নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

চোরাই লেখক ও সম্পাদক থেকে সাবধান!

০৩ রা মার্চ, ২০২০ সকাল ৮:০২

একুশের বইমেলায় ভুঁইফোর প্রকাশনা যেমন বেড়েছে, তেমনি অন্যের লেখা চুরি করে বই প্রকাশ করার সংখ্যাও আৎকে ওঠার মত বেড়েছে। এরা একেবারে প্রফেশনাল চোর। ফেসবুকে আপনি লেখা পোস্ট করেছেন, আর চোর সেই লেখা নিয়ে বই প্রকাশ করেছে। এবছর সবচেয়ে বেশি চুরি হয়েছে বঙ্গবন্ধু বিষয়ক লেখা।

আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো, যারা বিভিন্ন ধরনের সংকলন করছেন, তারাও পূর্বে প্রকাশিত সংকলন থেকে লেখা চুরি করে শর্টকাট সংকলন প্রকাশ করছেন। এরা পাঁচ-সাতটা সংকলন সংগ্রহ করে সেখান থেকে পছন্দের লেখা নিয়ে রাতারাতি সম্পাদক বনে যাচ্ছেন! মূল লেখার লেখককে (যদি জীবিত হন) পর্যন্ত এরা এসব না জানিয়ে করছেন!

আর এসব সম্ভব হচ্ছে পঠন-পাঠন লেখালেখিতে চর্চা না করেই রাতারাতি কিস্তি মাত করার খায়েস থেকে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এরা শুরুতে টার্গেট করে দেশের বিখ্যাত কবি-লেখকদের সাহচার্য। কয়েকদিন মিশে কিছু ছবি তোলে। পরের বছর এদের দিয়েই নিজের চুরি করা জিনিসের কেক কাটে/মোড়ক উন্মোচন করে। আপনি জানতে পারবেন না কীভাবে এরা রাতারাতি লেখক/সম্পাদক বনে গেল!

সবচেয়ে বেশি চুরি হচ্ছে ফেসবুকে সহজে পাওয়া লেখাগুলো। আর চুরির তালিকায় সবচেয়ে উপরে কবিতা। গল্প বা উপন্যাস চুরি করার জন্য যে সময় দরকার, প্রফেশনাল এ্সব চোর ততটুকু সময় পর্যন্ত ব্যয় করতে রাজি নয়। তাও ভেতরে ভেতরে কেউ করছে কিনা, জানার উপায় নাই।

আমরা এমন একটি দেশে বসবাস করি, যেখানে চুরি, চামারি, লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি এসব এখন মামুলি ব্যাপার। চোরের খনিতে বসবাস করে লেখালেখি'র মত সৃজনশীল ও মননশীল কাজেরও চুরি হবে না, সেই গ্যারান্টি এই দেশে নাই। কারণ, এই দেশে চোরদেরও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নানাভাবে লালন-পালন করা হয়। অতএব চোরাই লেখক ও সম্পাদক থেকে সাবধান!

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৮:৩৫

নেওয়াজ আলি বলেছেন: Ok

২| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: লেখকের চেয়ে বেশি সাঁজা পাবে প্রকাশক। প্রকাশক কেন যাচাই বাছাই করেন নি?

৩| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:৪৩

শার্লক_ বলেছেন: রাজীব নুর বলেছেন: লেখকের চেয়ে বেশি সাঁজা পাবে প্রকাশক। প্রকাশক কেন যাচাই বাছাই করেন নি?

যাচাই বাছাই করার পদ্ধতি কী?

৪| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:০১

ট্রাভেলার মাসুদ বলেছেন: কপিরাইট নীতিমালা জোড়দার করা উচিৎ!

৫| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:০৯

খাঁজা বাবা বলেছেন: কেউ ধরা পরলে ব্যান করে দেয়া উচিত

৬| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:১০

স্বপ্নীল ফিরোজ বলেছেন: Very bad

৭| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:১৬

মলাসইলমুইনা বলেছেন: রেজা ঘটক,
অন্যের বাগান থেকে ঝেটিয়ে, কুড়িয়ে আতিপাতি খুঁজে সুরভিত ফুল দিয়ে মালা গেঁথে মালাকার হবার চেষ্টাটাও বন্ধ করে দিতে চান !এই অভাগা দেশের হইবে কি? জাস্ট কিডিং । কিন্তু লেখায় যা বলেননি তা হলো বাংলা একাডেমি এই সব সাক্ষাৎ চোরধরি সম্পাদক/সংকলকের ব্যাপারে কি পদক্ষেপ নিলো?যদি না নিয়ে থাকে তাহলেতো সর্ষেতেই ভুত আছে বলতে হবে !চুরি বিদ্যা বড় বিদ্যা না পড়িলে ধরা সে তো প্রবাদেই আছে।যাক আসল বই লেখক প্রকাশকদের জন্য সমবেদনা আর সহমর্মিতা জানানো রইলো।

৮| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:৫৭

পদ্মপুকুর বলেছেন: গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু কথা হলো যাদের এইগুলো দেখার কথা, তারা কি দেখছেন?

৯| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৩০

ফয়সাল রকি বলেছেন: চোরদের সবার সামনে নিয়ে আসা উচিত।

১০| ০৩ রা মার্চ, ২০২০ রাত ৯:৫৫

সুমন কর বলেছেন: ওদের জন্য বই মেলায় একটি স্টল খোলার দরকার !! যেখানে বই নয় বরং ওদের মুখে কালি মেখে গলায় নাম, পরিচয় সহ প্রদশর্ন করা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.