নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেডেক্স নয়ন

রেডেক্স নয়ন › বিস্তারিত পোস্টঃ

এই জন্মদিন ও তোমাকেই উৎসর্গ করলাম হে মহান কারিগর

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৪

বাঙালী জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু কে যারা মানে না তাদের নিয়া যাস্ট কিছু বলতে চাই না কারণ আমার বাড়িতে কাঁঠাল গাছ থাকলে ও ঐ গাছে ইদানীং কান্ড আর কাঁঠাল ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না।

আবার বঙ্গবন্ধু কে নিয়ে স্টেটাস দিলাম বলে আমি আওয়ামী লীগ এর সাপোর্টার হয়ে গেলাম এইটা যারা ভাবে বা এখন ভাবা শুরু করছে তাদের সম্মন্ধে বলতে চাই কাঁঠাল পাতা খাও ঠিক আসে সাথে কাঁঠালের ভুতু ও যে খাও আজকেসেটা জানলাম।

যাই হোক, মওলানা আব্দুল হামিদ খান ভাষানীর হাত ধরে রাজনীতে আসা এই মহান রাজনৈতিক ব্যাক্তিত্ব কে ফিদেল ক্যাস্ট্রো বা নেলসন ম্যান্ডেলার মত মানুষেরা কিসের সাথে তুলনা করতেন তা জানিনা তবে এটা জানি বঙ্গবন্ধুর মত নেতা পাওয়া বাঙ্গালী জাতিরগর্বের বিষয়।
তবে তখন ঈ কষ্ট লাগে যখন দেখি এই মহান নেতার আদর্শকে নিজের আদর্শ দাবী করেও অন্যায় অত্যাচার এ মেতে উঠে কিছু পাতি নেতারা ও নিকৃষ্ট কিছু লোক তখন মনে হয় এই রকম সোনার বাংলা কি বঙ্গবন্ধু চেয়েছিলেন??

পরিশেষে, যতকাল রবে গৌরি, পদ্মা, মেঘনা, যমুনা বহমান
ততকাল তুমি রইবে বেঁচে শেখ মুজিবর রহমান ।
প্রতিবারের মত এবারের জন্মদিন ও তোমাকেই উৎসর্গ করলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.