![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের নিশিতে এক পায়েঁ নূপুর পড়েযেন যায় কার মনের আঙ্গিনাতেরাত আকাশের বুক চোখ বুঝে দেখিশুধু যে তোমার প্রতিচ্ছবি…………
বাংলাদেশের চট্টগ্রামে ব্রিটিশ বিরোধি একটি ঐতিহাসিক কাহিনী নিয়ে বলিউডে নতুন মুভি আসছে। মুভির নামও দেয়া হয়েছে Chittagong।
১৯৩০ সালে তৎকালীন ভারত উপমহাদেশে বাঙ্গালী এলাকা চট্টগ্রামে ব্রিটিশ দের বিরুদ্ধে একটি গোপন অভিযান হয়। একদল স্কুল পড়ুয়া ছাত্র এবং একজন নারী এই যুদ্ধের নেপথ্যে থাকেন। এই দল টিকে নেতৃ্ত্ব দেন মাস্টার দা সূর্য সেন । মাস্টার দা সুর্য সেনের চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। তিনি তার এই ছোট দল নিয়ে ব্রিটিষ শাষন এর বিরুদ্ধে একটি গোপন অভিযান পরিচালনা করেন।
ছবির কাহিনী গড়ে উঠেছে ১৪ বছর বয়সী তরুনের এক অসম্ভব অভিযান কে নিয়ে। ফুটে উঠেছে তার কোমল চরিত্রে ব্রিটিশ দের বিরুদ্ধে তিব্র ঘৃনা ও মুক্তির তির আর্তনাদ।
ছবিটি পরিচালনা করেছেন নবাগত পরিচালক বেদাবর্ত পাইন । মুভিটিতে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, ব্যারি জন, রাজ কুমার প্রমুখ।
০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
রিদুয়ান বলেছেন: কান্না কইরেন না কষ্ট লাগে
নো চিন্তা আপনাদের শহর নিয়ে করতে বলছি :!>
২| ০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৮
গান পাগলা বলেছেন: চরম একটা ছবি হবে,শেয়ার করার জন্য ধইন্যা।
০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫০
রিদুয়ান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩| ০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৮
মিজান আব্দুর রশিদ বলেছেন: এটাতো আমাদের জন্য গর্বের বিষয়, কি বলেন ?
০১ লা জুলাই, ২০১২ রাত ১০:৫৬
রিদুয়ান বলেছেন: চরম গর্বের বিষয়
চট্রগ্রাম কোথায় থাকেন?
৪| ০১ লা জুলাই, ২০১২ রাত ৮:৩২
জাহিদুল হাসান বলেছেন: খরবটি শেয়ার করার জন্য ধন্যবাদ। আশাকরি ছবিতে আমাদের চিটাগাং এর পরিবেশ প্রকৃতি, সৈন্দর্য ভালোভাবে ফুটে উঠবে।
০১ লা জুলাই, ২০১২ রাত ১১:০১
রিদুয়ান বলেছেন: আপনাকেও ধন্যবাদ। মনে হয় না চিটাগাং এর পরিবেশ প্রকৃতি, সৈন্দর্য ভালোভাবে ফুটে উঠবে।
চট্টগ্রামের ঐতিহাসিক কাহিনী নিয়ে,পরিবেশ প্রকৃতি, সৈন্দর্য না হতে পারে
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৭
জন রাসেল বলেছেন: