![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন ভালো কাজের সুইচটা অন করে দেই।
আমার অনেক কনফিডেন্স ছিল যে, আমার কোন কিছু হারালে তা ফিরে পাবো। অন্য কার কোন কিছু পেয়ে তা ফেরত দেয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টাই এ কনফিডেন্সের মূল কারন। একবার এক লোকের মানিব্যাগ পেয়ে, সেখানে থাকা একটি ছবি, এলাকাবাসিকে দেখিয়ে তাকে খুঁজে বের করেছিলাম ৪ ঘন্টা পায়ে হেটে কসরতের পর। আমার বিশ্বাস ছিল, আমি যেহেতু অন্যের জন্য করছি, আমার জন্যও নিশ্চই কেউ না কেউ করবে।
এবার ছিল আমার পালা, বাড়ি থেকে ফেরার পথে গত সপ্তাহে হারিয়ে আসা ল্যাপটপ আর ক্যামেরার সন্ধান পেলাম আজ। হাজার শোকর আল্লাহর দরবারে। ফোনে একজন মহিলা জানালেন তার কাছেই আছে ব্যাগটি। আমার নাম্বার বের করতে এই পড়াশোনা না জানা মানুষটার যা করতে হয়েছে তা শুনে সত্যিই চোখে পানি চলে এলো।
ধন্যবাদ আল্লাহ, তুমিই সঠিক প্রতিদান দাতা।
©somewhere in net ltd.