![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপুরের এই উঞ্চ আলোয়,
এক ফালি রোদ এল আমার উঠোনে!
তুমি এলো চুলে রোদ শুকাতে,
আমি যেতাম চুপিসারে!
বাহুডোরে নিতাম তোমায়
বাধা দেবার বৃথা চেষ্টা করতে!
কিন্তু আমার সোহাগে তা আর হতো না
করছি আদর হঠাৎ ই নিলাম কোলে!
পৃথিবীর সব সুখ আজ আমার কোঠরে,
নাকের সাথে নাকের চুমি খেলায়,
হারিয়েছি দুজন অজানায়!
এ এক নেশা!
হে গো ভালবাসার নেশা
তুমি আমি একই সুতোয় গাথা!!!
©somewhere in net ltd.