![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালগুলোতে এখন আর
পাখির ডাক শুনি না,
সকাল গুলোতে এখন আর
শিশিরভেজা ঘাস দেখি না,
সকালগুলোতে এখন আর
ফসলের সবুজ আভা দেখি না,
সকালগুলোতে এখন আর
কৃষকের লাঙল-জোয়াল দেখি না,
সকালগুলোতে এখন আর
চাষীর গরুজোড়ার হাম্বা ডাক শুনিনা,
সকালগুলোতে এখন
চাষীর চা-নানরুটির গল্প শুনি না,
সকালগুলোতে এখন
কৃষকের মুখে গান শুনি না,
সকালগুলোতে এখন
পল্লী স্নান হয় না,
সকালগুলোতে এখন
খেজুরে রসে ভাপা পিঠা খাই না,
সকালগুলোতে এখন আর
মুড়ি-মুড়কী খাওয়া হয় না,
সকালগুলোতে এখন আর
নারিকেলের লাড়ু-মোয়া খাওয়া হয় না,
সকালগুলোতে এখন
মক্তবে যাওয়া হয় না,
সকালগুলোতে এখন
আম-কুল কুড়ানো হয় না,
সকালগুলোতে এখন আর
দিনের স্বপ্ন দেখা হয় না,
সকালগুলোতে এখন আর
বৃষ্টির বন্দনা হয় না,
সকালগুলোতে এখন আর
নগ্ন পায়ে হাটা হয় না,
সকালগুলোতে এখন আর
ফুলের সুবাস নেওয়া হয় না,
সকালগুলোতে এখন আর
প্রেমের পুথিপাঠ হয় না!!
এ যেন বড্ড অসময়ের সকাল,যান্ত্রিকতাই কী দায়ী?
প্রকৃতির প্রেম আর এখন চোখে পড়ে না দৈত্য দালানের শহরে!
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৩
আহমদ রেজা চৌধুরী বলেছেন: জ্বী ধন্যবাদ।এভাবে পাশে থেকে উৎসাহ যোগাবেন সেই আশা করি।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
তারেক_মাহমুদ বলেছেন: সকালেকি চাষি চা নানরুটি খায়? তবে ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: নতুন সদস্য স্বাগতম আপনাকে । অনেক অনেক লেখা লিখুন শুভকামনা রইলো ।