| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
েরজা১৩েহপী
বাংলাদেশের প্রায় প্রতিটি জাতীয় দৈনিক পত্রিকাতেই অনলাইন জরিপ হয় বিভিন্ন বিষয়ের উপর। কিছু কিছু জরিপের ফলাফলে বেশ অবাক হই। ফলাফল মনে হয় বাংলাদেশের সবাই বুঝি জামাত-শিবিরপন্থী হয়ে গেল নাকি!!! আসলে এসব জরিপের ফলাফল তৈরিতে যে কিছু একটা ব্যাপার আছে, সেদিন একটি ঘটনায় বুঝলাম। বেশ বেশ অবাক হলাম, শিবিরের ছেলেরা এতটা গুছানো !!!
ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি -
গত পরশু আমি গ্রামের বাড়ি থেকে ঢাকা এসেছি। সাথে কিছু খেজুরের মিঠাই গুড় এনেছি। ঢাকায় কেনা গুড় চিনি মিশ্রিত ভেজাল হয়। কিন্তু গ্রাম থেকে নিজেদের বানানো মিঠাই গুড় পিওড় ও ফ্রেশ হয়। ২০ কেজি থেকে ৫ কেজি গুড় এনেছি আমার বাল্যকালের এক বন্ধুর জন্য। ও ডেনমার্ক থাকে, এরিকসন এর নেটওয়ার্ক ডেভেলপমেন্ট অফিসার। গত মাসে দেশে এসেছে তিন মাসের ছুটিতে। আমি মিঠাই গুড় এনে ওকে ফোনে জানালাম কাউকে আমার বাসায় পাঠিয়ে দিতে। ও ব্যস্ত থাকায় ওর ছোট ভাই জিয়াকে (ছন্দনাম) আমার কাছে পাঠাল। রাতে জিয়া এসে মিঠাই গুড় নিয়ে গেল। ভুলক্রমে ওর মোবাইলটি ফেলে গেল আমার বাসার সোফার উপর।
রাত ৮.৩০/৯ টার দিকে মোবাইলটি আমার নজরে আসে। মোবাইলটি কার তা-ই আমি বুঝতে পারছিলাম না। বাসায় অনেকেই এসেছে আজকে! মোবাইলটি সাইলেন্ট মুডেড। যা হোক, মোবাইলটি হাতে নিয়ে দেখলাম অনেকগুলো কল এসেছিল। ৯টি মেসেজও আছে। একটি মেসেজ ওপেন করলাম তাতে লেখা " কালের কন্ঠ অনলাইন জরিপে - ক্লিক ইয়েস - সেন্ড টু আওয়ার ব্রাদার ...................."
সবগুলো মেসেজই কেমন!!! কেমন!!! কয়েকটি অর্থ আমি বুঝলামই না।
জিয়া রাতেই মোবাইলটি নিয়ে যায় আমার বাসায় এসে। জিয়াকে বিদায় দিয়ে আমি সোজা ফোন লাগালাম আমার বন্ধুকে -
তোর ছোট ভাইটা কি করে রে ?
ঢাকা আলিয়ায় পড়ে। আব্বার ইচ্ছা ছিল একটা ভাই আলেম বানাবে। এজন্যই আলিয়ায় দেয়া। ঢাকা আলিয়াইতো ভাল তাইনা ?
প্রশ্ন এড়িয়ে আমি জানতে চাইলাম, শিবির টিবির করে নাকি ?
প্রশ্নই আসে না, কড়াকড়ি নিষেধ। বছর পাচেক আগে যোগ দিয়েছিল একবার, মুইরাইয়া শিবির ছাড়াইছি। হঠাৎ এটা জিেজ্ঞস করলি কেন?
আমার মনে হয় ও এখনো শিবির করে। ওর কয়েকটি মেসেজ পড়ে আমার তা-ই মনে হয়েছে। (মেসেজের বিষয়গুলো খুলে বললাম)
সকালে হঠাৎ একটি বিশেষ মেসেজটির কথা মনে পরায় কালের কন্ঠ অনলাইন ওপেন করলাম।
কালের কন্ঠে জরিপটি ছিল-
মির্জা ফখরুল ইসলাম একদিকে বলছেন, ধর্মের নামে বিশৃংখলা বি এন টি সমর্থন করে না; অন্যদিকে এ ঘটনায় ডাকা হরতালে দলটি সমর্থন দিয়েছে। এ অবস্থান সমর্থন করেন কি?
হ্যা -৮১.৯২%
না- ১৮.০৮%
মোট ভোট ৯৫৪ জন।
অবাক হলাম, এতটা গুছানো এই রাস্ট্রদ্রোহী সংগঠনটি !!!!! অনলাইন জরিপগুলো নিয়ন্ত্রন করার টিমও তাদের আছে !!!!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
েরজা১৩েহপী বলেছেন: আজকে পত্রিকা খুলে দেখতে পারেন। শেষ পাতায় জেরিপের ফল আছে।
২|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
আশার রাজ্যে নিরাশার মেঘ বলেছেন: কিছু কিছু জাতিয়াতাবাদী ছাগুরাও এর পেছনে আছে।
এরা মুখে মুখে বাংলাদেশী জাতিয়তাবাদী, কিন্তু এই দেশের পতাকা ছিড়লে আর পাকিস্তান জিন্দাবাদ মিছিল করলেও এদের কিছু যায় আসে না।
৩|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
মিজান আফতাব বলেছেন: পোস্টটি নির্বাচিত পাতায় যাওয়া উচিত।
+ + + + +
৪|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
যোগী বলেছেন: এরা দেশে একটা অর্গানাইজড জংগী ইনিশটিটিউটু গড়ে তুলছে।
এরকম ইনিশটিটিউটু গড়ে তোলা কঠিন কিছু না, যদি বিপুল পরিমানে অর্থের জোগান থাকে।
৫|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
কিংব্লগার বলেছেন: ছোট একটি দলের কর্মীরা পারে স্বাধীনতার পক্ষের শক্তির তরুন রা ব্যর্থ কেন ?
৬|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন:
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
েরজা১৩েহপী বলেছেন: আপনি স্ক্রিনশট না দিলে আমিই দিতাম। ধন্যবাদ ভাই।
৭|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
rafiq buet বলেছেন: যোগী বলেছেন: এরা দেশে একটা অর্গানাইজড জংগী ইনিশটিটিউটু গড়ে তুলছে।
৮|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
সুবর্ণা রহমান বলেছেন: পোস্টটি নির্বাচিত পাতায় যাওয়া উচিত।
৯|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
শহীদুল্লাহ খান বলেছেন: rafiq buet বলেছেন: যোগী বলেছেন: এরা দেশে একটা অর্গানাইজড জংগী ইনিশটিটিউটু গড়ে তুলছে।
১০|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
রঁমাকান্তকামারঁ বলেছেন: মিজান আফতাব বলেছেন: পোস্টটি নির্বাচিত পাতায় যাওয়া উচিত।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
নন্দনপুরী বলেছেন: জরিপের ফল উল্টা লিখলেন কেন.........