নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ নয়, বিবেককে প্রাধন্য দাও।।।

আওরঙ্গজেব চৌধুরী রিফাত

If u want to know anything about me, just ask।

আওরঙ্গজেব চৌধুরী রিফাত › বিস্তারিত পোস্টঃ

হাচি দিলে কি হয়?

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৩



আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা জানি কম্পিউটার একটানা অনেকদিন ব্যবহার করলে এর পারফরমেন্স কমে যায়। তখন রি-বুট (Reboot) করতে হয়। রিবুট হয়ে গেলে কম্পিউটার আবারো আগের গতিতে চলতে থাকে।
বছর চারেক আগে একদল গবেষক আবিষ্কার করেছেন যে আমাদের শরীরের জন্য এক ধরনের 'রি-বুটিং' সিস্টেম আছে। আমরা যখন হাচি দেই তখন আমাদের হাঁচির ফলে যে প্রেসার তৈরী হয় তার কারণে বায়োলজিক্যাল 'রি-বুট' টা হয়। হাঁচির ফলে আমাদের নাকের রাস্তার (nasal passage) এনভায়রনমেন্ট রিসেট হয় ফলে নিশ্বাস নেয়ার ফলে যেসব খারাপ বস্তু (Bad particles) নাকের মধ্যদিয়ে শরীরের অভ্যন্তরে প্রবেশ করতে পারতো তা নাকের মধ্যেই আটকে পড়ে যায়। খারাপ বস্তু আটকানোর এই এনভায়রনমেন্টটা সচল রাখার কারণেই বারবার হাঁচির মাধ্যমে শরীর তার নাকের প্রতিরোধ ব্যবস্থা রি-সেট করে নেয়।

শুধু তাই নয়, অবিরাম চলতে থাকা আমাদের হৃৎপিন্ড হাচি দেয়ার মুহুর্তে ০.১ সেকেন্ড এর জন্য বন্ধ হয়ে যায়। হৃৎপিন্ডের এই ০.১ সেকেন্ডের বিরতি অনেকক্ষেত্রে মৃত্যুও ডেকে আনতে পারে।

এইজন্য রাসুলুল্লাহ (সা) প্রত্যেক হাচির পর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখিয়েছেন।

তিনি বলেছেন,
"যখন তোমাদের কেউ হাচি দেয়, তখন সে যেন -আলহামদুলিল্লাহ বলে।
আর তার শ্রোতা যেন এর জবাবে ইয়ার হামুকাল্লাহ (আল্লাহ তোমাকে রহম করুন) বলে।
আর যখন সে ওয়া ইইয়ার হামুকাল্লাহ বলবে তখন হাঁচিদাতা তাকে বলবে: ইয়াহদিকুমুল্লাহ বালাকুম( আল্লাহ যেন তোমাকে সঠিক পথ দেখান)।"
-সহীহ বুখারী - ৫৭৯১

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.