![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের আধারে
চাঁদের দেশে,
কাগজ মোড়ানো জ্বলন্ত প্রদীপ
তোমার আকাশে।
আমার চারিদিক
...
নীল আভায় নীলাভ্র
মেঘমালার সৃষ্টি
পদ্মপাতার উষ্ণ জলে
একী অপরুপ দৃষ্টি
রঙধনুর রঙীন আভায়
আলোর শতরঞ্জী
হৃদমাঝারের ঘন্টা বাজায়
সপ্নবিলাসী অনুরাক্ষী।
ও মেয়ে বুঝনা তুমি
কেন এতো কাব্য লিখি?
আমি যে কাব্যপ্রেমী
প্রেমের কবি
দিনশেষে পায়ে হেটে
ক্লান্ত বালক নীড়ে ফিরে
বালিকা তখন মুখ লুকিয়ে
রিক্সা চেপে ঘুরে।
রাতের আধারে চেহারাটা
চিনতে হয় নাই ভূল
হিজাবে তুমি ঢেকে ছিলে
মায়াবী ঐ চুল।
বালিকা অবাক হয়েছিল
আচমকা এমন দেখা,
বালক ও তো অপ্রস্তুত
এটা কোন কথা???
শেষমেশ...
নিঃশ্বাসের ও শব্দ আছে
শুনতে কী পাও?
অনুভবের রাতে ওগো,
আনমনে গাও
শব্দগুলো শুনতে আমি
কানপেতে আড়ি,
দূরে হলেও দূরে নয়
খুব কাছে আমি।
ভাবনার রাজ্য শুধু তুমি
তুমিই আমার হিয়া
তোমার শ্বাসে আমার শ্বাস
ওগো আমার প্রিয়া।
আমি কেমন?
তোমার ভাবনাগুলির মতন!
আমি কি করি?
একটাই কাজ শুধু ভালবাসি।
আমি কই থাকি?
আর কই!তোমার হৃদমাঝারে।
এমন হাজারো প্রশ্নের একটাই উত্তর...
পড়েছি তোমার প্রেমে
ভালবাসি যে তোমায়,
যেও না ফেলে আমায়!
রংধনুর রঙে রাঙা তোমার অঙ্গ,
আমি তোমার আকাশের...
দুপুরের এই উঞ্চ আলোয়,
এক ফালি রোদ এল আমার উঠোনে!
তুমি এলো চুলে রোদ শুকাতে,
আমি যেতাম চুপিসারে!
বাহুডোরে নিতাম তোমায়
বাধা দেবার বৃথা চেষ্টা করতে!
কিন্তু আমার সোহাগে তা আর হতো না
করছি আদর হঠাৎ ই...
সকালগুলোতে এখন আর
পাখির ডাক শুনি না,
সকাল গুলোতে এখন আর
শিশিরভেজা ঘাস...
©somewhere in net ltd.