![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের আধারে
চাঁদের দেশে,
কাগজ মোড়ানো জ্বলন্ত প্রদীপ
তোমার আকাশে।
আমার চারিদিক
আজ রঙে রঙীন,
আমি আজ শুধু
তোমাতে বিলীন।
আমি আজ ডানাহীন পাখি
তোমার চাঁদোময় সেই আখি,
জানো আমি কে????????
আমি যে ফানুস!!
তুমি আমার অরুন আলোয়
সেই স্বপ্ন মানুষ।
©somewhere in net ltd.