নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠকের মুগ্ধতাই আমার লেখার প্রেরণা, সত্য প্রচার আমার লেখার উদ্দেশ্য আর মিথ্যাকে বিনাশ করে দিকেদিগন্তে সত্যের আলোকচ্ছটার বিচ্ছুরণই আমার লেখার চূড়ান্ত লক্ষ্য।

বিদ্রহীসূত

রাকীব আল হাসান, সহকারী সাহিত্য সম্পাদক, দৈনিক বজ্রশক্তি।

বিদ্রহীসূত › বিস্তারিত পোস্টঃ

আর কত অপেক্ষা?

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

ব্লগ লেখা শুরু করেছি দু'সপ্তাহ হোল। এর মধ্যে ছয়টি পোস্ট দিয়েছি। লেখতে খুব বেশি উৎসাহ পাচ্ছি না। সেজে কী লাভ, যদি দেখার কেউ না থাকে? গান গাইব কার জন্য, যদি শ্রতাই না থাকে? হয়ত ফুলই ফুটত না, যদি ওলি না থাকত। আমি শুধু লিখছি, পড়ার কেউ নেই, তাই তো নিরুৎসাহিত হয়ে মাঝে মাঝে লিখতে ইচ্ছা হচ্ছে না। আবার অন্যের লেখা পড়ে একটা কমান্ট করব সেটাও পারছি না, কারণ কমান্ট লেখার পারমিশনটাও পায় নি। না পারছি লিখতে, না পারছি পড়তে। হয়ত এই লেখাটাও কেউ পড়বে না, তবুও লিখছি। আমার আনাড়ি হাতের বিরক্তিকর লেখা পড়ে কারো মূল্যবান সময় বিণামূল্যে উৎসর্গ করতে অনুরোধ করব না, কিন্তু অন্যের লেখা পড়ে যদি আমি আমার মন্তব্যটুকুও লিখতে না পারি তবে নিশ্চয় ব্লগপাড়ায় আনাগোনা করতে খুব বেশি উৎসাহ বোধকরার কথা নয়, তবুও সেই ক্ষণটার অপেক্ষা করছি, যখন অন্যের লেখা পড়ে কমেন্ট করতে পারব আর আমার এই দুর্বল হাতের লেখা পড়ে লোকে আমায় সাজেস্ট করবে কিভাবে ভাল লেখা যায়। কিন্তু আর কত অপেক্ষা, কী করলে সেই ক্ষণটি আসবে, আর অপেক্ষা করতে হবে না, কেউ জানলে জানায়েন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৫

খেয়া ঘাট বলেছেন: প্রথম পাতায় এক ব্লগের লিংক থেকে আপনার এখানে আসলাম।
আপনার কষ্ট অনুভব করতে পারছি। কিন্তু কিছু করতে পারছিনা। খারাপ লাগছে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

বিদ্রহীসূত বলেছেন: আমার ব্যথায় ব্যথিত হবার জন্য সমব্যথি হৃদয়ে অশ্রুস্নাত কিছু ব্যথা দিলাম তোমায় উপহার। নাহি যে কিছু মোর কাছে, দু'নয়নে শুধু দু'ফোটা অশ্রু আছে।

মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

ডরোথী সুমী বলেছেন: ধৈর্য্য ধরুন। লিখতে থাকুন। মন্তব্য করার অনুমতি পেয়ে গেলেই মন ভাল হয়ে যাবে। আপনার জন্য শুভ কামনা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রহীসূত বলেছেন: অনুপ্রেরণার জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.