নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
শিবু'দার ভাতের হোটেল!
শিবু'দার রান্না আহা! খুব স্বাদের। শিবু'দা একাই একটা ভাতের হোটেল চালান। নিজে রান্না করেন। একাই খাবার সার্ভ করেন। একাই দাম রাখেন। একাই দোকানের অবশিষ্ট সদাইপাতি বেচাকেনা করেন। একেবারে টাগড়া জোয়ান বুড়ো। শিবু'দা যেন ঠিক হেমিংওয়ের সেই বুড়ো সান্টিয়াগো। হাত-পায়ের মাসল বীরবাহু'র মত। যাকে বলে পেটানো শরীর। শিবু'দার বয়স কত হবে? ষাট? সত্তর? পঁচাত্তর? আশি? ঠিক ঠাওর করা যায় না। ডেইলি শিবু'দার ভাটের হোটেলে খাচ্ছি আর শিবু'দার সকল স্টাইল খুব নিবিঢ়ভাবে পর্যবেক্ষণ করছি। ফাঁকফোঁকরে দু-চারটা কথা হচ্ছে!
কাল বললাম, শিবু'দা তোমার পটল ভাজির প্রেমে পড়েছি গো। জবাবে শিবু'দা বললেন, ''ভালো না লাগলে আমি রান্না করি না। আরেকটু পটল দিবো? বললাম- শুধু পটল না, আরেকটু শবজি আর ডালও দাও। পটল-সবজি-ডালের সাথে শিবু'দা আরেক প্লেট ভাতও দিলেন। শিবু'দা জানালেন, মরা মাছ আমি কিনি না।'' বললাম, দাও তো দেখি তোমার মাছ! কেমন মাছ রান্না করো, চেখে দেখি!
সা-রে-গা-মা-পা অনুষ্ঠানে শিবু'দার পছন্দ আমাদের নোবেলকে। অনুষ্ঠান চলাকালীন শিবু'দার ভাতের হোটেলে কিছুটা ঢিমেতালে ভাব থাকে। কিন্তু তীব্র ভলিউমে সা-রে-গা-মা-পা'র গান বাজে। এই সময়ে কেউ খাক আর না খাক, তাতে শিবু'দার কিচ্ছু যায় আসে না। নোবেলের গান শিবু'দা একদম মিস করতে চায় না। শিবু'দা নোবেলের ভক্ত হলেও একটা আশ্চার্যজনক সত্য কথা বললেন।
শিবু'দার ধারণা, বাংলাদেশী দর্শকদের টিভির সামনে বসিয়ে রাখার জন্য নোবেলকে ফাইনাল পর্যন্ত নেওয়ার কৌশল আছে। তবে চ্যাম্পিয়নশিপ হয়তো নোবেল পাবে না, পাবে ওই মেয়েটা! আমি তখন টেলিভিশনের পর্দায় একটু চোখ বুলিয়ে মেয়েটিকে চেনার চেষ্টা করি। কোকড়া চুলের সুন্দর মেয়েটির কী নাম? শিবু'দা যাকে এবারের সা-রে-গা-মা-পা-র চ্যাম্পিয়ন ভাবছেন! বন্ধুরা তোমরা কী মনে করো? এবারের চ্যাম্পিয়ন কে?
এখন থেকে শিবু'দার ধারাবাহিক গল্প লিখব। যখন সময় পাব, তখন একটু একটু লিখব! এতদিন ধরে যে সান্টিয়াগোকে আমি খুঁজছিলাম, মনে হচ্ছে এবার তার দেখা পেয়ে গেছি।
শিবু'দার পূর্ব-পুরুষদের নিবাস ছিল বাংলাদেশে। শিবু'দা অবশ্য একবারও বাংলাদেশে যায়নি। '৪৭-এ দেশভাগের সময় শিবু'দার বাবা পরিবারসহ এখানে চলে আসেন। আমার প্রতি শিবু'দার আগ্রহের একটি কারণ হয়তো সেই শেকড়ের টান! নতুবা শিবু'দা এত আপন করে খাওয়ান কেন! হোপ, শিবু'দা দ্য ইন্ডিয়ান সান্টিয়াগো হ্যাভ সো ম্যানি স্টোরিস হোয়াট আই অ্যাম লুকিং ফর!
-----------------------চলবে----------------------------
২৯ মে ২০১৯
২| ২৯ শে মে, ২০১৯ সকাল ৭:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন।
৩| ২৯ শে মে, ২০১৯ সকাল ৮:৪২
চাঙ্কু বলেছেন: শিবু'দার চরিত্রটা পছন্দ হয়েছে। গল্পটা ধারাবাহিক করেন
৪| ২৯ শে মে, ২০১৯ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লাগছে। সহজ সরল ভাষা। অবশ্যই চলবে।
৫| ২৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৩১
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: এগুলোই ভাল লাগে আজকাল। সত্য মানুষের বাস্তব জীবনের কাহিনী। লিখে ফেলুন তাড়াতাড়ি। পাঠক হিসেবে আগ্রহ জাগছে।
৬| ২৯ শে মে, ২০১৯ রাত ১০:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অত্যন্ত চমৎকার।
৭| ৩০ শে মে, ২০১৯ রাত ১২:৪১
নাসির ইয়ামান বলেছেন: চলতে থাকুক! জীবন ভাগাভাগি!
৮| ৩০ শে মে, ২০১৯ ভোর ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
লেখেন, দেখা যাক, শিবুদা শেষ অবধি শিবুদা থাকে কিনা!
৯| ৩০ শে মে, ২০১৯ ভোর ৬:০৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: লিখেন। শিবুদাকে জানতে ইচ্ছে করছে।
১০| ৩০ শে মে, ২০১৯ ভোর ৬:৪৯
দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
লেখেন।
অন্তত ধারাবাহিকতার টানে আপনাকে নিয়মিত পাওয়া যাবে। আজকাল পুরাতনরা লেখালেখি ছেড়েই দিয়েছেন প্রায়।
ভাল লাগা যাইনেন।
১১| ০৬ ই জুন, ২০১৯ ভোর ৬:৫১
দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: আমাদের কি বউদি নেই? শিবুদা বিয়ে করেছে?
১২| ০৯ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
রাজীব নুর বলেছেন: ভাই মন্তব্যের উত্তর দেন না কেন??
১৩| ০৯ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
রাজীব নুর বলেছেন: ভাই মন্তব্যের উত্তর দেন না কেন??
১৪| ১০ ই জুন, ২০১৯ দুপুর ২:১৬
জয়শ্রী চৌধুরী বলেছেন: চলুক,আশা করি ভালো হবে।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০১৯ সকাল ৭:০৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ওল্ড ম্যান এন্ড দ্যা সি'র সেই বৃদ্ধের মতো কাউকে পেয়েছেন তাহলে !
চলুক....