নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বর বা প্রজন্ম চত্বরে শুরুর দিন থেকে কাভারেজের জন্য কাজ করছি। বাংলানিউজে এই আন্দোলন নিয়ে অসংখ্য রিপোর্ট প্রকাশ হয়েছে।
আমি নিজের চোখে একটি গণ আন্দোলন দেখলাম।এখন কিন্ত প্রমাণ হয়েছে অনলাইনের অ্যাক্টিভিস্টরা কি করতে পারে। অনেক বছর যা সম্ভব হয়নি ব্লগাররা তা দেখিয়ে দিয়েছে।
জয় হোক অনলাইনের ও ব্লগের
নিচে আমার রিপোর্ট
18 Feb 2013 03:58:55 PM Monday BdST E-mail this
দিগন্ত টেলিভিশন বর্জনের ঘোষণা শিল্পীদের
ইশতিয়াক হুসাইন, মাজেদুল নয়ন, মনোয়ারুল ইসলাম, ইসমাইল হোসেন ও আবু তালহা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাতীয়
ছবি : সবিতা রহমান /বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গণজাগরণ চত্বর থেকে: যুদ্ধাপরাধীর মালিকানাধীন দিগন্ত টেলিভিশন বর্জনের ঘোষণা দিয়েছেন অভিনয় শিল্পীরা।
সোমবার বিকেলে শাহবাগে গণজাগরণ চত্বরে এসে এ ঘোষণা দেন শিল্পীরা। এর আগে জাতীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে একই ঘোষণা দেওয়া হয়।
সমাবেশ শেষে অর্ধশতাধিক শিল্পী-কলাকুশলীর দলটি শাহবাগের গণজাগরণ চত্বরের সঙ্গে সংহতি প্রকাশ করে।
যুদ্ধাপরাধীর মালিকানায় চলা এ টিভি চ্যানেলটিতে আর কোনো অনুষ্ঠান প্রযোজনা, পরিচালনা বা নাটকে অভিনয় করবেন না বলে জানান তারা।
শহীদ মিনারে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড এই তিনটি সংগঠনের ব্যানারে শিল্পীরা তাদের সংহতি প্রকাশ করে। এসময় পরিচালক মোহাম্মদ হোসেন জেমি বলেন, “আমরা ঠিক করেছি এখন থেকে জামায়াতের সব মিডিয়ায় কাজ করা বন্ধ করে দেব।” ইতিমধ্যে তিনি নিজে দিগন্ত টেলিভিশনে চলচ্চিত্র বিষয়ক একটি ধারাবাহিক অনুষ্ঠান শেষ পর্বের আগেই বন্ধ করে দিয়েছেন বলে জানান।
জামায়াতের মিডিয়ায় বিজ্ঞাপন না দেওয়ার জন্যে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন অ্যান্ড ফিল্ম অ্যাসোসিয়েশনের সভাপতি ঝুনা চৌধুরী, সুবর্ণা মুস্তাফা, অভিনেতা ওয়াহিদা মল্লিক জলি, গাজী রাকায়েত, জয়া আহসান, কুসুম শিকদার, আজিজুল হাকিম, শম্পা রেজা, তারিক আনাম খান, রোকেয়া প্রাচী, হাসান মাসুদ, নাদের চৌধুরী, কেএস ফিরোজ প্রমুখ।
View this link
আমাদের টিমের নিউজ
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে উত্তাল শাহবাগ, সেই সাথে উত্তাল সারাদেশ। সেই দাবিতে শুক্রবার বিকেল তিনটায় শুরু হবে মহাসমাবেশ শাহবাগেই। উপস্থিত হবে লাখ লাখ মানুষ। সবার দাবি একটাই-- যুদ্ধাপরাধীদের ফাঁসি।
স্বাধীনতার ৪২ বছর পর মাহবুব আলম চৌধুরীর অমর কবিতা `এখানে যারা প্রাণ দিয়েছে, কৃষ্ণচূড়া বিথির তলে, আমি সেখানে কাঁদতে আসিনি/ ফাঁসির দাবি নিয়ে এসেছি` এর সত্যতা প্রমাণের পিঠস্থান হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়।
মহাসমাবেশের প্রতিমূহূর্তের আপডেট পাঠকের কাছে তুলে ধরতে বাংলানিউজের সেন্ট্রাল ডেস্ক-এর পুরো টিম এখন শাহবাগে। আছেন ফটোগ্রাফাররাও।
২০ জনের একটি কর্মীদল সকাল থেকেই শাহবাগে অবস্থান করছে। টেকনিক্যাল বিভাগের কর্মীরাও রয়েছেন এখানে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সহকারি সেক্রেটারী জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বাতিল করে ফাঁসির রায়ের দাবিতে জনারণ্যে পরিণত হয়েছে শাহবাগ। ভোর থেকেই মানুষ আসতে শুরু করেছে শাহবাগে।
আন্দোলনের প্রতি মুহূর্তের টাটকা খবর পাঠকের কাছে পৌছে দিতে শাহবাগে নিয়োজিত বাংলানিউজ টিমে রয়েছেন হেড অব নিউজ মাহমুদ মেনন, চিফ অব করেসপন্ডেন্টস আহমেদ রাজু, আউটপুট এডিটর জাকারিয়া মন্ডল, স্পেশাল করেসপন্ডেন্ট ইশতিয়াক হুসাইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর অশোকেশ রায়, সিনিয়র করেসপন্ডেন্ট এসএম আব্বাস, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট খুররম জামান, সিনিয়র করেসপন্ডেন্ট রহমান মাসুদ, স্টাফ করেসপন্ডেন্ট সেরাজুল ইসলাম সিরাজ, সাজিদুল হক, মনোয়ারুল ইসলাম, মাজেদুল নয়ন, ইসমাইল হোসেন, মফিজুল সাদিক, নুর মোহাম্মদ, সাজেদা সুইটি, ইমরান আলী, আবু তালহা, উর্মি মাহাবুব, রহমত উল্ল্যাহ, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট মাহমুদুল হাসান, স্টাফ ফটো করেসপন্ডেন্ট কাশেম হারুণ, নুরা আলম, জাহিদ সায়মন, খায়রুল আলম রাজিব, ওয়েব এডিটর গৌতম পাল।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৩
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
রিবেল মনোয়ার বলেছেন: রশিক রশীদ ধন্যবাদ। নিউজটি করেছি সকালে।
18 Feb 2013 11:18:31 AM Monday BdST E-mail this
রাজাকার সমর্থকদের বাংলাদেশে বসবাস নিষিদ্ধের দাবি
মনোয়ারুর ইসলাম, মাজেদুল নয়ন ও আবু তালহা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি: সবিতা রহমান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গণজাগরণ চত্বর থেকে: শুধু যুদ্ধাপরাধীদের ফাঁসি নয়, রাজাকার সমর্থকদের বাংলাদেশে বসবাসও নিষিদ্ধ করতে হবে।
শাহবাগ প্রজন্ম চত্বরে চলমান আন্দোলনের ১৪তম দিনে সকাল পৌনে ১১টায় এসে অভিনেতা রাইসুল ইসলাম আসাদ বাংলানিউজকে এ অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, “শাহবাগের গণজাগরন নতুন কোনো বিষয় নয়। ৪১ বছরের যে অমীমাংসিত কাজ রয়ে গেছে তা সমাধান করে দেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করতে হবে।”
বাংলাদেশ সময়: ১১০০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর/জেডএম
Click This Link
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
নায়করাজ বলেছেন: শিল্পীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। অবশেষে তারা যুদ্ধাপরাধীদের বর্জন করতে শুরু করেছেন।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।
নিচের লিংকে গিয়ে লেখাটা কপি/পেস্ট করুন। শেয়ার করুন, ছড়িয়ে দিন। সবার সামনে ওদের মুখোশ খুলে দিন। জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
রিবেল মনোয়ার বলেছেন: ধন্যবাদ দেখলাম । তথ্যবহুল
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
বোকামন বলেছেন: জয় বাংলা
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
েতপান্তর বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,
রাজাকারের ফাঁসি চাই।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
সাউন্ডবক্স বলেছেন: জয় বাংলাদেশ
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
রশিক রশীদ বলেছেন: একজন লোককে আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই । যার নামটি আপনার তালিকাতেই নেই ।
তিনি হলেন রাইসুল ইসলাম আসাদ।
উনিও ছিলেন আজকের সমাবেশে ।
আমি উনাকে ব্যক্তিগতভাবে চিনি উনি দিগন্ত টেলিভিশন চালু হওয়ার পর থেকেই যে কোন পরিচালক তার সিডিউল চাইলে প্রথম প্রশ্ন করেন, নাটকটি কোন কারনে দিগন্ত টিভিতে প্রচার হবে না তো ।
উত্তর পছন্দ হলে বাকি আলোচনা করেন।
বি.দ্র: ডিরেক্টরস্ গিল্ডের সাধারন সম্পাদক গাজী রাকায়াত ছিলেন তার নামটা দিতে পারতেন,