্চ, ২০১০ রাত ১০:৩৭

বোহেমিয়ান কথকতা বলেছেন: ক্ষমা শব্দটি মুছে দিয়েছি, অভিধান থেকে

শ্রদ্ধা রইল তাঁর প্রতি ।

২৭ শে মার্চ, ২০১০ রাত ১:০৮

রাজসোহান বলেছেন: স্যালুট টু নানী

৪৫| ২৬ শে মার্চ, ২০১০ রাত ১০:৩৭

বোহেমিয়ান কথকতা বলেছেন: ক্ষমা শব্দটি মুছে দিয়েছি, অভিধান থেকে

শ্রদ্ধা রইল তাঁর প্রতি ।

৪৬| ২৬ শে মার্চ, ২০১০ রাত ১১:২৪

অনন্ত দিগন্ত বলেছেন: নানীর জন্য রইলো অনেক শ্রদ্ধা .... উনাদের এই সাহসীকতার জন্যই আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি... পেয়েছি নিজেদের পরিচয় ... স্বপ্ন দেখি আগামীর এক সুখী সমৃদ্ধ বাংলাদেশের ...

২৭ শে মার্চ, ২০১০ রাত ১:১৪

রাজসোহান বলেছেন: উনাদের এই সাহসীকতার জন্যই আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি।

৪৭| ২৬ শে মার্চ, ২০১০ রাত ১১:৪৯

ভাঙ্গন বলেছেন:
শত সহস্র শ্রদ্ধা জানাই এইরকম জানা অজানা সেই সব নারী পুরুষের প্রতি।

২৭ শে মার্চ, ২০১০ রাত ১:১৫

রাজসোহান বলেছেন: শত সহস্র শ্রদ্ধা জানাই এইরকম জানা অজানা সেই সব নারী পুরুষের প্রতি।

৪৮| ২৭ শে মার্চ, ২০১০ রাত ১২:০৪

অমি রহমান পিয়াল বলেছেন: সত্যিকার এক বীর

২৭ শে মার্চ, ২০১০ রাত ১:১৭

রাজসোহান বলেছেন: ধন্যবাদ অমি ভাই , আসলেই সত্যিকার এক বীর

৪৯| ২৭ শে মার্চ, ২০১০ রাত ১২:০৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:

শত সহস্র শ্রদ্ধা জানাই এইরকম জানা অজানা সেই সব নারী পুরুষের প্রতি।


গর্জে উঠুক বাংলাদেশ।

২৭ শে মার্চ, ২০১০ রাত ১:১৮

রাজসোহান বলেছেন: গর্জে উঠুক বাংলাদেশ। আর একবার ।

৫০| ২৭ শে মার্চ, ২০১০ রাত ১২:৩৮

সন্যাসী বলেছেন: ভাষাহীন আমি। নির্বাক।
কোন ক্ষমা নয়, ওদের বিচার চাই।

২৭ শে মার্চ, ২০১০ রাত ১:১৯

রাজসোহান বলেছেন: কোন ক্ষমা নয়, ওদের বিচার চাই

৫১| ২৭ শে মার্চ, ২০১০ রাত ১২:৪৮

টিনটিন` বলেছেন: এতদিন মনে করতাম, আপনি শুধু ফান পোষ্টই লিখতে পারেন। কিন্তু এরকম সিরিয়াস পোষ্ট আপনার কাছ থেকে...........অবাকই লাগছে।

অসাধারন একটা পোষ্ট দিয়েছেন। আপনার নানীর প্রতি রইল আমার অসংখ্য শ্রদ্ধা।

২৭ শে মার্চ, ২০১০ রাত ১২:৪৯

রাজসোহান বলেছেন: Click This Link

এই পোস্ট টা পড়েন আপনি :) :)

৫২| ২৭ শে মার্চ, ২০১০ রাত ১:০৩

চারু-চিত্ত বলেছেন: বীরাংগণা সেই গৃহবধূকে , দুই শহীদকে জানাই আর তোর নানীকে সশ্রদ্ধ সালাম জানাই ।

২৭ শে মার্চ, ২০১০ রাত ১:২০

রাজসোহান বলেছেন: সবাইকে সশ্রদ্ধ সালাম জানাই

৫৩| ২৭ শে মার্চ, ২০১০ রাত ১:১৪

পারভেজ আলম বলেছেন: নানিরে সালাম। আর কিছু বলার নাই।

২৭ শে মার্চ, ২০১০ রাত ১:২১

রাজসোহান বলেছেন: আসলেই আর কি বলার আছে?

৫৪| ২৭ শে মার্চ, ২০১০ রাত ১:২১

ইশতিয়াক অাহমেদ বলেছেন: কিছুই বলার নেই ...

২৭ শে মার্চ, ২০১০ রাত ১:৩২

রাজসোহান বলেছেন: আসলেই আর কি বলার আছে?

৫৫| ২৭ শে মার্চ, ২০১০ রাত ১:৩৮

ঢাকাইয়া টোকাই বলেছেন: জনাব সোহান , আপনাকে দেখলাম কোন আ: লিগের চামচা ছাগু লিস্টে নাম উঠাউসে।

এ বিষয়ে আপনার মন্তব্য কি?

২৭ শে মার্চ, ২০১০ রাত ১:৫২

রাজসোহান বলেছেন: জনাব ঢাকাইয়া টোকাই এই ব্লগে অন্তত ৫০ জন ব্যাক্তির সাথে আমার পারসোনাল যোগাযোগ আছে , সবাই জানে আমি কেমন? আর ওই পোস্টে একজনের কমেন্ট ও আছে ।

আত আমি জানি আমি কি, কে কি বলল তাতে কিছু যায় আসে না

৫৬| ২৭ শে মার্চ, ২০১০ রাত ১:৪১

টেকনলজী বলেছেন: সিম্পলি গ্রেট

২৭ শে মার্চ, ২০১০ সকাল ১১:০২

রাজসোহান বলেছেন: ধন্যবাদ

৫৭| ২৭ শে মার্চ, ২০১০ ভোর ৫:৪২

স্তব্ধতা' বলেছেন: নানু কে শতকোটি শ্রদ্ধাবনত সালাম।

২৭ শে মার্চ, ২০১০ সকাল ১১:০৪

রাজসোহান বলেছেন: শতকোটি শ্রদ্ধাবনত সালাম

৫৮| ২৭ শে মার্চ, ২০১০ সকাল ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: মনের সবটুকু ঘৃনা প্রকাশ করছি সেই রাজাকারের প্রতি। পৃথিবীতে যত খারাপ অভিশাপ আছে-সব ঐ রাজাকারের প্রতি।

২৭ শে মার্চ, ২০১০ সকাল ১১:০৫

রাজসোহান বলেছেন: পৃথিবীতে যত খারাপ অভিশাপ আছে-সব ঐ রাজাকারের প্রতি।

৫৯| ২৭ শে মার্চ, ২০১০ সকাল ৯:৫৯

নীরজন বলেছেন: পোস্টটি ৪২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৭ শে মার্চ, ২০১০ সকাল ১১:০৬

রাজসোহান বলেছেন: ????????????????????

২৭ শে মার্চ, ২০১০ সকাল ১১:০৭

রাজসোহান বলেছেন: ????????????????????

৬০| ২৭ শে মার্চ, ২০১০ সকাল ১০:০৬

শয়তান বলেছেন:
তিনি বলেছিলেন ঐটা মুজিবের ব্যাপার এইটা আমার ব্যাপার

-

উনাকে বিপ্লবী সালাম ।

২৭ শে মার্চ, ২০১০ সকাল ১১:০৮

রাজসোহান বলেছেন: বিপ্লবী সালাম ।

৬১| ২৭ শে মার্চ, ২০১০ সকাল ১১:১০

কারিমাট বলেছেন: মনের সবটুকু ঘৃনা প্রকাশ করছি সেই রাজাকারের প্রতি। পৃথিবীতে যত খারাপ অভিশাপ আছে-সব ঐ রাজাকারের প্রতি।

২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫২

রাজসোহান বলেছেন: মনের সবটুকু ঘৃনা প্রকাশ করছি সেই রাজাকারের প্রতি। পৃথিবীতে যত খারাপ অভিশাপ আছে-সব ঐ রাজাকারের প্রতি।

৬২| ২৭ শে মার্চ, ২০১০ সকাল ১১:১২

নিশাচর০০৭ বলেছেন: "আসুন মনের সবটুকু ঘৃণা ছিটিয়ে দেই সেই বেজন্মা রাজাকারদের"

X(( X(( X(( X(( X((

২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৪

রাজসোহান বলেছেন: "আসুন মনের সবটুকু ঘৃণা ছিটিয়ে দেই সেই বেজন্মা রাজাকারদের"

৬৩| ২৭ শে মার্চ, ২০১০ দুপুর ১২:২৫

সেতূ বলেছেন:
বেজন্মা রাজাকারা অভিশাপ ও ঘৃনা পাত্র

রাজসোহান কে অনেক ধন্যবাদ পোষ্টের জন্য...।
+++

২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৬

রাজসোহান বলেছেন: বেজন্মা রাজাকারা অভিশাপ ও ঘৃনা পাত্র

৬৪| ২৭ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৩৪

কার্নেল বলেছেন: অসাধারণ

++

২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

রাজসোহান বলেছেন: +++

৬৫| ২৭ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৩৫

দুরন্ত মানুষ বলেছেন: পড়তে পড়তে + দিতে ভুলেই গেয়েছিলাম।

নানীর প্রতি রইল গভীর শ্রদ্ধা।

২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৮

রাজসোহান বলেছেন: নানীর প্রতি রইল গভীর শ্রদ্ধা।

২৭ শে মার্চ, ২০১০ রাত ৮:০১

রাজসোহান বলেছেন: নানীর প্রতি রইল গভীর শ্রদ্ধা।

৬৬| ২৭ শে মার্চ, ২০১০ দুপুর ১:৫৪

শায়মা বলেছেন: ঠিক, রাজাকারের ক্ষমা নেই।

২৭ শে মার্চ, ২০১০ রাত ৮:০২

রাজসোহান বলেছেন: কোন ক্ষমা নেই

৬৭| ২৭ শে মার্চ, ২০১০ দুপুর ২:১৩

নাজনীন১ বলেছেন: কত শত অভিজ্ঞতা, কত ত্যাগ, কত সাহস! আপনার বীর নানীকে শ্রদ্ধা।

২৭ শে মার্চ, ২০১০ রাত ৮:০৩

রাজসোহান বলেছেন: বীর নানীকে শ্রদ্ধা।

৬৮| ২৭ শে মার্চ, ২০১০ দুপুর ২:৩১

বড় বিলাই বলেছেন: বীর নানীর প্রতি শ্রদ্ধা জানাই। এভাবে সবাই যদি শাস্তি দিতে পারত, তাহলে হয়ত আজ এইদিন দেখতে হত না।

২৭ শে মার্চ, ২০১০ রাত ৮:০৭

রাজসোহান বলেছেন: ঠিক তাহলে হয়ত আজ এইদিন দেখতে হত না

৬৯| ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৭

মেহেদী_বিএনসিসি বলেছেন: আমাদের শুকরিয়া জ্ঞাপন করা উচিত...........। এমন অসহায় অবস্থায় আমাদের পড়তে হয়নি। নিজেকে ঐ পরিস্থিতিতে একটু চোখবুজে চিন্তা করে দেখেন.........। যদিও বাস্তবতার ১০%ও আপনি সে কল্পনাতে আনতে পারবেননা, কিন্তু তারপরেও দেখবেন কেমন সে অভিজ্ঞতা।

২৭ শে মার্চ, ২০১০ রাত ৮:০৮

রাজসোহান বলেছেন: আসলেই বাস্তবতার ১০%ও কল্পনাতে আনত পারবননা,

৭০| ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২২

ইমন জুবায়ের বলেছেন: লেখার জন্য ধন্যবাদ। এ ধরনের লেখা আগামী সময়ের তরুণ লেখকদের লেখার উৎস হয়ে থাকবে।

২৭ শে মার্চ, ২০১০ রাত ৮:১১

রাজসোহান বলেছেন: থ্যংকুস বস

৭১| ২৭ শে মার্চ, ২০১০ রাত ৮:০৯

সামিউর বলেছেন: পড়লাম। প্রতিশোধ নেয়াটা খুব ভাল লাগলো। আমরা বাংলাদেশিরা সব অন্যায়ের বিচার করবই ইনশাআল্লাহ। ঐ নানীর মতই কতল করা হবে সবার সম্মুখে।

বীর নানীর প্রতি শ্রদ্ধা জানাই। সালাম নানী।

২৭ শে মার্চ, ২০১০ রাত ৮:১২

রাজসোহান বলেছেন: বীর নানীর প্রতি শ্রদ্ধা জানাই। সালাম নানী

৭২| ২৮ শে মার্চ, ২০১০ ভোর ৫:৩৭

প্রাকৃত বলেছেন: সশ্রদ্ধ সালাম।

৩১ শে মার্চ, ২০১০ দুপুর ১:০৭

রাজসোহান বলেছেন: সশ্রদ্ধ সালাম।

৭৩| ২৮ শে মার্চ, ২০১০ দুপুর ১:০১

সুরঞ্জনা বলেছেন: বীর নানির প্রতি হৃদয় নিংড়ানো শ্রদ্ধা।

যুদ্ধের পর পরই কুষ্টিয়া গিয়েছিলাম।
আহা! যদি সেই বীর নারীকে একবার
চোখের দেখা দেখতে পেতাম।

তবে একটি লোককে দেখেছিলাম, পাকসেনা
আর রাজাকারদের অত্যাচারের জিবন্ত দলিল।
যার শরীরে অসংখ্য গুলি আর গলার শ্বাষ নালী
কেটে ফেলা হয়েছিলো। সামান্য একটু জোড়া
লেগেছিলো। কথা বলতে পারত না। গলার কাছে
একটি বিভতস ফুটো নিয়ে সে ঘুরে বেড়াতো।
আর বেঁচে থাকার জন্য আল্লাহ কে দোষারোপ করত।
অবশ্য তাও ইশারায়।

৩১ শে মার্চ, ২০১০ দুপুর ১:০৭

রাজসোহান বলেছেন: :( :(

৭৪| ২৯ শে মার্চ, ২০১০ ভোর ৪:০০

মেঘ শূন্য দিন বলেছেন: নানীকে অন্তরে রাখিলাম, সকল আত্মত্যাগীদের সাথে..........


সোহান ভাই,খুব ঘৃণা লাগে নিজের প্রতি, এখনো একই অন্ন ওই সকল শুয়ার আর তাদের বাচ্চাদের সাথের ভাগাভাগি করে খেতে হয়, বাংলার বাতাসে তাদের ভাগ দিতে হয়।
আমৃত্যু এই অপমান থেকে যাবে ভেতরে.......

৩১ শে মার্চ, ২০১০ দুপুর ১:০৮

রাজসোহান বলেছেন: আসলেই আমৃত্যু এই অপমান থেকে যাবে ভেতরে.......

৭৫| ২৯ শে মার্চ, ২০১০ ভোর ৫:২৮

স্বপ্নকথক বলেছেন: নানীর কবর কোথায়? যেয়ে একটা স্যালুট দিয়ে আসবো। এ ধরনের ঘটনা গুলোই হোক আমাদের রাজাকার ও নব্য রাজাকারদের ঘৃণার উৎস।


তোরে অসংখ্য ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০১০ দুপুর ১:০৯

রাজসোহান বলেছেন: কবর টা খালু বগুড়াতে নানীর বাবাত বাড়ীতে দিছে, আমিও যাব এক সময়

৭৬| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ২:৫৬

ডিজিটালভূত বলেছেন: জানতে ইচ্ছে করে, বিজয়ের পর নানীকে রাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে কিভাবে মুল্যায়ন করা হয়েছে?
মুল্যায়ন না করা হলে এর জন্য দায়ী কারা? যারা দায়ী তারাও রাজাকারের চেয়ে কম নয়।

৩১ শে মার্চ, ২০১০ দুপুর ১:১০

রাজসোহান বলেছেন: হুম

৭৭| ৩০ শে মার্চ, ২০১০ সকাল ৯:২২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: লেখাটা পড়ে মনে হল, ঘটনাটি আমার সামনেই ঘটেছে।

নানীর আত্মার শান্তি কামনা করছি।
++

৩১ শে মার্চ, ২০১০ দুপুর ১:১০

রাজসোহান বলেছেন: নানীর আত্মার শান্তি কামনা করছি।

৭৮| ৩০ শে মার্চ, ২০১০ রাত ৯:৫২

অরুদ্ধ সকাল বলেছেন:

খুব করুন
সোহান

৩১ শে মার্চ, ২০১০ দুপুর ১:১১

রাজসোহান বলেছেন: মেহেদী_বিএনসিসি বলেছেন: আমাদের শুকরিয়া জ্ঞাপন করা উচিত...........। এমন অসহায় অবস্থায় আমাদের পড়তে হয়নি। নিজেকে ঐ পরিস্থিতিতে একটু চোখবুজে চিন্তা করে দেখেন.........। যদিও বাস্তবতার ১০%ও আপনি সে কল্পনাতে আনতে পারবেননা, কিন্তু তারপরেও দেখবেন কেমন সে অভিজ্ঞতা।

৭৯| ৩১ শে মার্চ, ২০১০ রাত ১১:৫৮

তীরান্দাজ বলেছেন: নানী চরিত্রটি সত্যিই এক বীরঙ্গনার প্রতিকৃতি। একাত্তর এর অনেক হাজারো বীরঙ্গনা ছড়িয়ে বাংলার আনাচে-কানাচে। যাদের খোঁজ কেউ রাখেনা।
@ রাজসোহান: আপনার পুত্তম পেলাচ খুব একটা দেখছিনা।

০১ লা এপ্রিল, ২০১০ রাত ১২:০৫

রাজসোহান বলেছেন: কারেন্ট নাই :( :( :(( :((

৮০| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১২:২৯

এন ইউ এমিল বলেছেন: কোন ছাগলের বাচ্চায় মাইনাস দিছেরে?

০১ লা এপ্রিল, ২০১০ রাত ২:৩১

রাজসোহান বলেছেন: :( :( দিক মাইনাস দিয়া শান্তি পাক

৮১| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১২:৩৪

হানিফ রাশেদীন বলেছেন: ওহ! কী বলবো সোহান, শ্রদ্ধা ও ভালবাসা আমাদের এই নানী এবং সকল যোদ্ধাদের প্রতি।

০১ লা এপ্রিল, ২০১০ রাত ২:৩১

রাজসোহান বলেছেন: শ্রদ্ধা ও ভালবাসা আমাদের এই নানী এবং সকল যোদ্ধাদের প্রতি।

৮২| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ২:৪৬

সুনেত্রা বলেছেন: সোহানের নানিকে শ্রদ্ধা,

সোহান আপনি কি বলতে পারবেন আপনাকে কে মাইনাস দিলো? ওর নামটা যদি বলতে পারেন আমি তার ব্লাগে যাবো, সে কি লেখে আর কি পছন্দ করে দেখবো, নিশ্চয় সে তার মায়ের মাংস খেয়ে বড় হয়েছে।

ঐ কুকুরকে কি কোন হায়না জন্ম দিয়েছিলো যে এই পোষ্টে মাইনাস দিলো?

০১ লা এপ্রিল, ২০১০ ভোর ৪:১২

রাজসোহান বলেছেন: বলতে পারি না , আমার প্রায়সব পোস্টেই একটা করে মাইনাস আছে, :) :)

৮৩| ০১ লা এপ্রিল, ২০১০ ভোর ৪:২১

সাগর রহমান বলেছেন: ফাহাদ চৌধুরী বলেছেন: বাঙ্গালী বীরাঙ্গনার এই বীরত্বগাথার.............

পোস্ট স্টিকি হোক !!!
পোস্ট স্টিকি হোক !!!
পোস্ট স্টিকি হোক !!!

সহমত।।

অ:ফ: কি অবস্থা রাজভাই, আপনি নাকি হৃদয়ঘটিত ঘটনায় জর্জরিত?

০১ লা এপ্রিল, ২০১০ দুপুর ১:০৪

রাজসোহান বলেছেন: হৃদয়ঘটিত ঘটনায় জর্জরিত? :!> :!> :#> :#> :P :P

৮৪| ০১ লা এপ্রিল, ২০১০ ভোর ৫:২৯

করবি বলেছেন:
বীর নানীর প্রতি শ্রদ্ধা ও ভালবাসা রইল।

ধন্যবাদ রাজা সাহেব লেখাটার জন্য।

০১ লা এপ্রিল, ২০১০ দুপুর ১:১২

রাজসোহান বলেছেন: আপনারে মাইনাস এত দেরীতে পড়ার জন্য

৮৫| ০১ লা এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৫

অমিত চক্রবর্তী বলেছেন: নানী,আই স্যালুট ইউ,কমান্ডার !

এইটা কেন পড়লাম রে ভাইডি।আজকে আর কিছু ভালো লাগবে না।

০১ লা এপ্রিল, ২০১০ দুপুর ১:১৪

রাজসোহান বলেছেন: যে দিন লিখেছিলাম সেদিন আমারও খুব খারাপ লেগেছিলো,এখনও মাঝে মাঝে শিউরে উঠি

৮৬| ০১ লা এপ্রিল, ২০১০ দুপুর ১২:২১

বাবুনি সুপ্তি বলেছেন: প্রতিদিন পড়ি কিন্তু ভেবে পাই না কি মন্তব্য দিব! নানী কে একবার দেখার ইচ্ছে রইল।

০১ লা এপ্রিল, ২০১০ দুপুর ১:১৫

রাজসোহান বলেছেন: আমি এইবার বাড়ী গেলে নানীর ছবি কালেক্ট করে আনার চেষ্টা করব । যদিও বাড় কখনও যাওয়া হয় নি। :( :(

৮৭| ০১ লা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০০

শ্রীমান বলেছেন: নানীর জন্য সশ্রদ্ধ সালাম। আর আর


ধিক তব মা'তোর ঐ কু-সন্তানদের,
বাংলার জমিন তারা ছেড়ে যাক
নিপাত যাক সব কু-লাঙ্গার, ব্যভিচারির দল
বুকভরে শান্তির সু-বাতাস নিব, করবো নাকো দৃকপাত।।

০২ রা এপ্রিল, ২০১০ সকাল ৯:৪৫

রাজসোহান বলেছেন:
ধিক তব মা'তোর ঐ কু-সন্তানদের,
বাংলার জমিন তারা ছেড়ে যাক
নিপাত যাক সব কু-লাঙ্গার, ব্যভিচারির দল
বুকভরে শান্তির সু-বাতাস নিব, করবো নাকো দৃকপাত।।

দারুন হয়েছে

৮৮| ০১ লা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৪

ভাঙ্গন বলেছেন: সোহান!!

০২ রা এপ্রিল, ২০১০ সকাল ৯:৪৫

রাজসোহান বলেছেন: কি!

৮৯| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১০:৪৯

নস্টালজিক বলেছেন: এই লেখাটা পড়া শুরু করসিলাম!
কিন্তু শেষ করতে পারিনাই!
আপাতত,এই মুহুর্তে শেষ করার সাহস টাই নাই!

তোমার নানী কে আল্লাহ পাক বেহেস্ত নসীব করুন।আমীন।

আর,সমস্ত রাজাকার,আল বদর,আল সামস সহ সকল পাকী দালাল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা শুধু করে নাই,দালালির মোহে অন্ধ হয়ে লাখ লাখ নিরীহ মানুষ কে হত্যা করসে,ধর্ষন করসে-
বাংলাদেশের মাটিতে সেই সমস্ত রাজাকারদের বিচার চাই!

যুদ্ধপরাধীর বিচারের দাবিতে জিরো টলারেন্স।।

০২ রা এপ্রিল, ২০১০ সকাল ৯:৪৬

রাজসোহান বলেছেন: যুদ্ধপরাধীর বিচারের দাবিতে জিরো টলারেন্স।।

৯০| ০২ রা এপ্রিল, ২০১০ রাত ২:১৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অনেকদিন ধরে পোস্টটা পড়বো পড়বো করেও পড়া হচ্ছিলো না। আজ পড়লাম। শ্রদ্ধায় মাথা নত হয়ে এলো।

০২ রা এপ্রিল, ২০১০ সকাল ৯:৪৯

রাজসোহান বলেছেন: পরম শ্রদ্ধা

৯১| ০২ রা এপ্রিল, ২০১০ ভোর ৪:৫৭

পাহাড়ের কান্না বলেছেন: নানীকে লাল সেলাম।

০২ রা এপ্রিল, ২০১০ সকাল ৯:৪৯

রাজসোহান বলেছেন: সেলাম

৯২| ০২ রা এপ্রিল, ২০১০ দুপুর ২:৪০

সকাল রয় বলেছেন:

তুমি দারুন কইরা লিখলা
যেইটা আমি পারিনা
+
আর শুভকামণা

০২ রা এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৭

রাজসোহান বলেছেন: থ্যাংকু

৯৩| ০২ রা এপ্রিল, ২০১০ বিকাল ৩:০২

~সৌরভ~ বলেছেন: সোহান ভাই, আপনার নানীজানে রাম দা"টা এখনও দরকার।
এখনও ওটা প্রয়োজন ফুরায় নি।
আপনার পোষ্ট দেখেন একটা ছাপ রেখে গেছে শয়তানের কোন এক দোসর।

০২ রা এপ্রিল, ২০১০ বিকাল ৩:২১

রাজসোহান বলেছেন: ঠিক

৯৪| ০৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:০৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এই তো পোস্ট ফিরে এসেছে! হুররে..................... !:#P !:#P !:#P

০৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:০২

রাজসোহান বলেছেন: ইয়াপ কি যে আনন্দ লাগতেছে, সামুতে বেশী আনন্দ প্রকাশ করার ইমো নাই :( :( :(

০৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:০৪

রাজসোহান বলেছেন: ইয়াপ কি যে আনন্দ লাগতেছে, সামুতে বেশী আনন্দ প্রকাশ করার ইমো নাই :( :( :( :(

৯৫| ০৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫৯

হাসান মাহবুব বলেছেন: যাক! এটা নিয়া টেনশনে ছিলাম। লাভলুদারে থ্যাংকস।

০৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:০৫

রাজসোহান বলেছেন: শুধু কি থ্যাংক্স? দুনিয়া ভরা থ্যাংক্স :-B :-B :-B :-B

৯৬| ০৫ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২৮

সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: পোষ্টটা ফেরত পেয়েছ দেখে ভালো লাগছে। লাভলুদাকে ধন্যবাদ।

০৫ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২৩

রাজসোহান বলেছেন: হা দুনিয়া ভরা থ্যাংক্স :-B :-B :-B :-B

৯৭| ০৫ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩৭

নৈশচারী বলেছেন: কংগ্রাচুলেশনস !!!! :) :) :)

০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১১:১৬

রাজসোহান বলেছেন: :-B :-B :-B :-B

৯৮| ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:১৩

বিডি আইডল বলেছেন: ভালো

০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:১৯

রাজসোহান বলেছেন: থ্যাংক্স :-B :-B :-B :-B :-B

৯৯| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০৯

নিশাচর০০৭ বলেছেন: আইছে আইছে আইছে...........

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:১৩

রাজসোহান বলেছেন: :-B :-B :-B :-B

১০০| ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪৯

সাইফুল ফারদিন বলেছেন: নানী কে স্যালুট।আমি বলব,একজন কমরেড।স্যালুট কমরেড।

১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪৭

রাজসোহান বলেছেন: স্যালুট কমরেড

১০১| ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৭

জিকসেস বলেছেন: স্বাধীনতা তো আর খুব সহজ ব্যাপার না। কত কিছুর বিনিময়ে এর অর্জন।

২০ শে এপ্রিল, ২০১০ রাত ১২:২৮

রাজসোহান বলেছেন: আসলেই, কত কিছুর বিনিময়ে এর অর্জন।

১০২| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৬

পৃথিবীর আমি বলেছেন: আরিফ আমীন বলেছেন: নানী,তুমি জাননা কত ভাল কাজ তুমি করেছ!!!
আই স্যালুট ইউ,কমান্ডার

২২ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৫৭

রাজসোহান বলেছেন: স্যালুট

১০৩| ২৩ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৪

প্রতীক্ষা বলেছেন: 'আসুন মনের সবটুকু ঘৃণা ছিটিয়ে দেই সেই বেজন্মা রাজাকারদের।
আর শত সহস্র শ্রদ্ধা জানাই এইরকম জানা অজানা সেই সব নারী পুরুষের প্রতি।
মহান স্বাধীনতা দিবস অমর হোক,বাংলাদেশ বেঁচে থাকুক হাজার বছর।'



++

২৩ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৫৫

রাজসোহান বলেছেন:
মহান স্বাধীনতা দিবস অমর হোক,বাংলাদেশ বেঁচে থাকুক হাজার বছর।'

১০৪| ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১৯

ছায়াপাখির অরণ্য বলেছেন: তাঁর জন্য শ্রদ্ধা আর ভালোবাসা....

২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৮

রাজসোহান বলেছেন: শ্রদ্ধা আর ভালোবাসা....

১০৫| ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৬

রেজোওয়ানা বলেছেন: সোহান ভাইয়া আপনার এই লেখাটা অনেক বার পড়েছি..........


সশ্রদ্ধ সালাম আপনার নানীকে..........


২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৩

রাজসোহান বলেছেন: ধন্যবাদ আপু। নানীকে সালাম !!!

১০৬| ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৮:১৬

তুষারকনা বলেছেন: ভয়াবহ!!!!!

২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৮:২৫

রাজসোহান বলেছেন: অনেক কঠিন পরিস্থিতি

১০৭| ৩০ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:০০

মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: সোহান ভাই...........২টা মাইনাস পড়লো কিভাবে???..........সত্যিই রামদা টার প্রয়োজন ফুরায় নি............

নানীর আত্মার শান্তি হোক............

৩০ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:০৮

রাজসোহান বলেছেন: হুম্ম , রামদাটা আবারও লেগে যেতে পারে। !!!

১০৮| ০১ লা মে, ২০১০ রাত ১০:৩৩

কমুনা বলেছেন: সালাম নানী

০১ লা মে, ২০১০ রাত ১১:১৭

রাজসোহান বলেছেন: সালাম !!

১০৯| ১৩ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

সোমহেপি বলেছেন: একটা শীতল আগন জ্বলছে বুকে

১৩ ই মে, ২০১০ রাত ৯:৪৪

রাজসোহান বলেছেন: আগুনটা নেভা দরকার খুব :(

১১০| ১৭ ই মে, ২০১০ বিকাল ৫:০৭

মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: আপনার নানীর পায়ের কাছে যদি আমি ইকটু কিছুক্ষন পউড়া থাকতে পারতাম।

১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৪

রাজসোহান বলেছেন: পইরা থাইকা কি হইব ? আমাগো আবার গর্জে উঠতে হইব , আর একটা যুদ্ধ লাগবো

১১১| ১৩ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫০

আলম রুবেল বলেছেন: ধিক সেইসব রাজাকার দের...পুড়ায়া মারা উচিত এসব বেজন্মাদের...

১৪ ই আগস্ট, ২০১০ ভোর ৪:০৩

রাজসোহান বলেছেন: আপানাকে ধন্যবাদ পোস্টটা পড়ার জন্য !

১১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪২

জিসান শা ইকরাম বলেছেন: আমরা ইচ্ছা করলে আবার ওভাবে শুরু করতে পারি। কিসের আিন কানুন ?
কুকুর মারলে কিছু হয়না।

+++

১০ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৬

রাজসোহান বলেছেন: কুকুর মারলে কিছু হয় না , ঠিক !

১১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:১৮

কামাল২০১০ বলেছেন: নানী,তুমি জাননা কত ভাল কাজ তুমি করেছ!!!
আই স্যালুট ইউ,কমান্ডার

০৬ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৫

রাজসোহান বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.