![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশ্বাসের ও শব্দ আছে
শুনতে কী পাও?
অনুভবের রাতে ওগো,
আনমনে গাও
শব্দগুলো শুনতে আমি
কানপেতে আড়ি,
দূরে হলেও দূরে নয়
খুব কাছে আমি।
ভাবনার রাজ্য শুধু তুমি
তুমিই আমার হিয়া
তোমার শ্বাসে আমার শ্বাস
ওগো আমার প্রিয়া।
©somewhere in net ltd.