![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুগণ,
তোমাদিগের সহিত কত ধরনের কথাইনা বলিয়া সময় কাটাইয়া থাকি। হাসি, কখনওবা তামাশা করি, মাঝে মাঝে ঝগড়াও বাধাইয়া দেই। কিন্তু আজিকে আমার মনখানি তেমন ভালো নাই। কেন জানি দূর্বল মনে হইতেছে। আজিকে আমার অন্তরের গভীরে লুকাইয়া থাকা গোপন ব্যাথা বাজিয়া উঠিতেছে। আজিকে আমি উহা জানাইতেছি, তবে একখানি কথা, তোমরা ইহা নিজেরা তাহাকে জানাইবার ইচ্ছা প্রকাশ করিও না কিংবা আগ্রহী হইওনা যাহাকে মূল উদ্দেশ্য করিয়া লিখিতেছি। তাহাকে জানাইতে নিষেধ করিতেছি কারন ইহাই যে, সে জানিতে পারিলে যে আমি তাহাকে আমার মুখ দেখাইতে পারিবো না। মনে মনে নিজে যে কতটুকু ছোট হইয়া যাইবো তা বলিতে পারিবো না।
গত দু’সপ্তাহ আগে নিজ গ্রামে গিয়েছিলাম জেঠতুতো বোনের বিবাহের নেমন্ত্রনে। যেই দিন প্রত্যুষ যাত্রা করিলাম সেই দিনই বৈকালে গায়ে হলুদের অনুষ্ঠান হইবে। পৌঁছাইয়া যাইবো জানি এবং অনুষ্ঠান শুরু হইবার মিনিট দশেক আগেই পৌঁছাইয়াছি।
অনুষ্ঠান শুরু হইতেছে। বরপক্ষের লোকজন কনের হলুদ দিবার উদ্দেশ্যে আসিয়া বাড়ির সিংহ দরজায় অপেক্ষা করিতেছে। তাহাদেরকে গাঁদা আর গোলাপের পাপড়ী ছিটাইয়া বরন করিয়া লইল।
এমন সময়ে আমি যে কই কে তাহার খবর লইবে? মনে হইতেছে দুনিয়াতে কেউ নাই।
হঠাৎ মাথায় আকাশ ভাঙ্গিয়া পড়িতেছে মনে হইতে লাগিলো। একি দেখিতেছি? পথের ব্যবধান যতই কমিয়া আসিতেছে আমার নিকট তাহার রূপের লাবণ্য ততই বাড়িয়া যাইতেছে। আমি যাহার কথা বলিতেছি তৎক্ষণাৎ আমি তাহার নামখানি মনে করিতে পারিতেছিলাম না। এত উৎসব, হইহুল্লোড়ের মধ্যে একখানি শব্দ কানে আসিয়া মাথায় আঘাত করিলো। শিউলী!”
হ্যাঁ পাইয়াছি। সে তো আমার চেনা। তাহার নামই তো শিউলী। ক্ষণকিছুকের জন্য অতীত সময়ে হারাইয়া গিয়াছিলাম। সেই বোধহয় সাড়ে সাত বছর আগের কথা।
হাতে হাত রাখিয়া যাহার সহিত দলবল লইয়া খেলা করিয়াছিলাম, গাছের পাতাকে টাকা বানাইয়া আর শুকনা মাটির গুড়াকে চাউল আর চিনি বানাইয়া যাহার সঙ্গে খেলা করিয়াছিলাম; কতবার জানি তাহার কান মোচড় দিয়াছিলাম না হয় কতবার যে তাহার চুলের গোছা ধরিয়া অকারনেই টানিয়া তাহাকে জ্বালাইয়া তাহার ধৈয্যের সীমা অতিক্রম করিয়া কতইনা বিরক্ত করিয়াছি। হ্যাঁ,সেইতো, সে তো সেই মেয়ে শিউলী। ইহাতে আমি আর সন্দেহর লেশ মাত্র রাখি না, যাহাকে বাড়ীর পাশের রাস্তা দিয়া যাইবার সময় আম কাঁঠালের লোভ দেখাইয়া ক্লাশের দেরী করাইয়া দিয়াছিলাম। নানান রকম বুদ্ধি খাটাইয়া যাহাকে নানান রকম বিভ্রান্তিতে ফেলিয়াছি। সেইতো সে।
তাকে আবার কাছে পাইয়াছি। আর মাঝখানে কত না বছর কাটিয়া গেল, আমি কই ছিলাম আর সেইবা কই ছিলো? সে কি আমাকে চিনিতে পারিবে? আর সেই এলোমেলো স্মৃতি বিজড়িত দিনগুলির কথা মনে করিতে পারিবে?
মনে হইলো কে জানি আমার চোখের সামনে হস্ত নাড়াইয়া চোখের পলক ফেলাইবার চেষ্টা করিতেছিল। বোধ হয় অনেকক্ষন যাবত চেষ্টা করিয়া অবশেষে বিফল হইতে গিয়াও সফল হইয়াছে। সে আমাদের মিনু আপা। হুস হইতেই বলিল “কি হইয়াছে?”একটু হাসিয়া আমি আবার বর্তমানে ফিরিয়া আসিলাম।
শিউলীর অনেক পরিবর্তন হইয়াছে। হয়তোবা, বহু বছর পর দেখিয়াছি বলিয়া এমন বোধ হইতেছে। এমন এক সৌন্দরতা তাহার গায়ে হলুদের শাড়ির সাজে দেখিলে যে কেউই তাহার প্রতি জানিবার আগ্রহ হওয়া স্বাভাবিক।
একবার দেখিলে তৎক্ষণাৎ চোখ ফেরানো কঠিন। মনে হইতেছে যেন কোন বাগানে ফুল ফুটিয়াছে আর মধ্যিখানে বিশেষ ও সবচাইতে সুন্দর ফুলটাই সে।
পাত্রপক্ষ যখন আসন গ্রহন করিল তখন আর চোখকে প্রশ্রয় দিলাম না। তবুও মনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করিয়া ফের চাহিতে গিয়া তাহার চোখখানি আমার চোখের উপর আসিয়া পড়িল। আমি লজ্জা পাইয়া ঈষৎ হাসিয়া চোখ নামিয়া ফেলিলাম। সেও আমার দিকে আধো নজর করিতেছে। তাহার চোখের পলকের ওঠানামাটাকে মনে হইতেছে কোন ফুলের কলি ধীরে ধীরে ফুটিতেছে।
তাহার দিকে আবারও একটু একটু নজর করিতে যে মনে হইতেছে সে হয়তোবা আমাকে চিনিয়াছে বা চেষ্টা করিতেছে। কিন্তু মনে করিতে পারিতেছে না। আবার আমাকে জিজ্ঞাসা করিবার সাহস পাইতেছে না। হয়তোবা নতুন করিয়া আমাকে দেখিয়া তাহার পছন্দ হইয়াছে এবং মনে ভালোবাসার আশা জাগিয়াছে কিংবা জাগিতেছে যাহা আমি আন্দাজ করিতেছি। কথা বলিবার সাহস পাইতেছে না আর মন বলিতেছে একবার যদি সুযোগ পাইতাম।
ব্যাপারটা এমনি বলিব যে, মালা তৈরী করিবার জন্য ফুল আছে বটে কিন্তু সুতা নাই। এমতাবস্থায় কী হইবে? আর আমার মনে হইতেছে রাজধানী থেকে এতদূর গ্রামে আসিয়া গোলপোস্টের সামনে গোল করিবার উদ্দেশ্যে হাপাইয়া উঠিয়াছি। যেন বাধাদানকারী গোলরক্ষকও নাই আবার খেলোয়াড়ও নাই তবুও গোল হইতেছে না। ইহা কিসের দূর্বলতা, এমনি মুহুর্তে আমার সবল দেহের ক্ষমতা দূর্বল হইয়া পড়িয়াছে।
সে এত সুন্দর যে তাহাকে দেখিবার মুহুর্তে আঁধারে আলো ফুটিবে চন্দ্র মেঘের আড়ালে পড়িয়া গেলেও, অচল থাকিলে আবার সচল হইবে। সে যত কথা বলিতেছে তার প্রতি একরকম দূর্বলতা আর মায়া মমতায় হৃদয়খানি শুধু ভারী হইতেছে। কিন্তু আমি চাইলেই কি সে তাহার জনম জনমের সাধনার মালা আমার গলায় পড়াইয়া দিবে? শুনিয়াছি মেয়েদের মন খরগোশের মতন চঞ্চল আর ইহা তো সত্যিই যে তাহাদের চলিবার গতি আ্যমিবার মতনই। মনে হইতেছে সে যেন পরীদের দেশ হইতে পলায়ন করিয়া আসিয়াছে। তাহার হাসির মধ্যে এক অপূর্ব নির্মল মাধুরী মিশানো রহিয়াছে।
সন্ধ্যা গড়াইয়া রাত হইতেছে। চাঁদের স্নিগ্ধ আলো। আকাশ ভরা তারা। গণনা করিলে হয়তো একটাই পাঁচ-ছবার গণনা হইয়া যাইবে; শেষ হইবে না। এদিকে পাত্র পক্ষের যাইবার সময় হইয়া গিয়েছে। তাহারা এক এক করিয়া কনেকে হলুদ দিয়া এখন একত্রে যাইবার যাত্রা করিতেছে।
কিন্তু আমার কী হইবে? শিউলীকে যে একখানা কথা বলিবার দরকার কিন্তু সুযোগ পাইতেছি কই? মনে হইতেছে সেও আমার সহিত কথা বলিবার প্রানপণ চেষ্টা করিতেছে। ভয়ও করিতেছে বোধ করি। পৃ্থিবী এমনে নিষ্ঠুর যে সে কাহারো জন্য অপেক্ষমান নয়. স্বল্প কিছু সময়ের মায়ার বন্ধন ছিন্ন করিয়া চলিয়া যাওয়া বড়ই কষ্টের।
আবার যে কোনদিন তাহার দেখা পাইবো না সে কথা কে বলিতে পারে? আবারো কি সাড়ে সাত বছর অপেক্ষা করিতে হইবে?
০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:০৩
রাজসোহান বলেছেন: বাহ, দারুন লাগলো যে, এটা কি গান নাকি? হলে লিঙ্ক দিয়েন ত
২| ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:৫৯
হায় ঈশ্বর! বলেছেন: প্লাস
০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:০৪
রাজসোহান বলেছেন: হায় ঈশ্বর!আর কিছু না? ঈশ্বর এত কিপটা ক্যান?
৩| ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:০৬
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: না, এটা কোবতে ..... নিচের পোষ্টে পাবেন .... ভালো লাগবো, পইড়া দেখেন ......
Click This Link
০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:০৮
রাজসোহান বলেছেন: থ্যাংকুস
৪| ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:০৮
অদ্ভুত বলেছেন: প্লাচ সাথে হিটও কিছু বাড়ায় দিয়া গেলাম
০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:০৯
রাজসোহান বলেছেন: অদ্ভুত তো
৫| ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৩১
স্বপ্নকথক বলেছেন: পিলাচ। এবার পড়ি।
০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৩৬
রাজসোহান বলেছেন: আইচ্চা আর এক খান কমেন্ট না পাইলে কিন্তু মাইনাস দিমু
৬| ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৩২
অপরাহ্ন বলেছেন: আপনার লেখা চমৎকার । টান আছে ।
০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৩৫
রাজসোহান বলেছেন: তাই বুঝি?
তাহলে আমার সেরা লেখাটা পড়ুন Click This Link
৭| ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৩৯
ফাহাদ চৌধুরী বলেছেন: তাহার চোখের পলকের ওঠানামাটাকে মনে হইতেছে কোন ফুলের কলি ধীরে ধীরে ফুটিতেছে।
হাল আমোলের রবিন্দ্রনাথের আবির্ভাব প্রত্যক্ষ করিতেছি ।
ভাল হৈসে সোহান ।
০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৪৬
রাজসোহান বলেছেন: রবিন্দ্রনাথ বানান ভুল
৮| ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৪২
নৈশচারী বলেছেন: গুরুচন্ডালি ! গুরুচন্ডালি! অনেক গুরুচন্ডালি হইসে বুঝছ! সাধু ভাষায় আর লেখার চেষ্টা করবা না! পুরা বারোটা বাজায় দিসো! তাও একখান পেলাস দিলাম লও
০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৫১
রাজসোহান বলেছেন:
উখে
৯| ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৪৫
রুবাইয়্যাত বলেছেন: বাহ। চমৎকার। খুব ভালো লিখেছেন।
সাধু....
০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৫২
রাজসোহান বলেছেন: সাধু সাধু এই প্রথম মনে হয় আমার বাড়ি, স্বাগতম
১০| ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৪৬
নস্টালজিক বলেছেন: শান্তিনিকেতন সোহান!
(আর একটা কমেন্ট পেন্ডিং থাকলো)!
০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৫৩
রাজসোহান বলেছেন: হা শান্তিনিকেতন সোহান!
১১| ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৪৯
নুরুন নেসা বেগম বলেছেন: খুউব ভাল হয়েছে। আরো লিখবেন। ধন্যবাদ।
০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৫৩
রাজসোহান বলেছেন: থ্যাংকু পড়ার জন্য
১২| ০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:২৯
স্বপ্নকথক বলেছেন: কিচ্ছু হয় নাই। পিলাচ ফেরত লইতে ইচ্ছা হইতাছে! সাধু ভাষাকে ধর্ষণ করা হৈয়াছে। এমনি গল্পটা ভালো।
০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:৪৩
রাজসোহান বলেছেন: কিভাবে? কোথায় কোথায় করা হয়েছে? একটু বলিলে ভালো হইত
১৩| ০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:৪৪
কাক ফ্রাই বলেছেন: আমি একটি ঘটনা আবিষ্কার করিয়াছি, এর আগেও একবার উহা আবিষ্কার করিয়াছিলাম। কইয়া দিমু?
০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:৫০
রাজসোহান বলেছেন:
কি ঘ্যাটনা
১৪| ০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:৪৮
নৈশচারী বলেছেন: স্বপ্নকথক বলেছেন: কিচ্ছু হয় নাই। পিলাচ ফেরত লইতে ইচ্ছা হইতাছে! সাধু ভাষাকে ধর্ষণ করা হৈয়াছে। এমনি গল্পটা ভালো।
তথাপি আমি যোগচিহ্ন ফিরাইয়া নিতে চাহি না। উহাকে যখন দান করিয়াছি স্বত্ব ত্যাগ করিয়াই দান করিয়াছি। এরূপ বস্তু পুনরায় ফেরতযোগ্য নহে!!
০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:৫৩
রাজসোহান বলেছেন: কমেন্টখানি পড়িয়া আমার শুকনো বুকে মরুর খড়া শুরু হইলো
১৫| ০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:৫৭
ইমন জুবায়ের বলেছেন: ভালো লাগল। ++
০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:১১
রাজসোহান বলেছেন: থ্যাংকু দাদা
১৬| ০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:০১
নৈশচারী বলেছেন: ওহে বালকে, এ যে বর্ষণের পূর্বাভাস মাত্র,খরার দাবদাহ নহে তাহাও কি বুঝিতে বিলম্ব হইতেছে তোমার? তুমি একটিবার কেবল মুখখানি খুলিয়া আপন তৃষ্ণা ব্যক্ত করিবে তত্ক্ষণাত আমি তোমার উপর জ্ঞানের অবিশ্রান্ত ধারা অকৃপণ হস্তে বৃষ্টির ন্যায় বর্ষণ করিব তাহা জানো না কি?
০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:১২
রাজসোহান বলেছেন: বিদুৎ না পাইয়া আইজ কাল আর তোমার অকৃপণ হস্ত বলিয়া কিছু আছে নাকি ভুলিয়া যাই
১৭| ০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:১৮
নৈশচারী বলেছেন: তুমি অভিশপ্ত মুখে বিদ্যুতের নাম নিবা মাত্র উহা চলিয়া গেল
এখনকার মত যাই কিন্তু ভুলিও না তোমাকে দেখিয়া লইব
০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৮
রাজসোহান বলেছেন: তোমার কথা আর কি বলিব? নিজের ঘরেই তখন চলিয়া গিয়া এখন হাজির হইয়াছে
১৮| ০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:০৫
জুল ভার্ন বলেছেন: রবি ঠাকুরের ক্লাসিক ভার্সন! খুব সুব সুন্দর হয়েছে!!!
০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১৮
রাজসোহান বলেছেন: থ্যাংকু থ্যাংকু দ্যা ভ্রমন বস
১৯| ০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:০৭
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: পোলাডার আবার কি হইলো ???
কয়েকদিন আগে কার জইন্য য্যানো ৫০ লাখ ট্যাকা চাইলো
এ্যাখন আবার দেখি জীবন শিউলীময়।
লুল লিষ্টে( Click This Link ) তুমার নাম পার্মানেন্ট
০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১৯
রাজসোহান বলেছেন:
আমি লুল না
২০| ০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:০৬
রাজসোহান বলেছেন:
* সিষ্টেম ইন্জিনিয়ার
* আত্নহত্যা
* আমি-মুসাফির
* বাকেরভাই
* জুল ভার্ন
* সামিউর
* ছোট সরকার
* নিস্সঙ্গ যোদ্ধা
* জোবায়ের
* রুবাইয়্যাত
* নৈশচারী
* নুরুন নেসা বেগম
* কি।ন্তু
* ইমন জুবায়ের
* স্বপ্নকথক
* sondohin
* কাক ফ্রাই
* অদ্ভুত
* নস্টালজিক
* ফাহাদ চৌধুরী
কোন সে ব্যাক্তি যে মাইনাস দিতে পারে?এই একটা মাইনাস আমি নিয়মিত পাইতেছি
০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৭
রাজসোহান বলেছেন: ওহে বৎস ব্যাফারনা,
২১| ০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১৭
কথক পলাশ বলেছেন: রাজসোহান, সাধুভাষার আড়াল লইবার ব্যাপারটা ছিল, অনুভূতির সহিত পাল্লা দিয়া প্রকারান্তরে আপনাকেই আড়াল করিবার চেষ্টা। আপনার রচনাতে সেই সরলার যাহা মুখচ্ছবি আঁকিয়াছেন, উহাতেই বিমুগ্ধ হইয়াছি।
আপনার জন্য শুভকামনা রহিল।
০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৮
রাজসোহান বলেছেন:
২২| ০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১৮
গুরুজী বলেছেন: পুপি!
সুহান ইজ ইন বালবাসা!
তয় সুহান সাবধান, কারন,
বালুবাসা বালা না
০৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:২১
রাজসোহান বলেছেন:
২৩| ০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৫৯
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আরে... ভালো হয়েছে তো। বলার স্টাইলটা চমৎকার। তবে আরও একটু কাহিনী থাকলে আরও ভালো হতো।
০৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৬
রাজসোহান বলেছেন: থ্যাংকুস দিদি মনি
কাহিনী আর কি দেয়া যাইতো?
২৪| ০৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:১৬
হাসান মাহবুব বলেছেন: প্লাস! এমনি এমনি না, ভালো লাগসে বলেই। ভাষাটা ইন্টারেস্টিং।
০৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩০
রাজসোহান বলেছেন: উখে ভচ , আপনি যখন কইছেন না হয়েই পারে না,
আমি তো টেনশনে আছিলাম
২৫| ০৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৬
হিরম্ময় কারিগর বলেছেন: সাড়ে সাত বছর অপেক্ষা..... খুব কি দীর্ঘ?
দারুণ লাগলো। +++
০৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩৫
রাজসোহান বলেছেন: এ্যঁ,খুব কি দীর্ঘ?? ভাবি নাই তো
খাড়ান ভাইব্যা লই,
২৬| ০৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৪৫
তায়েফ আহমাদ বলেছেন: সাধু ভাষায় লিখিত গদ্যে গুরুচন্ডালী কিঞ্চিত বিরক্তির উদ্রেক করিয়া থাকে। এতদ্সত্ত্বেও পত্রখানা ভাল হইয়াছে........গুরুচন্ডালী মুক্ত হইলে আরো ভাল হইতো।
উদাহরণস্বরূপঃ
'বন্ধুরা,' - 'বন্ধুগণ,'
'জেঠাতো' - 'জেঠতুতো'
'সকাল' - 'প্রত্যুষ'
অযাচিত আতঁলামি হইয়া গেলে ক্ষমাপ্রার্থী।
০৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫৩
রাজসোহান বলেছেন: থ্যাংকুস, আমি এডিট করিতেছি
২৭| ০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩১
সায়েম মুন বলেছেন: পরে পড়ব আর মন্তব্য জানাবো-----------কারণ আর কিছুক্ষণ পর ঢাকা ছাড়ছি
০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৩৪
রাজসোহান বলেছেন: কই যান?
আমারে না নেওনের লাইগা আপনেরে কড়া মাইনাস
২৮| ০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
সকাল রয় বলেছেন:
আবারো কি সাড়ে সাত বছর অপেক্ষা করিতে হইবে?
________________________________
সোহান ভালো লাগলো ভাই
০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪১
রাজসোহান বলেছেন: থ্যাংকুস সকাল থেকে রাত্রী
২৯| ০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪১
শিরীষ বলেছেন:
অপেক্ষা
-------------এবং অপেক্ষা
================================
০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪৮
রাজসোহান বলেছেন: শুধুই অপেক্ষা
৩০| ০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
সহেলী বলেছেন: মাত্র সাড়ে সাত বছর !
আরো সাড়ে সাত বছর লাগতে পারে !
ধৈর্য্যই সকল অনিষ্টের মূল !
০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৫৫
রাজসোহান বলেছেন: ধৈর্য্যই সকল অনিষ্টের মূল ! উঁ
৩১| ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪১
ধ্রুব বলেছেন:
০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০০
রাজসোহান বলেছেন: কি হইল? গল্পের মতন?
৩২| ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৯
নিশাচর০০৭ বলেছেন: স্বপ্নকথক বলেছেন: কিচ্ছু হয় নাই। পিলাচ ফেরত লইতে ইচ্ছা হইতাছে! সাধু ভাষাকে ধর্ষণ করা হৈয়াছে। এমনি গল্পটা ভালো
আবারো কি সাড়ে সাত বছর অপেক্ষা করিতে হইবে?
জটিল হইছে বস............. চালাইয়া যান। যা কিছু লাগে আমি দিমু।
০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১৩
রাজসোহান বলেছেন: আগে কন পেলাস দিছেন নাকি?
হের পর কমু কি লাগবো
৩৩| ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১২
নিশাচর০০৭ বলেছেন: ফাহাদ চৌধুরী বলেছেন: তাহার চোখের পলকের ওঠানামাটাকে মনে হইতেছে কোন ফুলের কলি ধীরে ধীরে ফুটিতেছে।
হাল আমোলের রবিন্দ্রনাথের আবির্ভাব প্রত্যক্ষ করিতেছি ।
বিয়ে বাড়ীতে একখানা চান্স মিস হইছে,..........
এখন কি উপায়? সাত বছর অপেক্ষা?
০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১৫
রাজসোহান বলেছেন: আপনের লাইগা চান্স মিছ হইছে
৩৪| ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫২
শোশমিতা বলেছেন: আপনার লেখা চমৎকার ।ভালো লাগল। ++
০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:১৬
রাজসোহান বলেছেন: থ্যাংকুস
৩৫| ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫৫
হাম্বা বলেছেন: নিশাচর০০৭ বলেছেন: ফাহাদ চৌধুরী বলেছেন: তাহার চোখের পলকের ওঠানামাটাকে মনে হইতেছে কোন ফুলের কলি ধীরে ধীরে ফুটিতেছে।
হাল আমোলের রবিন্দ্রনাথের আবির্ভাব প্রত্যক্ষ করিতেছি ।
বিয়ে বাড়ীতে একখানা চান্স মিস হইছে,..........
এখন কি উপায়? সাত বছর অপেক্ষা?
০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:২৫
রাজসোহান বলেছেন: আমিই রবীন্দ্রনাথ আর বলার অপেক্ষা রাখে না
৩৬| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪২
বংশী নদীর পাড়ে বলেছেন:
অনেক দিন পড় সাধু ভাষায় লিখিত একটি ছিন্নপত্র পড়লাম। সত্যিই ভাল লেগেছে। লেখাটা আরো একটু গড়ালে আরো কিছুক্ষন ভাল লাগার ভেতর থাকতে পারতাম।
প্রশ্ন রেখে যাই শেষে----- এই শিউলিটা আবার কোন তারা? এতদিন তো শুনিনি তার নাম।
০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৩১
রাজসোহান বলেছেন: শুধু মাত্র একটা গল্পই
৩৭| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪৮
কাঠের খাঁচা বলেছেন: এমনিতে ভালই হইসে, বাট পিওর সাধু ভাষা হয়নাই, তাই সাধু ভাষায় টেরাই না করাই ভাল। লেখাটা এমনিতে ঝরঝরে হইসে, তোমার আগের গুলার মত গুরুগম্ভীর না।
ক্ষণকিছুকের, সৌন্দরতা এই শব্দ গুলার আসলেই অস্তিত্ব আছে কিনা খতিয়ে দেইখ।
আইজকা আসলে ভুল ধরার নিয়তেই তোমার পোস্ট পড়সিলাম। তোমারে তো আগেই কইছি। এরম সবার পোস্টেই থাকে।
০৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:২৫
রাজসোহান বলেছেন: হ, বুঝছি তো,
ক্ষণকিছুকের, সৌন্দরতা মনে কর এই শব্দ দুইটা আমারই আবিষ্কার
৩৮| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:৫২
প্রবাসী রনি বলেছেন: সোহান বরাবরের মত ভালো হয়েছে। তবে কিসের যেন আক্ষেপ রয়ে গেল.............
০৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:২৮
রাজসোহান বলেছেন: অতি সাধারন কমেন্ট, ধন্যবাদ
৩৯| ০৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:১৩
সিনসিয়ার বলেছেন: সোহান, একটা দীর্ঘ সমালোচনা লেখতে আছিলাম, লেখা শেষ করে পোষ্ট করতে গিয়ে দেখলাম কমেন্টসখানা বিলকুল গায়েব !!!!! ইমিকনও আসতাছে না !!!!!!
ব্যাডলাক (তোমার নাকি আমার ?)
প্রমথ নাথ বিশী'র তেলনাপোতা আবিষ্কার গল্পটা পড়া না থাকলে পড়ে ফেলো...তোমার ভাষার সাথে কি অদ্ভুত মিল !!!!!
(জোগাড় করতে না পারলে সৈয়দ শামসুল হকের মার্জিনে মন্তব্য নামক গল্প লেখার ব্যাকারণ বইয়ে খোজ করো)
০৯ ই এপ্রিল, ২০১০ রাত ৩:২০
রাজসোহান বলেছেন: থ্যাংকুস, পড়ব
৪০| ০৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:২৯
বীনা বলেছেন: আরো ভালো ভালো লিখুন
০৯ ই এপ্রিল, ২০১০ রাত ৩:২১
রাজসোহান বলেছেন: অনেক বেশী থ্যাংকুস
৪১| ০৮ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৮
আহমেদ রাকিব বলেছেন: ভালো প্রচেষ্টা সোহান। তায়েফের কমেন্টটা ভালো লাগলো। এরকম মনোযোগী পাঠক খুব দরকার। সব মিলায় ভালো লাগছে।
০৯ ই এপ্রিল, ২০১০ রাত ৩:২৩
রাজসোহান বলেছেন: আপনে তাইলে আইছেন? হ্যা আপনিও কম না !!!!!!!!!!!
৪২| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫২
ফারা তন্বী বলেছেন: আহা হা পুচকা তো কঠিন কাজ করছে!!
০৯ ই এপ্রিল, ২০১০ রাত ৩:২৪
রাজসোহান বলেছেন: হো,পুচকা বড় হই যাইতেছে ।
৪৩| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১:১৬
সমুদ্র কন্যা বলেছেন: কঠিন ভাষা পড়িতে যাইয়া দন্ত নড়বড় করিয়া উঠিলেও গল্পের অতিমাত্রায় প্রেম প্রেম ভাব উহা পোষাইয়া দিয়াছে।
পড়িয়া প্রীত এবং পুলকিত হইলাম।
কিন্তু সোহাইন্যা, দাঁতের ডাক্তারের ফিসটা পাঠায় দিস দয়া কইরা।
০৯ ই এপ্রিল, ২০১০ রাত ৩:২৭
রাজসোহান বলেছেন: হো হো টিক আছে
৪৪| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১:২৮
অমিত চক্রবর্তী বলেছেন: অতি উত্তম ভ্রাতা।অতি উত্তম।।
০৯ ই এপ্রিল, ২০১০ রাত ৩:২৮
রাজসোহান বলেছেন: থ্যাংকুস বদ্দা
৪৫| ০৯ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:৫৪
আশরাফ মাহমুদ বলেছেন: :-<
০৯ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:৫৬
রাজসোহান বলেছেন: কিরে কিতা হইল? |
৪৬| ০৯ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:১৭
ভাঙ্গন বলেছেন: সোহান,তোমার সাধুভাষার গল্প পড়ে আমার প্রাগৈতিহাসিক যুগের কথা মনে পড়ে গেল। তুমি সাধুভাষায় না লিখে কী পারতে না? হ্যাঁ,সাধুভাষার উপযোগিতা এখনো বিদ্যমান,সেটা গুরুগম্ভীর ভাষা হিসেবে যথাস্থানে ব্যবহৃত হয়। কিন্তু আমাদের এইক্ষণে সাধুভাষাটা কিঞ্চিত লঘু মনে হয়। তাই বলছিলাম।
গল্পের প্লট সাজানোটা আরো সিরিয়াসলি করো। আর অস্থিরবালক হৃদয়ের মৌন ভাষাগুলো তরুণ তুর্কী হৃদয়ে বেজে উঠেছে,সেই গল্পের মূল প্রতিপাদ্য।
.........
লিখে যাও অবিরাম। ভাল থেকো।
০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২৮
রাজসোহান বলেছেন: আর অস্থিরবালক হৃদয়ের মৌন ভাষাগুলো তরুণ তুর্কী হৃদয়ে বেজে উঠেছে,সেই গল্পের মূল প্রতিপাদ্য।
একদম পয়েন্ট ধরেছেন ভাঙ্গন ডি
৪৭| ০৯ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:২৭
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: রবীন্দ্রনাথের ভাত মারার তীব্র প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। লেখককে বান মারা হোক!
০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩৮
রাজসোহান বলেছেন: লেখককে বান মারা হোক!
৪৮| ০৯ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:২৬
চতুষ্কোণ বলেছেন: এই লেখাটা যেদিন দিয়েছিলে সেদিনি পড়েছিলাম। শুধু কমেন্ট করা হয় নাই। চিঠিটা ভালো লেগেছে। চেষ্টা টা দারুন!
১০ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:০৭
রাজসোহান বলেছেন: থ্যাংকুস থ্যাংকুস
৪৯| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩৭
প্রবাসী রনি বলেছেন: আমার হৃদয়ে এতোদিন যা রেখেছি লুকিয়ে আজ এসেছে সময় তা বলিবারে। কিন্তু আমার অন্তর আত্মা কেন যেন কেঁপে উঠল বলল না হাত বাড়াস না তাহলে জ্বলে যাবি। হ্যাঁ রাজ তোমার লেখা পড়ে আমি নিজেও কোথায় হারিয়ে গিয়েছিলাম তা জানিনা। একদিন তুমি অনেক বড় লেখক হবে।
১০ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:৩০
রাজসোহান বলেছেন: হুম ঠিক আছে, থ্যাংকুস
৫০| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫৯
মেহেরুবা বলেছেন: রাজসোহান ঠাকুরের ছুডু গল্প ভালা পাইলাম!
ও শিউলি ও শিউলি তুমি কুতায়????
১০ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:৩১
রাজসোহান বলেছেন: পোস্টের জমানো লেখা,
টাইপের মিসটেক,
.................................
ও শিউলি ও শিউলি তুমি কুতায়????
:-<
৫১| ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৩০
সুরঞ্জনা বলেছেন: বৎস প্রীত হইলাম। +
১০ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:৩২
রাজসোহান বলেছেন: সুরঞ্জিত হইলাম
৫২| ১০ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:২১
পাহাড়ের কান্না বলেছেন: ২৬ ঠম ফ্লাসঠা আমি ডিশি। ফারফরমেন্স অনেক খ্রাপ।
১০ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:৩২
রাজসোহান বলেছেন: কুভ খ্রাফ
৫৩| ১০ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:৩৩
নস্টালজিক বলেছেন: কিডা সোহান নাকি?
আরে,
এইডা দেহি শিউলি-সোহান।।
১০ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:৩৯
রাজসোহান বলেছেন: ooooooogqa booooooga
মাইনাস
আড্ডা
৫৪| ১০ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:৪৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: সাধু ভাষার লেখা পড়িতে ভাল লাগে । আপনার গল্পটাও ব্যাতিক্রম হয়নি ।
সহি সালামত থাকুন ভ্রাতা ।
অট - আজকে একখান গল্প লিখিয়াছি যাহার নায়কের নাম সোহান !!!!!
১০ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:৫৭
রাজসোহান বলেছেন: আমার নাম দিয়া হিট খাইবার প্রচেষ্টা?
গল্পের নায়কের পারিশ্রমিক কই?মামলা ঝুলায়া দিমু কইলাম
৫৫| ১০ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:১৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: মামলা ঝুলাইলে শুরুতেই গল্প হিট খাইব ( ধইন্যাপাতার ইমু হবে )
১০ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৫
রাজসোহান বলেছেন:
আপনার হিট আপনি খাইবেন আমার কি ?
৫৬| ১০ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:১৬
নস্টালজিক বলেছেন: পিচ্চি,
খুব শিগগীর আড্ডাবাজি।।
প্রমিস।।
১০ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৭
রাজসোহান বলেছেন:
৫৭| ১০ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:১৪
ভাঙ্গন বলেছেন:
কই, কোথায় দিতাছি মাথা কইলানা যে?
১০ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৬
রাজসোহান বলেছেন: হয়েছে হয়েছে , আমার সাথে আর চতুরীপানা করতে হবি নানে।
৫৮| ১০ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৫৮
সুইট বলেছেন: পিলাচ দিলাম
১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪৯
রাজসোহান বলেছেন: উখে থ্যাংকুস, অনেক দিন পর।
৫৯| ১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৩
বোহেমিয়ান কথকতা বলেছেন: ভালু পাইলাম , তয় ভাষা আরেকটু ভালো হইতে পারত
সব পোস্টে দুইটা কইরা মাইনাচ ক্যান?
১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৫২
রাজসোহান বলেছেন: দুইটা আমার নিক থিকা মাইনাচ দিয়া
৬০| ১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫৬
আবু সালেহ বলেছেন:
লিখার ধরনটা বেশ....
১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৫৩
রাজসোহান বলেছেন: থ্যাংকু থ্যাংকু
৬১| ১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৭
সামিউর বলেছেন: সোহান মিয়া + দিয়া গেলাম।
অট: কি খবর ? এখন পুপি দেখা যায়না কেন ? ডিজিটাল লোডশেডিং এ ধরসে নাকি তুমারে..।?
১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৫৮
রাজসোহান বলেছেন: ডিজিটাল না ভিলেজিটাল লোডশেডিং ধরসে
৬২| ১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:১০
শায়মা বলেছেন: পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় ...
১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:৩০
রাজসোহান বলেছেন: আবারও সেই পথে দেখা হয়ে গেল,বল ভাল আছ তো?
৬৩| ১০ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০২
অরুদ্ধ সকাল বলেছেন:
পথে দেখা হয়ে যাবে
১২ ই এপ্রিল, ২০১০ রাত ৮:০৫
রাজসোহান বলেছেন: কবে?
৬৪| ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩৬
ব্যতিক্রমী বলেছেন: বন্ধুগণ, ভুলে যাইনি। আবারো আসিলাম। পেলাচ দিলাম।+++
১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:৩৩
রাজসোহান বলেছেন: ওহে বহুদিন বাদে দেখিলাম, আছো কেমন?
৬৫| ১১ ই এপ্রিল, ২০১০ রাত ২:৩৪
প্রবাসী রনি বলেছেন: রাজ অভিমান করেছো নাকি আমার বাড়ী এখন তোমার পদধুলি পড়েনাই অনেকদিন। অভিমান যদি থেকে থাকে তাহলে মেইল করো ।
১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:৩৪
রাজসোহান বলেছেন: ব্যাস্ত ছিলাম
৬৬| ১১ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০৫
এরশাদ বাদশা বলেছেন: এইবার সাধু ভাষায় সাহিত্য রচনার অভিপ্রায় হইলো ক্যানে? এলিট ক্লাসে উঠিবার খায়েশ জাগিয়াছে??
বেশ বেশ। রচনা ভালো পাইলাম।
১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:৪৫
রাজসোহান বলেছেন: ভচ ঠিকই বুঝবার পারছেন আমার খায়েশ টা
৬৭| ১২ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪২
জামাল ঊদ্দিন বলেছেন: কি রাজসোহান ভাই ? আছেন কেমন ??
লেখা ভালো লাগছে যদিও সময় লাগছে অনেক ...
নতুন লেখা কই ৎৎ
১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:৪৬
রাজসোহান বলেছেন: মাথায় কিচ্ছু নাই
৬৮| ১২ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৩০
করবি বলেছেন: লিখিতে থাকেন রাজা সাহেব
উত্তম অতি উত্তম
কি আর বলিব.....
একটু দেরী হইয়া গেল
১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:৫১
রাজসোহান বলেছেন: আপনি অনেক দিন আমার ব্লগে আসেন না
৬৯| ১২ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৮
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: রচনা মন্দ হইয়াছে বলা যাইবেনা। ভাষাটা চোখে পড়ে... ইদানিংকার ছেলেপুলে এই ভাষার চর্চা করেনা বলিয়াই হয়তোবা।
১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:৫৩
রাজসোহান বলেছেন: ঠিকই বলিয়াছেন বটে
৭০| ১৩ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৫২
প্রাকৃত বলেছেন: ভ্রাতঃ আপনার এই গদ্যখানা আমাকে অতীতের স্মৃতি পাঠে বাধ্য করিল। আপনার হাত আছে বটেক।
যদিও অধমের মনে প্রশ্ন জাগে আপনার অনুভূতি নিয়ে। কোথায় যেন এক বিপরীত স্রোত খেলা করিতেছে।
যাই হোক আমরা সবসময়ই আড়াল পছন্দ করি।এবং আমাদের মানব জন্মের বেশিরভাগ সময়ই কাটিয়া যায় মুখোশ পরিয়া।
১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:৫৫
রাজসোহান বলেছেন: ইহা নিছকই একটা গল্প বই আর কিছু নহে
৭১| ১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:০৩
সোমহেপি বলেছেন: সাধু ভাষায় হইলেও ইহাতে পিচ্ছল ইকটা ভাব রহিয়াছে তাই আমার নামিতে বিলম্ব হয় নাই।
সুখপাঠ্য
১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:০৬
রাজসোহান বলেছেন: ধন্যবাদের সহিত গৃহীত হইল
৭২| ১৩ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৯
বাবুনি সুপ্তি বলেছেন: লেখাটা এত সুন্দর হয়েছে কিন্তু পড়ে আমার অনুভূতি বুঝিয়ে বলার মত ভাষা আমার কাছে নেই। আর আমার মত বাচ্চা ব্লগার এর মন্তব্য এই লেখাটার কথাকে হয়ত ঠিক মত বোঝাতে পারবে না। অনেক ভাল লেগেছে ভাইয়া।
১৩ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২২
রাজসোহান বলেছেন: বাচ্চারা বড়দের মইধ্যে আইসতে হয় না, খুকিনি যাও যাও খেলা কর গিয়ে
১৩ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৪
রাজসোহান বলেছেন: আমি নিজেই এক পিচ্চি আবার আর এক পিচ্চিরে কই ,
৭৩| ১৩ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:০১
বাবুনি সুপ্তি বলেছেন: লেখাটা এত সুন্দর হয়েছে কিন্তু পড়ে আমার অনুভূতি বুঝিয়ে বলার মত ভাষা আমার কাছে নেই। আর আমার মত বাচ্চা ব্লগার এর মন্তব্য এই লেখাটার কথাকে হয়ত ঠিক মত বোঝাতে পারবে না। অনেক ভাল লেগেছে ভাইয়া।
১৩ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৩
রাজসোহান বলেছেন: জমজ কমেন্ট
৭৪| ১৩ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩২
হিমু ব্রাউন বলেছেন: ফাহাদ চৌধুরী বলেছেন: তাহার চোখের পলকের ওঠানামাটাকে মনে হইতেছে কোন ফুলের কলি ধীরে ধীরে ফুটিতেছে।
হাল আমোলের রবিন্দ্রনাথের আবির্ভাব প্রত্যক্ষ করিতেছি ।
ভাল হৈসে সোহান ।
১৩ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩৭
রাজসোহান বলেছেন: রবিন্দ্রনাথ বানান ভুল
৭৫| ১৩ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪২
দূর্ভাষী বলেছেন: শিউলি সোহানের কাছে ফিরে আসুক সাড়ে সাত মিনিটের মধ্যে
১৩ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪৪
রাজসোহান বলেছেন:
:!> :#>
৭৬| ১৩ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৫৫
বাবুনি সুপ্তি বলেছেন: মন্তব্য লেখার পর দেখি যাচ্ছে না! তারপর রেগে রিফ্রেস দেই তারপর যাবে, এর পর দেখা যায় মন্তব্য দুইবার হয়ে গেছে! কখনও কখনও আরও অনেক বার হয় মানে রেগে যত বার রিফ্রেস দেই ততবার!
১৩ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৫৯
রাজসোহান বলেছেন: ভালো ভালো,এইডা এন সব সময় হয়
আমার হিট বাড়ব তাইলে
৭৭| ১৩ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৯
সোমহেপি বলেছেন: আমার ঘরে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি
১৩ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
রাজসোহান বলেছেন: উখে
৭৮| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৩০
জামাল ঊদ্দিন বলেছেন: শুভ নববর্ষ
অ.ট. একটা প্রশ্নের উত্তর দেন তো দেখি ... কতবার "শুভ নববর্ষ" উইশ পেলে বছর আসলেই শুভ হয় ?
১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৩৫
রাজসোহান বলেছেন: এ্যাঁ, এই প্রশ্ন তো আগে শুনি নাই
কতবার? ৭ বার? লাকি সেভেন বলে? নতুবা ৩ বার, মহাশক্তিধর সংখ্যা বলে?
৭৯| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪৯
সায়েম মুন বলেছেন:
সাতটি বছর পরে এক বধূ দেখা বিকেলে
পড়ন্ত রবির ছটা পড়ে শিউলী আর বকুলে
বকুল কে ছাপিয়ে শিউলী কে নিলাম তুলে
সযতনে মালা গেঁথে পরে নিলাম মোর গলে
১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৫২
রাজসোহান বলেছেন: বাহ দারুন তো কবিতাটা
৮০| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৫৭
নৈশচারী বলেছেন: ঘটনা কি? বুলাইসো নাকি?
১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০১
রাজসোহান বলেছেন: একটু হিট বাড়াইলাম আর কি
৮১| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৮
জামাল ঊদ্দিন বলেছেন: আমি জানিনা
১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৮
রাজসোহান বলেছেন:
৮২| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০৭
নৈশচারী বলেছেন: পাজি পোলা !!!
যাও এখন আমার হিট বাড়াও গিয়ে !! গিভ এন্ড ঠেক!!
১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১০:২১
রাজসোহান বলেছেন: উখে, ঘিভ এন্ড ঠেক!! দিয়া আইছি
৮৩| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৩৩
বোহেমিয়ান কথকতা বলেছেন: কি হে?!! লেখা কুতায়?
১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৭
রাজসোহান বলেছেন: মাথায় কিচ্ছু নাই (
(
(
৮৪| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৮
কালীদাস বলেছেন: শুভ নববর্ষ, রাজসোহান! নতুন বছর আনন্দময় হোক!
১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০১
রাজসোহান বলেছেন:
১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০২
রাজসোহান বলেছেন: কালীদাস বলেছেন: শুভ নববর্ষ, রাজসোহান! নতুন বছর আনন্দময় হোক!
৮৫| ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০৯
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: গতকাইল যে কমেন্ট দিলাম!!
আমার কমেন্টটা কই গ্যালো??
১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১:০৫
রাজসোহান বলেছেন: কিতা কন?
আমি তো পাই নাই
৮৬| ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪০
প্রতীক্ষা বলেছেন: আরেক বার পড়লাম!! অসাধারণ!
১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১:১৮
রাজসোহান বলেছেন: থ্যাংকুস থ্যাংকুস
৮৭| ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১:১৭
রাজিব খান০০৭ বলেছেন: আমিই শুধু ছ্যাকা খায়। দুরররররররররররররর
১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১:২০
রাজসোহান বলেছেন: দুরররররররররররররর
৮৮| ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১:২৭
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: নো প্রব্লেম......আগেরটা আসে নাই ত কি হইছে!
আবার কমেন্ট দিমু, সামুর বাগ(শিওর না) রে চ্যালেঞ্জ দিতেছি......দেখি কমেন্ট কই যায়!?
রাজসোহান ভাই, এমুন কইরে রোম্যান্টিক লেখা দ্যান ক্যান? আমি পড়ে স্যাড হয়ে গেছি, আমার লাইফের একমাত্র স্বল্পদৈর্ঘ্যের পিরিতি আর পূর্ণদৈর্ঘ্যের ছ্যাঁক - বিষয়ক স্মৃতি মনে পড়তেছে।
আগে টের পাইলে ত মাইনাস দিয়া দিতাম। তখন লেখা ভালো পায়ে মনের আনন্দে প্লাস দিছি.........
১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪৫
রাজসোহান বলেছেন: সামুর বাগ চ্যালেঞ্জে হাইরা গেছে
স্বল্পদৈর্ঘ্যের পিরিতি আর পূর্ণদৈর্ঘ্যের ছ্যাঁক -
আমার তো স্বল্পদৈর্ঘ্যের পিরিতিও নাই
একখান ব্যাবস্থা করেন দিকিনি
৮৯| ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫১
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
এঁ হেঁ......এত সহজ না। আগে নিজেরটা ঠিক করি, তারপর আপ্নের ঘটকালি করুম নে......
১৪ ই এপ্রিল, ২০১০ রাত ২:০১
রাজসোহান বলেছেন: তাইলে দেইখ্যা শুইন্যা কইরেন,আপনের ভাবীর লগে শালী ফ্রী পাইলে মন্দ হইত না
৯০| ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ২:৪৫
সাগর রহমান বলেছেন:
আরে ভালো হয়েছে তো?
অ:ট: শুভ নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০১০ রাত ২:৫৬
রাজসোহান বলেছেন: শুভ নববর্ষ।
৯১| ১৪ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:৫৩
করবি বলেছেন:
শুভ নববর্ষ রাজা সাহেব
ভালো থাকুন সব সময় সব কিছুতে......
১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:০৮
রাজসোহান বলেছেন: শুভ নববর্ষ
৯২| ১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:৪৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: খুব ভালো লাগলো।
শুভ নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:৫৯
রাজসোহান বলেছেন: শুভ নববর্ষ
৯৩| ১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:০৩
অসময়ের আমি বলেছেন: লাস্ট পেলাচ.......।
১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:২৭
রাজসোহান বলেছেন: কস কি রে মমিন? আর পেলাস আইব না ?
৯৪| ১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:১৪
ছোট সরকার বলেছেন: এই লন=++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:২৭
রাজসোহান বলেছেন: উখে, থ্যংকুস
৯৫| ১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:১৪
ছোট সরকার বলেছেন: এই লন=++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:২৮
রাজসোহান বলেছেন: জমজ কমেন্ট
৯৬| ১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:১৪
ছোট সরকার বলেছেন: এই লন=++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:২৯
রাজসোহান বলেছেন: আরে আরে কত্ত পেলাস রে
৯৭| ১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৯
অসময়ের আমি বলেছেন: প্লাসের বন্যায়
ভেসে যাক রাজসোহান ভাইয়ায়
১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৫২
রাজসোহান বলেছেন: হ হ শুধু বন্যা কেন? এক্কেবারে প্লাসের সাইক্লোনে ভাইসা যাইতে মন চায়
৯৮| ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৮
অতিথি পাখি বলেছেন: ও শিউলী ও শিউলী তুমি কুতায়??
১৪ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১৬
রাজসোহান বলেছেন: ভুখের জমানো ব্যাতা
৯৯| ১৬ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:৫৮
টেকনলজী বলেছেন: বাহ, তুমি তো দিন দিন লেখক হইয়া যাইতেছ
১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:১৮
রাজসোহান বলেছেন: থ্যাংকুস
১০০| ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:৩৫
শ্রাবণ এর বৃষ্টি বলেছেন: গল্পটা দেরীতে পরলাম তাই প্লাস পিছনে পরে যাচ্ছে, তবে ভাল লেগেছে .........। ৪০তম + .........
ভাষার বিষয়ে সবাই অনেক বলে ফেলেছে তাই এটা তুললাম না ... ... ... ... অনেক শুভেচ্ছা .......
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪৫
রাজসোহান বলেছেন: হাহাহাহ ধন্যবাদ
১০১| ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪৬
মিআমি বলেছেন:
আমি ওয়েল
তুমি ?
ভাল হয়েছে...................
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫১
রাজসোহান বলেছেন: আমিও ওয়েল
১০২| ১৯ শে এপ্রিল, ২০১০ ভোর ৬:১৬
ছন্দ্বহীন বলেছেন: আপনার বাড়ি প্রায় আসি কিন্তু এই লেখাটা পড়া হয়নি পুড়াটা, আজ পড়লাম। একটা বিশাল লিস্টটে আমার নিক দেখলাম........মাইনাস দিয়েছি কি না জানতে চেয়েছেন।
আমি নিজে ছন্দহীন বলে ছন্দময় সবকিছুতে আমি স্বপ্নের ছোঁয়া খুঁজে পাই......... তো মাইনাস দেবার প্রশ্নই আসে না। আর যদি আপনাকে সত্যিই মাইনাস দেবার হতো তাও আবার এত সুন্দর একটা লেখাতে তবে মন্তব্য করেই দিতাম............
যাইহোক এত সুন্দর লিখার জন্য আপনারে হিংসা!
তবে সাধু....একটু কঠিন লাগে..শিক্ষার অভাবটা জেগে ওঠে...
এই পোষ্টুতে আপনারে দুইটা পিলাচ.একটা অদৃশ্য সেইটা লিখাটার জন্য..
আর একটা আগে যে মাইনাস দেইনি সেইটা প্রমাণে, এইটা কিন্তু দেখা যাবে তা মিলিয়ে নিন।
সবশেষে ভাল থাকবেন......আর আরো ভাল লিখবেন..শুভকামনা!!
১৯ শে এপ্রিল, ২০১০ ভোর ৬:৩৩
রাজসোহান বলেছেন: আরের এত বড় কমেন্ট?
এত সুন্দর কমেন্টের জন্য আপনেরে হিংসা !
১০৩| ১৯ শে এপ্রিল, ২০১০ ভোর ৬:২০
ছন্দ্বহীন বলেছেন: ৪১ তম মাইনাস..ধুঁৎতুড়ি, পিলাচ!!
১৯ শে এপ্রিল, ২০১০ ভোর ৬:৩৬
রাজসোহান বলেছেন: লগে আর একখান কমেন্ট
১০৪| ০৩ রা মে, ২০১০ সকাল ১১:৫১
িঠকানা বলেছেন: আপনার ব্লগে সচরাচর আশা হয়ে উঠে না, আজ ভাবছি কি মিসই না করেছি । অসম্ভব রকম ভাল লেখেন আপনি। লিখে জান ....।
ধন্যবাদ ভাল লেখার জন্য এবং +++
০৩ রা মে, ২০১০ দুপুর ১২:০৭
রাজসোহান বলেছেন: লেখার উচ্ছসিত প্রংশসা করার জন্য অনেক থ্যাংকু
১০৫| ০৩ রা মে, ২০১০ দুপুর ১২:০৩
অরুদ্ধ সকাল বলেছেন:
তোমার লেখায় মাইনাস দিছে কে ???
০৩ রা মে, ২০১০ দুপুর ১২:১২
রাজসোহান বলেছেন: কইতে পারি না। আমি দেই নাই এইটা শিওর
১০৬| ০৪ ঠা মে, ২০১০ বিকাল ৪:৩৯
পারভেজ বলেছেন: ++
রম্য লেখালেখি ভালোই হবে
০৪ ঠা মে, ২০১০ বিকাল ৪:৪৫
রাজসোহান বলেছেন: খিক্স
১০৭| ০৯ ই মে, ২০১০ বিকাল ৪:২৭
মুহসিন বলেছেন: কেন অপেক্ষা করিতে হইবে? সে যে আপনা আসিয়া ধরা দিয়া গিয়াছে! তাহার হাসিতে আজ শত পদ্মরেণু প্রস্ফুটিত হইয়া উঠিয়াছে, কথা বলিবার সময় ঐ তাহার দন্তকুমুদিনীর শোভা শতরূপে বিকশিত হইতেছে!
দেখ, সে কাহাকে জানি কানাকানি করিয়া আমার দিকে আড় চোখে তাকাইয়া হাসিয়া উঠিল। সে কি হঠাৎ দন্তে বামহস্তের কনে অঙ্গুলিটি দিয়ে মুচকি মুচকি হাসিতেছিল? আমার চোখে বিভ্রম লাগিয়া গিয়াছে।
রবীন্দ্রনাথ আমার মনের ভিতর নাড়াচাড়া দিয়া উঠিল, মনে মনে বলিলাম, আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম।-- আমি আমার জন্মানতরের সাধনার ধন পাইয়া গিয়াছি!
ছাত্রজীবনে কতবার এই পাইবার সংকল্প করিয়াছি, আজি সুমুখে আমার সুহাসিনী নায়িকাকে দেখিয়া সব তালগোল পাকাইয়া ফেলিলাম। আমারও কি পাত্রদলের সহিত আবার সুদূর ঢাকা নগরীতে বিমর্ষচিত্তে প্রত্যাবর্তন করিতে হইবে?
না, আমি আরেকবারের মতো ইহার হাসিটি প্রাণভরে দেখিয়া লইব, যাহাকে সাড়ে সাত বছর পরে দেখিবার সৌভাগ্য লাভ করিতেছি, তাহাকে আরো সাড়ে সাত বছর পরে দেখিতে পাইবো সে আশা করিনা।
অদ্যই যাহাহোক, একটা ব্যবস্থা করিয়া যাইতে হইবে। অন্ততঃ তাহার সখীকুলের সহিত পরিচয় করিয়া যাই, কে জানে ইহাই আমার মহাকালকে এইখানে ধরিয়া রাখিবার প্রয়াসকে কিঞ্চিৎ সার্থক করিবে!
০৯ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪০
রাজসোহান বলেছেন: অসাধারণ , আমি মুগ্ধ , এই মন্তব্যকে বাধাই করে রাখলাম হৃদয়ে .
১০৮| ১৩ ই জুন, ২০১০ বিকাল ৫:৩৫
ফেরদৌসী বলেছেন: সাত বছর অপেক্ষা!
সবুরে মেওয়া ফলে,কিন্তু অতি সবুরে মেওয়া পঁচিয়া যায় :> :> :> :> :> :> :> :> :>
১৩ ই জুন, ২০১০ রাত ৯:৫৪
রাজসোহান বলেছেন: আপনে একটু দয়া করিয়া অপেক্ষার প্রহর কমিয়া আনার ব্যাবস্থা করেন
১০৯| ২৮ শে জুন, ২০১০ রাত ৯:০৫
হানিফ রাশেদীন বলেছেন: কী বলবো! আপনি লিখেছেন! আমি বিস্ময়াভিভূত! গল্পটিরর কোথাও কোনো ফাঁক নেই, আমার কাছে মনে হয়েছে। ইদানীং আমার মনে হচ্ছে যে, ব্লগে এতো সময় দেয়া ঠিক হচ্ছে না, অর্থহীন। তবে এরকম লেখা পেলে, চিন্তার বোঝাপড়া থাকলে সময় দেয়া যেতেই পারে, কিন্তু দেখা যাচ্ছে, সোহান, সোহান ভাই, তা দুর্লভ।
সাধু ভাষায় কেনো লিখেছে, তা আপনিই জানেন, তবে আমার মনে হয় চলতি ভায়াই উত্তম। সাধু ভাষার লেখকদের ভায়া আপনি ফলো করতে পারেন, কিন্তু, ফলো করে নিজের মত করে লিখবেন। এখানে, আমি ভেবে পাই না, এমন করে আপনি লিখলেন কীভাবে, একটি বিয়য়কে আপনি ঘুরিযে ঘুরিয়ে বিভিন্ন ভাবে বলেছেন, কোথাও ঝুলে পড়ে নি; এবং পুরো লেখাটাই পড়ার সময় মনোযোগ সরে যায় নি, বরং মনে হয়েছে আরো ধীর গতিতে পড়ি, দেখি তো কী বলা হচ্ছে, এটি অনেক বড় ব্যাপার।
এ-গল্পে আপনাদের মজার লেখার মত কোনো বাক্য / লাইন ঝলমল করে না, আমরা ভেসে যাই না ও পড়ার সাথে সাথেই হাওয়ায় মিলিয়ে যায় না। এ-গল্পে প্রতিটি লাইন সহজধারায় বয়ে চলা, সুন্দর; আমাদের প্রাণ আন্দোলিত করে তোলে, আমাদের চিন্তার স্তর পরিচ্ছন্ন করে, পরিণত করে, আমরা বুঝতে শিখি।
লেখার বিষয় নিয়ে কিছু বললাম না, কথা দিলাম, এরকম লেখা পেলে, পর্ব আকারে বিশাল কমেন্ট হবে।
আপনি যখন এমন লিখছেন, আপনার মজার লেখায় কিন্তু আমার আর আগ্রহ থাকবে না।
২৯ শে জুন, ২০১০ রাত ১২:৫০
রাজসোহান বলেছেন: ধন্যবাদ রাশেদীন ভাই পড়ার জন্য , আসলে হয় কি এই ফ্লো টা সব সময় আসে না
১১০| ২৯ শে জুন, ২০১০ রাত ২:০৩
হানিফ রাশেদীন বলেছেন: হা হা হা... ''এই ফ্লো টা সব সময় আসে না'' মানে! আসার তো কথাও নয়, আসবে না। এর জন্যে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়, অনেক কাটাকাটি ও পরিবর্তনের মধ্য দিয়ে একটা লেখা দাঁড়ায়। আপনি হয়তো জানলে অবাক হবেন, একটা লেখার পেছনে আমার ক-তো সময় যায় এবং কেমন করে লেখা হয়, এটি এক নিরন্তন ধারাবাহিক প্রবাহ। এর সাথে আমরা কী পড়ছি তা গুরুত্ত্বপূর্ণ, এবং কীসের মধ্য দিয়ে প্রতিদিন আমাদের যাপিত জীবন কাটে।
...... এই তো, ভালো থাকবেন সোহান।
২৯ শে জুন, ২০১০ রাত ৩:৪৯
রাজসোহান বলেছেন: কি বলেন ? আমি তো সব লেখা এক বসাতে লিখি
১১১| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৯
মিরাজ is বলেছেন: আপেক্ষা এবং আক্ষেপ নিয়েই জীবন । নতুন করে মন খারাপ হবে জানি তারপরও শুভকামনা ।
ভাল থাকুন প্রতিনিয়ত ।
১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩১
রাজসোহান বলেছেন: মাঝে মৈধ্যে পুরান পোস্টে ঠেলা পাইতে ভাল্লাগে
১১২| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫০
মিরাজ is বলেছেন: ঠেলা ।
১১ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:১১
রাজসোহান বলেছেন: যামু মেলা !
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:৫৩
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: "শিউলি পাতায় ছু্য়েছি শিশির, হাত বারিয়ে নিবো,
ধরতে গেলে যায় ঝরে যায়, কেমনে তোমায় দিবো,
হাত বারিয়ে থাকো তুমি, হাত বারিয়ে থাকো
আমার যত দুঃখ শিশির, তোমার কাছে রাখো..." +++++++