![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন ভালো কাজের সুইচটা অন করে দেই।
২০০৩ সালের ইরান বনাম ডেনমার্ক এর ম্যাচ।
ম্যাচের ৪৫ মিনিটের পরও কিছুক্ষন ইনজুরি সময়
দেওয়া হয়। সেই ইনজুরি সময়ে গ্যালারীতে এক লোক
বাঁশি দেয়।ইরানের এক খেলোয়াড়
মনে করে রেফারি ১ম অর্ধ শেষ হবার
বাঁশি দিয়েছেন। তাই সে বলটি হাতে নেয়
এবং হাঁটতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাব
ে সে ছিল ডি বক্সের ভিতরে। আর রেফারি তখনো বাঁশি ফুঁ দেন নি।
তাইনিয়ম অনুযায়ী রেফারি তখন
ডেনমার্ক কে পেনাল্টি দেন। ডেনমার্কের এক খেলোয়াড় তার কোচেরসাথে পরামর্শ
করে পেনাল্টি নিতে আসেন
এবং ইচ্ছাকৃতভাবে পেনাল্টি মিসকরেন।
সেই ম্যাচ ডেনমার্ক ১-০ গোলে হেরেযায়। কিন্তু
পরবর্তীতে ডেনমার্কের সেই খেলোয়াড়কে অলিম্পিক
ফেয়ার প্লে এওয়ার্ড দেয়সেই পেনাল্টি মিসের জন্য!
এটাই ফুটবল।সেই ফুটবলারকে শ্রদ্ধা জানাই।ফুটবল
শুধু হার জিতের ব্যাপার নয়, এটা একটা জীবন
দর্শন।সেই ফুটবলার আমাদের দেখিয়ে দিয়ে গেলেন
কেন ফুটবল ঘৃণার কোনো বিষয় নয়, কেন ফুটবল
রেসপেক্টের বিষয়।
খেলাটার মহত্ব দেখুন। অথচ আমাদেরদেশের ফুটবল
সমর্থকরা এক দলকে আরেক দল এমন
বাজে ভাবে আক্রমন করেন যে দেখলে ঘৃনায় মুখ
ফিরিয়ে নিতে বাধ্য হই।
রিয়াল সাপোর্টার রা বার্সাকে বালছাল আর
মেসিকে মেষী ছাড়া ডাকে না।
অপরদিকে বার্সা সমর্থকরা রিয়াল কে মাদারী আর
রোনাল্ডোকে লুলবাবা ছাড়া ডাকে না। একে অপরের
উদ্দেশ্যে গালাগালি তো আছেই। একই অবস্থ
আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থকদেরও।
কিন্তু এর কি দরকার? ব্রাজিল - আর্জেন্টিনাও
আমাদের দেশ নয় আর মাদ্রিদ - বার্সাও আমাদের
শহর নয়। আমরা কি পারি না ফুটবল
খেলাটাকে ভালোবাএসে এর সত্যিকার স্পিরিট ধারন
করতে? গালাগালি, বিদ্বেষ না ছড়িয়ে সৌহার্দ বজায়
রাখতে?
কার জন্য কাকে গালি দিচ্ছেন? একজন
বিদেশী যাকে হয়ত আপনি জীবনেও
সামনা সামনি দেখেন নি, দেখবেনও না এমন একজন
খেলোয়ারের জন্য নিজের দেশের মানুষকে? আপন
ভাইকে?
এই পোস্ট যারা দেখছেন, তাদের প্রতি অনুরোধ
থাকবে, খেলাটাকে খেলার মত রাখুন।
এটা নিয়ে নিজেদের মধ্যে কোন্দল করবেন না।
আমরাও হয়ত একদিন ক্রিকেটের মত ফুটবলেও
উন্নতি করব। উন্মাদনাটা সেদিনের জন্য
তোলা থাকুক। ক্ষতি কি?
২| ২৭ শে জুন, ২০১৩ রাত ৩:১৮
দি সুফি বলেছেন: ফুটবল
শুধু হার জিতের ব্যাপার নয়, এটা একটা জীবন
দর্শন।
খেলার ভিতর খেলোয়ারেরা যেই পরিমান চুরি-বাটপারি করে! কেউ পাশ দিয়ে বল নিয়ে দৌড়ে গেলেও মুখ চেপে মাটিতে পরে গড়াগড়ি দেয়! এই রকম কুটি কুটি নজির আছে ফুটবলে। ফুটবলে নীতিহীন কর্মকান্ড বেশি হয়। তাই এই খেলাটা এখন আর ভালো লাগে না।
৩| ২৭ শে জুন, ২০১৩ রাত ৩:১৯
রেজওয়ান তানিম বলেছেন: পোস্টের বক্তব্য ভাল কিন্তু যেভাবে করা হয়েছে দেখে কোবতে কোবতে লাগছে
৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ৩:২১
রেদওয়ান খান বলেছেন: কোবতে কোবতে ?
৫| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৪
বিভ্রান্ত মানুষ বলেছেন: আর্জেন্টিনার পুতু মারি
৬| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৬
রেদওয়ান খান বলেছেন: ধুর মিয়া।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৩ রাত ৩:১৪
বাংলাদেশী দালাল বলেছেন: , খেলাটাকে খেলার মত রাখুন। সহমত