নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rebel Monwar

আমি বিদ্রোহী

রিবেল মনোয়ার

JOURNALIST

রিবেল মনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অবশেষে শাহবাগ নিয়ে চোখ খুললো ওয়ার্সির

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

আসলে বিদেশী শক্তিগুলো যখন যদিকে বৃষ্ঠি সেদিকে ছাতা ধরতে ওস্তাদ। তাই শাহবাগের আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করেন নি ওয়ার্সি শিরোনামে পোস্ট দিলাম । পরে দেখলাম তিনি মন্তব্য করলেন ।





18 Feb 2013 09:44:41 PM

‘অহিংস আন্দোলনের দৃষ্টান্ত শাহবাগ’

স্পেশাল করেসপন্ডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজনীতি

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম



ঢাকা: শাহবাগে তরুণ প্রজন্ম যে আন্দোলন করছে তাকে স্বাগত জানিয়েছেন সফররত দক্ষিণ এশিয়া বিষয়ক ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যারোনেস সাইদা ওয়ার্সি।



সোমবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ এই মন্ত্রী। প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তারা।



বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।



যুক্তরাজ্য সরকার মৃত্যুদণ্ডের বিপক্ষে থাকলেও মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এ আন্দোলন সমর্থন করেন ব্রিটিশমন্ত্রী।



শাহবাগের আন্দোলনকে তিনি অহিংস আন্দোলনের বৃহৎ দৃষ্টান্ত হিসেবে মন্তব্য করে বলেন, “তরুণদের প্রতিবাদ করার অধিকার রয়েছে।”



ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “তরুণদের আন্দোলন করার অধিকার রয়েছে। তবে যুক্তরাজ্য মানবতাবিরোধী অপরাধীদের বিচারের প্রক্রিয়া স্বচ্ছ ও উন্মুক্ত চায়।”



বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে যুক্তরাজ্যের অবস্থান জানতে চাইলে ব্যারোনেস সাইদা ওয়ার্সি বলেন, “এটা অভ্যন্তরীণ বিষয়। তবে যুক্তরাজ্য চায় সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচন। নির্বাচনকালীন সরকার কি হবে এই বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে।”



পরে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে বলেন, “দুই দেশের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। মানবতাবিরোধী অপরাধীদের বিচারের ক্ষেত্রে খালেদা জিয়া ব্রিটিশ প্রতিমন্ত্রীকে বলেছেন, বিএনপি সবসময় বিচারের পক্ষে। তবে এ বিচার হতে হবে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের।



সাইদা ওয়ার্সি বিএনপি চেয়ারপারসনের কাছে জানতে চান, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে প্রথম এক বছরে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। জবাবে খালেদা জিয়া বলেন, “সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রপরিচালনার জন্য জাতীয় ঐক্যমত গড়ে তোলা হবে। আমাদের অনেক সমস্যা রয়েছে। তার মধ্যে জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্য বিমোচন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে। বিশেষ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা হবে, যাতে করে এই প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ না হয়।”



নির্বাচন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। দেশের মানুষ চায় অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।

সন্ধ্যা পৌনে ৭টা থেকে পৌনে ৮টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।



বৈঠকে অন্যদের মধ্যে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।



তিন দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন সাইদা ওয়ার্সি।



বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রয়ারি ১৮, ২০১৩

এমএম/আরআর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.