নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

মাত্র তিন ঘণ্টায় চিত্রনাট্য!

১৫ ই মে, ২০২০ রাত ৮:৪৩

একবার এক সপ্তাহের জন্য মৃণাল সেনকে পুনায় যেতে হল। পুনা ফিল্ম ইনস্টিটিউটের একটি ওয়ার্কশপে। কলকাতা থেকে সকালের ফ্লাইটে মুম্বাই তারপর সন্ধ্যার ডেকান-কুইন ট্রেনে পুনা রওনা হওয়ার কথা। মাঝখানের সময়টা কাশ্মীরি বন্ধু অরুণ কউলের সাথে আড্ডা দিয়ে কাটানোর প্লান। অরুন কউল তার দু'কামরার অফিসে নিয়ে একটা টেবিলের সামনে বসিয়ে দিলেন মৃণাল সেনকে।

একটা টাইপ মেশিন আর একগুচ্ছ কাগজ এনে অরুণ বললো, তোমাকে এখুনি একটা চিত্রনাট্য লিখে দিতে হবে। সেই অনেক আগে শোনা গল্পটার উপর যেটা তুমি আমায় একবার বলেছিলে। মৃণাল সেন ভারী অবাক! চিত্রনাট্য! এখুনি! আমাকে ট্রেন ধরতে হবে। জবাবে অরুণ বলল, ট্রেন ধরবে। চিন্তা নেই। এখনও চার পাঁচ ঘণ্টা সময় আছে। কোনো ব্যাপার নয়। মোটামুটি দশ বারো পাতার একটা আউটলাইন হলেই চলবে।

ইতিমধ্যে চা এসে গেল। তোমার চা, দুপুরের খাবার সব ঠিকঠাক এসে যাবে। তুমি কাজটা শেষ করো। কথাটা বলে অরুণ বাইরে থেকে অফিস ঘরের তালা বন্ধ করে মৃণাল সেনকে জেলখানার মত বন্দি করে চলে গেল। যা হোক বন্ধুর ওই অফিস ঘরে বসেই মাত্র তিন ঘণ্টায় একটা আউটলাইন লিখলেন মৃণাল সেন। যা ঠিক স্ক্রিপ্ট নয় অথচ স্ক্রিপ্টের মতো। নির্বাচকদের বুঝতে কোনো অসুবিধা হবে না।

অরুণ কউল খুব খুশি হল। ইতিমধ্যে ডেকান-কুইন এর টিকিট বাতিল করে পরের দিন সকালের ট্রেনের টিকিটের ব্যবস্থা হল। ফিল্ম ফাইন্যান্স করপোরেশান থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আনলেন অরুণ। গভীর রাত পর্যন্ত দুই বন্ধুর আড্ডা হল। ছবিটি হবে হিন্দিতে। অভিনয় করবে উৎপল দত্ত এবং শেখর চট্টোপাধ্যায়। আর নায়িকা চরিত্রে একটি মিষ্টি অল্পবয়সী মেয়ে।

অরুণ কউল স্টেশনে এসে সকালবেলার ট্রেনে মৃণাল সেনকে তুলে দিলেন। ফিল্ম ফাইন্যান্স করপোরেশানের চেয়ারম্যান তখন হিম্মৎ সিং। হিম্মৎ সিং বেশি সময় নিলেন না। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বল্প বাজেটের ছবির ব্যাপারে উৎসাহী ছিলেন। ২১ অক্টোবর ১৯৬৮ সালে মুম্বাইয়ের ফিল্ম ফাইনান্স অফিস মৃণাল সেনকে ছবির বাজেটের দুই-তৃতীয়াংশ টাকার একটি চেক দিলেন।

ছবিটির নাম 'ভুবন সোম'। কাহিনীর রচয়িতা বনফুল। এটা মৃণাল সেনের প্রথম হিন্দি ছবি। ছবিটি তৈরি হয় সাদা-কালোতে। উৎপল দত্তের এটাই প্রথম হিন্দি ছবিতে অভিনয়। সুহাসিনী মূলে এই ছবির আগে কোনো মঞ্চে বা সিনেমায় অভিনয় করেননি। বিজয় রাঘব রাও প্রথম কোনো পূর্ণদৈর্ঘ্য ছবিতে সুরসৃষ্টি করলেন। কে কে মহাজন এই ছবিতে অসাধারণ কাজ করলেন। অমিতাভ বচ্চন এই ছবিতে ভয়েস দিলেন এবং ছবি থেকে প্রথম তিনশো টাকা উপার্জন করলেন। 'ভুবন সোম' ছবির বাজেট ছিল মাত্র দু' লাখ টাকা। তারপরের ঘটনা তো ইতিহাস!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২০ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: সুন্দর তঁথ্য।

২| ১৫ ই মে, ২০২০ রাত ১০:৪০

সোহানী বলেছেন: চমৎকার একটি তথ্য জানলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.