নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠকের মুগ্ধতাই আমার লেখার প্রেরণা, সত্য প্রচার আমার লেখার উদ্দেশ্য আর মিথ্যাকে বিনাশ করে দিকেদিগন্তে সত্যের আলোকচ্ছটার বিচ্ছুরণই আমার লেখার চূড়ান্ত লক্ষ্য।

বিদ্রহীসূত

রাকীব আল হাসান, সহকারী সাহিত্য সম্পাদক, দৈনিক বজ্রশক্তি।

বিদ্রহীসূত › বিস্তারিত পোস্টঃ

সঙ্গত প্রশ্ন-

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৩



বলা হয়ে থাকে- শুধুমাত্র মুসলিমরাই জান্নাতে যাবে। হিন্দু, খ্রিষ্টান, ইহুদি, বৌদ্ধ, শিখ, জরুথ্রুষ্টিয়ান (পারস্যিক অগ্নিপূজারী), জৈন ইত্যাদি সকল ধর্মের লোক জাহান্নামে যাবে সে যত ভালো কাজই করুক।

সঙ্গত প্রশ্ন-

১- তবে কি জান্নাত কর্ম দ্বারা নির্ধারিত হবে না, জন্ম দ্বারা নির্ধারিত হবে?

২- যে লোকটি ছোটবেলা থেকে হাজার হাজারবার শুনে আসছে যে, হিন্দু ধর্মই সঠিক, খ্রিষ্টান ধর্মই সঠিক..... ইত্যাদি সে কীভাবে বুঝবে যে ইসলাম ধর্মই আসলে সঠিক? সে তো মুসলিমদেরকে দেখছে নিজেরা নিজেরা দ্বন্দ্ব-কলহে লিপ্ত একটা জাতি হিসাবে, বোমাবাজ-সন্ত্রাসী হিসাবে, জঙ্গি হিসাবে, অন্য সকল জাতির দ্বারা তিরস্কৃত, অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত একটা জাতি হিসাবে, তাহলে কীভাবে সে এই সিদ্ধান্তে উপনীত হবে যে- ইসলামই সঠিক ধর্ম?

৩- কেউ বলতে পারেন যে, জান্নাত নির্ধারিত হয় আমল দ্বারা, সওয়াব বা নেকি দ্বারা। সেক্ষেত্রে প্রশ্ন হলো- কত সওয়াব কামাতে পারলে জান্নাতে যাওয়া যাবে? (মুসলিম তো নিশ্চয় হতে হবে, হিন্দু মানুষ তো আর সওয়াব দিয়ে জান্নাত যেতে পারবে না?


এ বিষয়ে আমার মতামত নিচের এই লেখাটিতে তুলে ধরেছি-

http://www.somewhereinblog.net/blog/rblee/30228100

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


ধর্ম বইগুলো অনুসারে, প্রত্যেক ধর্মের সৃষ্টিকর্তা বেহেশত ও জাহান্নাম সৃষ্টি করেছেন; ফলে, অন্যেরা মুসলমানদের জন্য নির্ধারিত বেহেশতে, বা জাহান্মামে যাবেন কেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

বিদ্রহীসূত বলেছেন: মোল্লাহদের ভাষ্য অনুযায়ী তো বিধর্মী ও নাস্তিকরা আল্লাহর তৈরি জাহান্নামে যাবে আর সহিহ মুসলিমরা যাবে জান্নাতে আবার একইভাবে হিন্দু পুরোহিতদের ভাষ্য অনুযায়ী তারাই যাবে স্বর্গে আর অন্যদেরকে দিয়ে নরক পূর্ণ করা হবে।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২১

নাদিয়া রহমান চুমকি বলেছেন: চাঁদগাজী ভাই! আপনার একটা প্রশ্নই ওনার সকল প্রশ্নের জবাব হয়ে গেছে। ধন্যবাদ এমন জ্ঞান সম্পন্ন প্রশ্ন করার জন্য।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

বিদ্রহীসূত বলেছেন: প্রশ্নগুলো আবার পড়েন, সব উত্তর হয়নি, বাকিগুলো আপনি দেবার চেষ্টা করতে পারেন।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

বনসাই বলেছেন: ক্যাচাল পোস্ট শুরুতেই বোল্ড আউট করে দিলেন গাজী ভাই। =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

বিদ্রহীসূত বলেছেন: আসলেই ক্যাচাল পোস্ট.।:)

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

শুজা উদ্দিন বলেছেন: অধ্যয়নেই সমাধান।
আপনি মানুষের বানানো মুখের বুলি আর হলুদ সাংবাদিকতা দিয়ে ইসলামকে জানতে যাচ্ছেন কেন?
আপনার লক্ষ্য যদি -সত্য প্রচার আমার লেখার উদ্দেশ্য আর মিথ্যাকে বিনাশ করে দিকেদিগন্তে সত্যের আলোকচ্ছটার বিচ্ছুরণই- হয়ে থাকে তাহলে আপনার উচিৎ নয় এসব সত্য মিথ্যাকে পুরোপুরি না জেনে প্রচার বা বিনাশ করা। পরে পস্তাতে হবে, কেননা মানুষ মাত্রেই ভুল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২১

বিদ্রহীসূত বলেছেন: আপনার মন্তব্য ভালো লেগেছে। ধন্যবাদ। আমি আসলে এই পোস্টে কেবল কিছু প্রশ্ন উত্থাপন করেছিলাম যা মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। আমার কোনো মতামত দেইনি। আমার মতামত পাবেন এই লিংকে। এই প্রশ্নগুলোর উত্তর দিতেই এই পোস্টটি করলাম এখন।

http://www.somewhereinblog.net/blog/rblee/30228100

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

দার্শনিকের ভুত বলেছেন: ৩।।
বলা হয়ে থাকে, মানুষ জান্নাতে যাবে সওয়াব বা নেকির ভিত্তিতে। কিন্তু মানুষ আসলে নেকির ভিত্তিতে জান্নতে যাবে না, জান্নাতে যাবে মহান আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে । আল্লাহ যাঁর উপর সন্তুষ্ট তাঁর নেকি যদি কমও হয়, তবুও তিনি জান্নাতে যাবেন। আর আল্লাহ যদি কারো উপর অসন্তুষ্ট থাকেন, সে যত নেকিই করুক, জান্নাতে তার জায়গা হবে না।
হাদীসে একটা ঘটনা আছে যে, এক পতিতা মহিলা শুধুমাত্র এক পিপাসার্ত কুকুরকে পানি খাইয়ে জান্নাতে গেছেন, কারণ আল্লাহ তাঁর উপর সন্তুষ্ট হয়েছিলেন। আরেকটি ঘটনা আছে, এক লোক অনেক ইবাদত-বন্দেগি করেছিল। তবুও সে জাহান্নামে গেছেন,কারণ পিতামাতার সাথে আসদাচরণের জন্য আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছিলেন।

২।।
রাসূল (সাঃ) এর মৃত্যুর মধ্য দিয়ে নবুয়তের ধারা বন্ধ হয়ে গেছে। নবুয়তের প্রধান কাজ, আল্লাহর দ্বীনের তথ্য মানুষের কাছে পৌঁছানো, মানুষকে এক আল্লাহর কথা বলা, জান্নাত-জাহান্নামের কথা বলা, আখিরাতের কথা বলা, একদিন এই পৃথীবী ধ্বংস হয়ে, আবার আমাদের পুনরুত্থান হবে, আর আল্লাহ তখন আমাদের ভাল খারাপ কাজের বিচার করবেন। আল্লাহ যাঁর উপর সন্তুষ্ট হবেন তিনি জান্নাতে যাবেন, আর আল্লাহ যদি কারো উপর অসন্তুষ্ট থাকেন, সে যত নেকিই করুক, জান্নাতে তার জায়গা হবে না।
যেহেতু আর কোন নবী দুনিয়াতে আসবেন না, সেহেতু এই দায়িত্ব রাসূল সাঃ আমাদের উপর দিয়েছেন। কোন অমুসলিম যদি ইস্লামের দাওয়াত না পায়, তবে সে দায় তার আশেপাশের মুসলমানদের নিতে হবে।
তাই তাদেরকে ইসলামের সঠিক ব্যাখ্যা জানানো মুসলমানমান দের দায়িত্ব।

১।।
অবশ্যই জান্নাত কর্ম আর বিশ্বাস দিয়ে নির্ধা‌রণ হবে। কেউ যে ঘরেই জন্ম নিক, আমল (কর্ম) আর ঈমান (আল্লাহর উপর বিশ্বাস) যদি না থাকে আল্লাহ তাকে মাফ করবেন না । আর কেউ যদি অমুসলিম ঘরে জন্ম নিয়েও আল্লাহর উপর ঈমান আনেন আর সৎ কাজ করেন, আল্লাহ তাকে মাফ করবেন আশা করা যায়।
এখন প্রশ্ন হল, আল্লাহ সন্তুষ্ট হন কিসে?
কি করলে আল্লাহ সন্তুষ্ট হন তা কুরআন-হাদীসে বিস্তারিত বলা আছে।

আশা করি, আপনার প্রশ্নের কিছু উত্তর দিতে পেরেছি ।
আপনি যদি আরো বিস্তারিত জানতে চান, তবে কোন ভাল আলেম কে জিজ্ঞেস করতে পারেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

বিদ্রহীসূত বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আসলে আমি এই পোস্টে কেবল এমন কিছু প্রশ্ন উত্থাপন করেছিলাম যা মানুষের মুখে মুখে উড়ে বেড়ায়। এ ব্যাপারে আমার মতামত পাবেন এই লিংকে। এর উত্তর দিতেই এই পোস্টটি এখন করলাম।

http://www.somewhereinblog.net/blog/rblee/30228100

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

শুজা উদ্দিন বলেছেন: বিস্তারিত জানতে পড়ুন - নবী মুহাম্মদ সাঃ এর উপর অবতারিত সর্বাধিক পঠিত গ্রন্থ আল-কুরআন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

বিদ্রহীসূত বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আসলে আমি এই পোস্টে কেবল এমন কিছু প্রশ্ন উত্থাপন করেছিলাম যা মানুষের মুখে মুখে উড়ে বেড়ায়। এ ব্যাপারে আমার মতামত পাবেন এই লিংকে। এর উত্তর দিতেই এই পোস্টটি এখন করলাম।

http://www.somewhereinblog.net/blog/rblee/30228100

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনি কি বেহেশতে যাচ্ছেন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৪

বিদ্রহীসূত বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আসলে আমি এই পোস্টে কেবল এমন কিছু প্রশ্ন উত্থাপন করেছিলাম যা মানুষের মুখে মুখে উড়ে বেড়ায়। এ ব্যাপারে আমার মতামত পাবেন এই লিংকে। এর উত্তর দিতেই এই পোস্টটি এখন করলাম।

http://www.somewhereinblog.net/blog/rblee/30228100

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৫

নতুন বলেছেন: চাদগাজী ভাই উত্তর পছন্দ হইছে।

বেশির ভাগ ধমেরই স্বগ` নরক আছে.... তাই সেই ধমের অনুসারীরা ঐ খানেই যাবে...

তাই অন্য ধমের মানুষেরা ইসলামে বনি`ত স্বগ` নরকের দরজাতে লাইনে দাড়াবেনা। :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৪

বিদ্রহীসূত বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আসলে আমি এই পোস্টে কেবল এমন কিছু প্রশ্ন উত্থাপন করেছিলাম যা মানুষের মুখে মুখে উড়ে বেড়ায়। এ ব্যাপারে আমার মতামত পাবেন এই লিংকে। এর উত্তর দিতেই এই পোস্টটি এখন করলাম।

http://www.somewhereinblog.net/blog/rblee/30228100

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৮

নিরাপদ দেশ চাই বলেছেন: সব ধর্মের অনুসারীরাই হেল ও হেভেন তত্ত্বে বিশ্বাশী।ভাল কাজ করলে হেভেন, খারাপ কাজ করলে হেল।এই জ্ঞানটুকুই কি যথেষ্ঠ নয়? আপনি যে ধর্মের অনুসারী সেই অনুযায়ী বিশ্বাস স্থাপন করুন।অন্যদেরটা নিয়ে মাথা ঘামাবার দরকার নাই। আর যদি ধর্মে বিশ্বাস না করতে চান তাহলেও সমস্যা নাই। আপনি সেই গোত্রেরই সম্ভবত।নিজের ব্যক্তিগত ধারনা নিজের মাঝেই রাখুন।ক্যচাল করে অসান্তি সৃষ্টি করা থেকে দূরে থাকুন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৫

বিদ্রহীসূত বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আসলে আমি এই পোস্টে কেবল এমন কিছু প্রশ্ন উত্থাপন করেছিলাম যা মানুষের মুখে মুখে উড়ে বেড়ায়। এ ব্যাপারে আমার মতামত পাবেন এই লিংকে। এর উত্তর দিতেই এই পোস্টটি এখন করলাম।

http://www.somewhereinblog.net/blog/rblee/30228100

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: লেখক কিন্তু সাবকন্সাস মাইন্ডে এক সৃষ্টিকর্তার ধারণাই পোষণ করলেন।
চাদগাজী ভাইয়ের উত্তর সেই প্যাটার্নের হয়নি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

বিদ্রহীসূত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আপনিই কেবল আমার পোস্টের উদ্দেশ্য বুঝতে পেরেছেন এবং ইতিবাচক মন্তব্য করেছেন।
আসলে আমি এই পোস্টে কেবল এমন কিছু প্রশ্ন উত্থাপন করেছিলাম যা মানুষের মুখে মুখে উড়ে বেড়ায়। এ ব্যাপারে আমার মতামত পাবেন এই লিংকে। এর উত্তর দিতেই এই পোস্টটি এখন করলাম।

http://www.somewhereinblog.net/blog/rblee/30228100

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২

আবু তালেব শেখ বলেছেন: দেখি বিজ্ঞ লোকেরা কি উঃ দেয় সেটাই দেখার অপেক্ষায়

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

বিদ্রহীসূত বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আসলে আমি এই পোস্টে কেবল এমন কিছু প্রশ্ন উত্থাপন করেছিলাম যা মানুষের মুখে মুখে উড়ে বেড়ায়। এ ব্যাপারে আমার মতামত পাবেন এই লিংকে। এর উত্তর দিতেই এই পোস্টটি এখন করলাম।

http://www.somewhereinblog.net/blog/rblee/30228100

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: আমি দোজকে যাবো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

বিদ্রহীসূত বলেছেন: এটা কি আপনার উপলব্ধি নাকি ইচ্ছা?

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১২

সৈয়দ ইসলাম বলেছেন: আমি আমার মায়ের সাথে সেখানে যাব যেখানে দুর্নীতি নেই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

বিদ্রহীসূত বলেছেন: যেতে তো সবাই চায় কিন্তু সেটা যে আগে গড়তে হবে, এজন্য কিছু নিঃস্বার্থ মানুষ লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.