নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

পপগুরুর জন্মদিনে

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৩




"রেল লাইনের ঐ বস্তিতে
জন্মেছিল একটি ছেলে
মা তার কাঁদে,
ছেলেটি মরে গেছে,
হায়রে হায় বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ...... "
.
এই গানটি যুদ্ধের পরে করা তাঁর প্রচুর বিখ্যাত একটি গান। কী একটা অব্যক্ত হাহাকার যেন আছে গানটিতে! কত কিছু যেন বলতে চাচ্ছেন গায়ক! গানটির শিল্পী পপসম্রাট আজম খান।
.
পপগুরু আজম খানকে চেনেন না বাংলাদেশে এমন কেউই হয়তো নাই। তাঁর আসল নাম মোহাম্মদ মাহবুবুল হক খান । আলাল-দুলাল, সালেকা-মালেকা, রেল লাইনের ওই বস্তিতে, অনামিকা, পাপড়ি কেন বোঝেনার মত তুমুল জনপ্রিয় সব গানে বাঙালিদের মনে চিরস্থায়ী জায়গা করে নেন। জাতীয় জীবন এবং সঙ্গীত জগত দুইক্ষেত্রেই আজম খান একজন যোদ্ধার নাম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেক্টর -২ এর গেরিলা যোদ্ধা হিসেবে জেনারেল খালেদ মোশারফের অধীনে ঢাকায় যুদ্ধ করেন। সেই অস্ত্রের বিপ্লবটাকে সুরের মাঝেও ছড়িয়ে দিয়ে এদেশে নতুন ধাঁচের গানের প্রচলনে অন্যতম ভূমিকা রাখেন। সঙ্গীত জগতে তাঁর অবদানের জন্য ভূষিত হন বাংলাদেশ সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক একুশে পদকে (মরণোত্তর) ।

পপগুরু অভিনয়ও করেছেন। তিনি একটি করে নাটক, সিনেমাতে অভিনয় করেছেন। ১৯৮৬ সালে 'হিরামনঃ কালা বাউল' নাটকে কালা বাউলের ভূমিকায় অভিনয় করেন। ২০০৩ সালে 'গডফাদার' সিনেমায় খলনায়কের ভূমিকায়। বাংলা চলচ্চিত্রের বিখ্যাত সঙ্গীত পরিচালক আলম খান ছিলেন আজম খানের বড় ভাই।

আজ ২৮ শে ফেব্রুয়ারি ২০২১ পপ সম্রাট আজম খানের ৭০ তম জন্মবার্ষিকী।

আজকের এই দিনে তাঁকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়।

মন্তব্য ৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪২

নয়ন বড়ুয়া বলেছেন:
বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি...

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:



মুক্তিযোদ্ধা ও পপ-সম্রাট আজম খান ( ফেব্রু, ১৯৫০ - জুন, ২০১১ ) ছিলেন শক্ত বাংগালী

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩৬

রাজীব নুর বলেছেন: আমি কমলাপুর তার বাসাতে গিয়েছি।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:২৪

চাঁদগাজী বলেছেন:




বসকে সন্মান করার মতো ব্লগারের অভাব পড়েছে সামুতে?

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০১

মিরোরডডল বলেছেন:




বাংলাদেশের পপ সংগীতে বিশেষ ভূমিকা রেখেছেন ।
একজন ভালো মনের মানুষও ছিলেন ।
শেষ জীবনে অনেক কষ্ট করেছেন ।
প্রিয় শিল্পী আজম খানের জন্য শ্রদ্ধা !

চলে গেছে সে ভেজা নয়নে
রয়ে গেছে তবু মোর স্মরণে।।


মন যারে চায়
তারে ধরে রাখা
গেল না...
গেল দিয়ে বেদনা






৬| ০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৪

মনিরা সুলতানা বলেছেন: বিনম্র শ্রদ্ধা

৭| ০৭ ই মার্চ, ২০২১ সকাল ৭:৪৮

স্থিতধী বলেছেন: আপনাকে ধন্যবাদ ওনার জন্মদিন স্মরণ করানোর জন্যে । জীবনে কোন পপ সেলিব্রেটির পাশে দাঁড়িয়ে কাঁচা বাজারে ফলের দোকানে ফল মূলামূলি করার সুযোগ আর পাবো এমন আশা রাখিনা। কিন্তু পপগুরু মুক্তিযোদ্ধা আযম খান এমনি সাধারণ জীবনে অভ্যস্ত ছিলেন যে সে অভিজ্ঞতা একবার হয়েছে আমার।

সম্প্রতি গান বাংলা ওনার একটি অসাধারন গান আবারো নতুন প্রজন্মে জনপ্রিয় করে তুলেছে। এমন উদ্যোগ আরো হওয়া উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.