নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ নয়, বিবেককে প্রাধন্য দাও।।।

আওরঙ্গজেব চৌধুরী রিফাত

If u want to know anything about me, just ask।

আওরঙ্গজেব চৌধুরী রিফাত › বিস্তারিত পোস্টঃ

একটু শুনুন!!! মানবতার ডাক এড়িয়ে যাবেন না!!!

১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

লেখাটা যাদের চোখে পড়ছে তারা প্লিজ এড়িয়ে যাবেন না!!!
সেই ১১ তারিখ থেকে বিদ্যুত নেই রাঙ্গামাটিতে। খাবার পানি নেই। পুরো বাংলাদেশ থেকে যোগাযোগবিচ্ছিন্ন। রিকশাহীন শহরটার অটোরিকশাগুলোও চলছেনা তেলের অভাবে। তেলের মজুদ দুইদিনেই শেষ। পাহাড়ে গ্যাসের কোনো লাইন নেই, সিলিন্ডার গ্যাসের মজুদও শেষ। বাসাবাড়িতে চুলায় আগুন জ্বলছেনা। খাবারের মজুদও প্রায় শেষের দিকে। সুযোগসন্ধানীরা ডিমের দাম রাখছে ১৮টাকা করে। ভাতের সাথে যে আলু মাখিয়ে খাবে সেই উপায়ও নেই। ২০টাকা দরের আলুর দাম এখন ১০০টাকা!!
আরও মজার কথা শুনবেন? যাদের বাসায় টাকা তোলা ছিল না তারা যে টাকা দিয়ে কিছু কিনবে সেই উপায়ও নেই। নেটওয়ার্ক এবং বিদ্যুতের অভাবে সব ব্যাংকের কার্যক্রম বন্ধ!! একটা পয়সাও তুলতে পারছে না কেউ!!
এখন পর্যন্ত শুধু রাঙ্গামাটিতে মৃত মানুষের সংখ্যা ১১০!! সংখ্যাটা বাড়ছেই শুধু!! কিছু পরিবার পুরোপুরি শেষ, কিছু পরিবারের দু'একজন বেঁচে আছে। অল্প কিছুদিনের মাঝেই দুর্ভিক্ষে মারা যেতে পারে আরও মানুষ।
মানুষ মরতেসে ভাই, জলজ্যান্ত মানুষ!!
সুযোগ থাকলে রাস্তায় থালা নিয়ে বসে পড়তাম। মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে যে টাকা দরকার, অনেক টাকা দরকার।
প্লিজ যে যেভাবে পারেন হেল্প করেন। ৫টাকা, ১০টাকা যা পারেন তাই দেন। এইটুকু টাকাও অনেক উপকারে আসবে। একটা দোকান থেকে বিকাশ করতে বড়জোড় ১০মিনিট সময় যাবে আপনার। জীবন থেকে নাহয় ১০টা মিনিট নষ্ট করলেন কিছু মানুষকে বাঁচাতে।
Hamidul Islam ভাইয়া রাঙ্গামাটিতে আছেন তার টীম নিয়ে। 01842199949 ওনার বিকাশ নাম্বার।
আজকের দিনের মত এই নাম্বারে টাকা পাঠানোর লিমিট ক্রস করে গেছে।কাল থেকে এটাই আবার প্রাইমারি নাম্বার।
01820102666 অ্যাডভোকেট শফিকুল ইসলাম ভাইয়ের নাম্বার। পার্সোনাল বিকাশ। টাকা পাঠাতে চাইলে এটাতে পাঠান।
আর কেউ বড় অংকের টাকা পাঠালে পাঠাবেন 01862868493 নাম্বারে। এটা এজেন্ট নাম্বার(হাবিবুর রহমান)। এটাতে টাকা পাঠালে আমার সাথে যোগাযোগ করে নিবেন এবং যেই নাম্বার থেকে পাঠাচ্ছেন তার শেষ তিন ডিজিট জানাবেন। অথবা সরাসরি হামিদুল ইসলাম ভাইকে ফোনে জানিয়ে দিলেও চলবে।
কেউ রকেটে টাকা পাঠালে 018421999493 নাম্বারে পাঠাতে পারেন। এটাও হামিদ ভাইয়ের।
রূপের নগরী রাঙ্গামাটি আজ লাশের নগরী। :(
রাঙ্গামাটিতে আবারও তিন নাম্বার সতর্ক সংকেত দেওয়া হয়েছে। রাস্তা সংস্কারের কাজ বারবার থমকে যাচ্ছে। অসহায় মানুষগুলোকে বাঁচিয়ে রাখা রাষ্ট্রের দায়ীত্ব, আর আমাদের কর্তব্য।।
#RangamatiNeedsYou
#KeepRangamatiInYourPrayer
Collected from Sajedur Rahman ভাই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.