নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“There is a logic of imagination as well as a logic of concepts”

রেজয়ান

“There is a logic of imagination as well as a logic of concepts”

রেজয়ান › বিস্তারিত পোস্টঃ

ঘরে ভাত (গণতন্ত্র) নাই, সিনেমা দেখে চোখ সুখ পায়

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

- রান্নার চাল বিক্রি করে বেদের মেয়ে
জোসনা সিনেমা দেখতে গিয়েছিল এক
গৃহিনী / তাও এক বার না, পর পর দুই বার/
প্রতিবেশীদের ঠাট্টা মশকরা/ ঘরে ভাত
নাই, চাইল বিক্রি করে সিনেমা দেখতে
যায় / পাগলের কান্ড দেখ!
মহিলার উত্তরঃ পেটে দানাপিনা
একবার পড়ছে নাকি দুইবার পড়ছে, এটা
কে দেখে! চোখেরে শান্তি দিয়া
আসছি এটাই বড় কথা/ (ঘটনা সত্য)
ব্রিটিশরা ভোট দিয়ে তাদের নিজস্ব
স্বার্থসংশ্লিষ্ট ব্যাপার দেখে বুঝে
শুনে এমপি নির্বাচিত করেছে /এটা
বাংলাদেশ না যে, নেতা হবো এক
দেশের, স্বার্থ দেখবো অন্য দেশের!
কিংবা নিজ দেশের স্বার্থ জলাঞ্জলি
দিয়ে অন্য দেশের মন ভরাবো! তাইলে
ব্রিটিশরা হাতে হারিকেন দিয়া দিবে
১ দিনের ভিতর/
বাংলাদেশী বংশদ্ভুত ৩জন এমপি
নির্বাচিত হয়েছে / এর মধ্যে - গত টার্মে
রুশনারা ছিল, এই টার্মেও আছে, নতুন
আরো ২জন যোগ হইছে / এটা একটা খবর
আমাদের জন্য / খবরের একটা অংশ ছাড়া
আর কিছুই নয়/ কিন্তু আমাদের মিডিয়ার
অতিমাত্রায় উচ্চসিত হতে দেখে মনে
হলো-
ঘরে ভাত (গণতন্ত্র) নাই,
সিনেমা দেখে চোখ সুখ পায় .

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: গরিবের কাছে গনতন্ত্রের কোন মানে নেই ।

২| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৩:৩১

ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার লেখার ঢং টা আমার পছন্দ হয়েছে।

৩| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪০

বেরসিক কথক বলেছেন: আমরাই নেতাদের ভোট দেই নেতারা আমাদের ভোটাধিকার কেড়ে নেয়, আবার ভোটাধিকার হারানোর কাতরতা আমাদেরই আগদহত করে।
এ সবকিছুর জন্য দায়টা আমাদেরই বেশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.