![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ আমার যে বইগুলো পাওয়া যাবে-
### মা (উপন্যাস), বিদ্যাপ্রকাশ, স্টল নং- ২৬৬-২৬৭-২৬৮-২৬৯
### বসনা (উপন্যাস), বিদ্যাপ্রকাশ, স্টল নং- ২৬৬-২৬৭-২৬৮-২৬৯
### মুজিব দ্য গ্রেট (জীবনী), ত্রয়ী প্রকাশন, স্টল নং- ৪৩৫-৪৩৬
### ভূমিপুত্র (ছোটগল্প), অন্যপ্রকাশ, প্যাভেলিয়ান নং-২১
### গল্পেশ্বরী (ছোটগল্প), সব্যসাচী, স্টল নং- ৭১১
### গপ্পো টপ্পো না সত্যি (ছোটদের গল্প), এক রঙা এক ঘুড়ি, স্টল নং- ৫৮৭
### বাংলা গানের এপার ওপার (নিবন্ধ), এক রঙা এক ঘুড়ি, স্টল নং- ৫৮৭
### চিঠির ডায়েরি (চিঠি সংকলন, সম্পাদনা), এক রঙা এক ঘুড়ি, স্টল নং- ৫৮৭
### পঞ্চভূতেষু (ছোটগল্প), ছায়াবীথি, স্টল নং- ২৮০-২৮১-২৮২
উপন্যাস: 'বসনা'
বিদ্যাপ্রকাশ। স্টল নং ২৬৬-২৬৭-২৬৮-২৬৯
প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ
ঐতিহাসিক উপন্যাস লেখা খুবই পরিশ্রমের একটি কাজ। নানাভাবে তথ্য যাচাই-বাছাই করে নিতে হয়। ইতিহাসে আজ যেটা সত্য, কাল সেটা মিথ্যা! তবুও আমরা ইতিহাসের দিকে ফিরে তাকাই। ১৯৯২ সালে যখন বসনিয়া যুদ্ধ শুরু হয়, তখন ঢাকায় আমি যত বড় মিছিল দেখেছি, সেই বসনিয়া যুদ্ধের জীবন্ত ইতিহাস নিয়ে যখন একটি উপন্যাস লিখলাম, সেই উপন্যাসের খবর সেই মিছিলের কেউ আর রাখেনি! এটাই বাস্তবতা!
আপনি যদি ওয়ার্ল্ড পলিটিক্স বুঝতে চান? আপনার যদি বিশ্ব মানচিত্র সম্পর্কে পুঙ্খানুপঙ্খ ধারণা থাকে? আপনার যদি বিশ্ব রাজনীতির কৌশল জানার আগ্রহ থাকে? আপনি যদি বিশ্ব রাজনীতিতে পূর্ব-পশ্চিম বুঝতে চান? আপনার যদি বলকান সমস্যার প্রতি আগ্রহ থাকে? তাহলে আমার 'বসনা' উপন্যাসটি আপনার জন্য।
বসনিয়া যুদ্ধ ও সংগ্রামকে ঘিরে লেখা 'বসনা' উপন্যাসটি নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো রিভিউ লেখেননি! কারণ আমি জানি, আমাদের সমকালীন লেখকদের বিশ্ব রাজনীতি'র এতকিছু নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই।
সস্তা প্রেমের উপন্যাস লেখার জন্য কোনো বাড়তি পড়াশোনার দরকারও হয় না। ইতিহাস জানা না থাকলে ঐতিহাসিক উপন্যাস পড়ে কেউ ন্যূনতম আনন্দও পাবে না। ফলে আমার সমকালীন কোনো লেখকের পক্ষে 'বসনা' উপন্যাসের প্রেক্ষাপট বুঝে নিয়ে কলম ধরার মত সামর্থ্য বলতে গেলে নেই। কিন্তু তাদের আস্ফালন দেখে আহা মরি মরি!
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৭
নেওয়াজ আলি বলেছেন:
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৫
সাহাদাত উদরাজী বলেছেন: লিখে যান, পাঠক আপনাকে খুঁজে বের করবে।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট দিয়েছেন।
আপনার সব গুলো আমি সংগ্রহ করবো।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৫
নীল আকাশ বলেছেন: আপনার বইগুলোর জন্য অভিনন্দন।
শেষ লাইনে যেই শব্দ চয়ন ব্যবহার করেছেন সেটার পড়ার পর, কার ঠেকা পরেছে আপনার লেখা নিয়ে রিভিউ লিখবে।
নিজের লেখা বই সবাই বইমেলার শ্রেষ্ঠ লেখা ভাবে, তবে পাঠক কী ভাবে সেটাই আসল!
এত পুরানো লেখক হবার পরও এটা ভুলে গেলেন কিভাবে?
ধন্যবাদ।