![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনশেষে পায়ে হেটে
ক্লান্ত বালক নীড়ে ফিরে
বালিকা তখন মুখ লুকিয়ে
রিক্সা চেপে ঘুরে।
রাতের আধারে চেহারাটা
চিনতে হয় নাই ভূল
হিজাবে তুমি ঢেকে ছিলে
মায়াবী ঐ চুল।
বালিকা অবাক হয়েছিল
আচমকা এমন দেখা,
বালক ও তো অপ্রস্তুত
এটা কোন কথা???
শেষমেশ মন খারাপের
গাড়ী গেল দূর,
ঘোরের স্বপ্নে এখনো বালক
আহা কি সুমধুর!!
১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
আহমদ রেজা চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লেগেছে