নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠকের মুগ্ধতাই আমার লেখার প্রেরণা, সত্য প্রচার আমার লেখার উদ্দেশ্য আর মিথ্যাকে বিনাশ করে দিকেদিগন্তে সত্যের আলোকচ্ছটার বিচ্ছুরণই আমার লেখার চূড়ান্ত লক্ষ্য।

বিদ্রহীসূত

রাকীব আল হাসান, সহকারী সাহিত্য সম্পাদক, দৈনিক বজ্রশক্তি।

বিদ্রহীসূত › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়া কি এবার নির্বাচন করতে পারবেন?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ আদালত। এই মুহূর্তে খালেদা জিয়া কারাগারে। বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, তাদের নেত্রীকে নির্বাচন থেকে দূরে রাখতেই এ রায় দেওয়া হয়েছে।

রায়ের বিরুদ্ধে আপীল করা হলেও তার নিষ্পত্তির আগ পর্যন্ত খালেদা জিয়া একজন দন্ডপ্রাপ্ত আসামী হিসেবেই থাকবেন, আর দণ্ডপ্রাপ্ত আসামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তা ছাড়া এই মামলা বাদেও আরো চারটি দুর্নীতির মামলা লড়ে যেতে হবে খালেদা জিয়াকে। সেগুলো হলো- জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, নাইকো মামলা, গ্যাটকো মামলা ও বড় পুকুরিয়া কয়লা খনি মামলা। অবশ্য নাইকো, গ্যাটকো এবং বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় পুলিশ এখনও চার্জশিট দেয়নি। তবে এ মাসের ২৫ ও ২৬ তারিখে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার চূড়ান্ত সওয়াল জবাবের দিন ধার্য করা হয়েছে। তারপরই হয়তো বিচারক রায়ের দিন চূড়ান্ত করবেন।

দুর্নীতির এই পাঁচটি মামলা ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে আরো ৩১টি মামলা রয়েছে। এর মধ্যে ১১টি মামলা নাশকতার। সেইসাথে রয়েছে মানহানি এবং রাষ্ট্রদ্রোহের বেশ কিছু মামলা। ১৫ই আগস্টে তার জন্মদিনটি ভুয়া - এই অভিযোগেও একটি মামলা রয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে।

এই অবস্থায় এটা প্রায় বোঝাই যাচ্ছে যে, খালেদা জিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এ রায় যদি সরকারের ইচ্ছাতে হয়ে থাকে (বেশির ভাগ মানুষ সেটাই বিশ্বাস করছে) তাহলে আপীল করার পরেও তো তাদের ইচ্ছেতেই রায় হবে। তাছাড়া একটা মামলা থেকে অব্যহতি মিললেও অন্য মামলাতে আবার কারাদণ্ড দেওয়া হবে। খালেদা জিয়া যদি নির্বাচন করতে না পারে তাহলে বিএনপির নেতৃত্ব কে দেবে? এবারও কি তবে ৫ই জানুয়ারি নির্বাচনের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে?

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


উনি যদি ভোট করার সুযোগ পান, এতে ভালো হবে! যারা উনাকে ভোট দেবেন, তাদের বিরু্দ্ধে ব্যবস্হা নেয়াও সঠিক হবে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

বিদ্রহীসূত বলেছেন: সুযোগ পাবেন কি না, এ বিষয়ে আপনার কী মনে হয়?

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

শাহিন-৯৯ বলেছেন: সময় উত্তর বলে দিবে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

বিদ্রহীসূত বলেছেন: উত্তরের জন্য আমাদেরকে সময়ের দিকেই চেয়ে থাকতে হবে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


সুযোগ পাবার কথা নয়; তবে, উনাকে আরো শাস্তি দেয়ার জন্য, হাস্যস্পদ করার জন্য, উনাকে ভোট করতে দেয়া উচিত।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

বিদ্রহীসূত বলেছেন: :) :) :)

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

শাহ আজিজ বলেছেন: রাস্তায় ঘুরে এলাম । জেলে নেবার পর তার প্রতি মানুষের সহমর্মিতা বেড়েছে । বাঙ্গালিদের বিচিত্র স্বভাব বটে । আমার মনে হয় জেলে থাকলে দল আগামি নির্বাচনে বেশি আসন পাবে । এটি একটি কৌশল মাত্র ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

বিদ্রহীসূত বলেছেন: আসলে আমাদের দেশের রাজনীতিটা এমন হয়েছে যে, কোনো দলকে মানুষ বিশ্বাস করে না, ভালো বাসে না, কেবল ঘৃণা করে। যখন আওয়ামী লীগকে মানুষ বেশি ঘৃণা করে তাদের কর্মকাণ্ড দেখে তখন বিএনপি জিতে যায় আর যখন বিএনপিকে বেশি ঘৃণা করে তখন আওয়ামী লীগ জিতে যায়। জামায়াত-জাতীয় পার্টির প্রতি হয়ত ঘৃণাটা আরও বেশি, তাই তারা আর ক্ষমতায় আসার মতো অবস্থান করতেই পারছে না। অন্য যে দলগুলো আছে তাদেরকে মানুষ ওভাবে চিনেই না, কাজেই ঘৃণা করা বা না করার তেমন কোনো বিষয় নেই।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:



শাহ আজিজ বলেছেন, " রাস্তায় ঘুরে এলাম । জেলে নেবার পর তার প্রতি মানুষের সহমর্মিতা বেড়েছে । বাঙ্গালিদের বিচিত্র স্বভাব বটে । আমার মনে হয় জেলে থাকলে দল আগামি নির্বাচনে বেশি আসন পাবে । এটি একটি কৌশল মাত্র । "

-হয়তো, এইজন্যই মানুষকে ভোট দেয়া থেকে দুরে রাখা সম্ভব হচ্ছে; কারণ, মানুষ নিজের কথা ভাবছেন না।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: মহামান্য আদালতে যে বিষয়টি বিচারাধীন, সে বিষয়ে আদালত ই শেষ কথা বলবে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

বিদ্রহীসূত বলেছেন: রাজনৈতিক মামলাগুলোতে আদালতই সবসময় কথা বলে না সেটা সবারই জানা কথা। ওগুলো নীতিকথা।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: বি এন পির কোমর ভেঙ্গে গেছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

বিদ্রহীসূত বলেছেন: সেটাই মনে হচ্ছে।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২

আবু তালেব শেখ বলেছেন: সোজা হয়ে দাড়ানোর সম্ভাবনা ক্ষীন

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

বিদ্রহীসূত বলেছেন: তবে কি রাজনীতি অঙ্গনে আওয়ামী লীগ একক রাজত্ব করবে? কিন্তু সেটা কত দিন চলতে পারে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.