![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম কখনো দৃশ্যগত হয় না! অনুভূতি আর আবেগের ভেলায় ভেসে এটি বেচে থাকে হাজারো বছর।সবার জীবনে ভালোলাগা থাকে,কাউকে পাওয়ার আকুলতা আর নিরব অভিপ্রায় এর অরুণদ্যুতি জীবনে একবারের জন্য হলেও কিন্তু কড়া নাড়ে প্রত্যকটি মানুষের! আমার জীবনেও প্রেম এসেছিল।আজো আছে সেই প্রেম।আমি কোথাও যেতে দি নাই তাকে।স্বপ্ন,সাহস আর ইচ্ছাশক্তি দিয়ে আজো বাচিয়ে রেখেছি তাকে।জীবনের শেষ দিন অবধি প্রেম কে আকড়ে ধরে রাখতে চাই।
জানি না পারবো কিনা???
তবে আপ্রাণ চেষ্টা করে যাব-আমি আর আমার প্রেম এবং প্রেমের সেই মানুষটিকে নিয়ে বাকি দিনাতিপাত গুলো সুখের নহরে মৃয়মাণ করতে!!
(দোয়াপ্রার্থী)
©somewhere in net ltd.