![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সমাজে আগাছার মত ছড়িয়ে ছিটিয়ে আছে হতাশা গ্রস্থ এই মানুষজন যারা হয়ত জীবনকে নতুন করে শুরু করার এক নিবিড় সম্ভাবনা নিয়ে প্রতিদিন ঘুমাতে যায় কিংবা হঠাৎ করেই ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখে। এই হতাশা গ্রস্থ মানুষ গুলো হয়ত মধ্যবিত্ত পরিবারের ঈ বেশি হয়। মধ্যবিত্ত পরিবারের এই একটাই সমস্যা এরা না পারে উচ্চবিলাসী জীবন যাপন করতে না পারে দিন মজুর এর মত খাটতে। একমাত্র এদের ই মনে হয় আত্মসম্মান ব্যাপার টা টক্সিন এর মত কাজ করে। তাই এরা ভাগ্যের পরিবর্তনের জন্য প্রতি নিয়ত নানা দিবাস্বপ্নে মেতে থাকে। এরা হতাশার মূলে ভাগ্যকে দায়ী করে। আর এদের ভাগ্যের প্রতি অন্ধবিশ্বাস এর সুযোগ নেয় কিছু সাধু সন্নাসী ও পীর-ফকির। এই অসাধু ব্যাক্তিরা নানা ভংগিমায় আত্মসাৎ করে এই হতশাগ্রস্থ মানুষদের শেষ সম্বল টুকু। এই ভাগ্যনির্ভর ব্যাক্তিরা তাদের কৃত কর্মকে প্রাধান্য না দিয়ে তাদের ভাগ্যকেই বেশি প্রাধান্য দেয় এবং নিনিজের অক্ষমতা ভাগ্যের নির্মম পরিহাস বলে দায়ী করে।
©somewhere in net ltd.