![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“There is a logic of imagination as well as a logic of concepts”
কেন লিখছি? লিখে কি লাভ? যা ভাবছি তা কী লিখছি? যারা লিখছে তাঁরা চলে যাচ্ছে। এক-দুই-তিন-চার। আর কতো? জানা নেই। যা লিখছি সবই ধোঁকাবাজি। নয়তো মিছেমিছি। তাই ফেলানিরা মরতেই থাকে। রোহিঙ্গারা ভাসতেই থাকে।সোনার ছেলেরা দুষ্টুমি করে।মা-বোনদের ওড়না টেনে ধরে।প্রতিবাদী বোনের ছুঁড়ে দেয়া ফুলের টবের আঘাতে স্টিলবডির জল কামান তীব্র যন্ত্রনায় ছটফট করে। আহা সেই কী আঘাত ! আঘাত সইতে না পেড়ে নপুংশক বীর পুলিশরা নারীদের পশ্চাৎদেশে বুটের লাথি মারে। গলা চেপে ধরে।
আর কতো? এভাবেই কী চলতে থাকবে? না চলে যে উপায় নেই ! সবই চলবে। গাড়ি চলবে। ঘোড়া চলবে।যানজটে সময় যাবে। ক্ষুদিরামদের ফাঁসি হবে। প্রীতিলতারা ঘুমিয়ে থাকবে।অভিজিতরা খুন হবে।ফাঁটা কেষ্ট ভান করবে। খলনায়ক নায়ক হবে। নগর পিতা দাদা হবে।কালো কেশ সাদা হবে। নাতি-নাতনি ঘিরে ধরবে- অন্ন চাই,বস্ত্র চাই। বাঁচার মতো বাঁচতে চাই।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪
শ্রীঅভিজিৎ দাস বলেছেন: লেখাটি ভাল লাগল, বেশ ছন্দময় ।