নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
প্যাকআপ!
'ডোডোর গল্প (Story of Dodo)'
কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা: রেজা ঘটক
প্রযোজক: নাজমুল হক ভুঁইয়া (খালেদ)
নির্বাহী প্রযোজক: খাদেমুল জাহান
একটি জি-সিরিজ উদ্যোগ
একটি সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা
'ডোডোর গল্প (Story of Dodo)' বেশ দীর্ঘ একটা জার্নি। এই জার্নির অফিসিয়াল যাত্রা শুরু ২৬ মার্চ ২০২০ তারিখে। সেদিন রাতে আমি গল্পটা লিখি। তারপর এর চিত্রনাট্য করতে শুরু করি। ২৫ অক্টোবর ২০২১ তারিখে তথ্য মন্ত্রণালয়ে অনুদানের জন্য আমি চিত্রনাট্য জমা দেই। ১৫ জুন ২০২২ সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদান প্রাপ্তির খবর পাই। আমি তখন কলকাতায়। ৫ জুলাই আমি দেশে ফিরি। ২০ জুলাই তথ্য মন্ত্রণালয়ের সাথে চুক্তি সম্পন্ন হয়। তারপরেই আদতে শুরু হয় 'ডোডোর গল্প (Story of Dodo)'-ছবি'র অফিসিয়াল প্রি-প্রোডাকশন।
'ডোডোর গল্প (Story of Dodo)' একটি প্রিয়ডিক্যাল সিনেমা। মোট ৪০টি লোকেশনে আমরা শুটিং করেছি। ২০২৩ সালের ৮ অক্টোবর আমাদের শুটিং শুরু হয়। ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে আমাদের শুটিং শেষ হয়। কিন্তু সিনেমার শুটিং কী আদতে শেষ হয়! এখনো ২/৩ দিনের প্যাচওয়াক বাকি। ইতোমধ্যে লাইন-আপ শেষ হয়েছে। মিউজিক-এর কা্জ অনেকটা এগিয়েছে। এবার কাটাকুটি করার পালা। তখন বুঝতে পারব আবার কোনো দৃশ্য রি-শ্যুট করা লাগবে কিনা!
বাংলাদেশের অনেক খ্যাতিমান অভিনেতা অভিনেত্রী 'ডোডোর গল্প (Story of Dodo)' ছবিতে অভিনয় করেছেন। ছবির প্রোটাগনিস্ট কাজল চৌধুরীর চরিত্র করেছেন অভিনেত্রী পরীমণি। পরীমণির বিপরীতে ফটোগ্রাফার রায়হান চরিত্র করেছেন অভিনেতা সাইমন সাদিক।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, শহিদুল আলম সাচ্চু, আহসান হাবিব নাসিম, আনিসুল হক বরুণ, রিফাত চৌধুরী, সোহেল তৌফিক, মাহিরা হাসান, আরহাম মাহের প্রমুখ। এছাড়াও 'ডোডোর গল্প (Story of Dodo)' ছবিতে শতাধিক অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন।
'ডোডোর গল্প (Story of Dodo)' ছবিতে সিনেমাটোগ্রাফারের দায়িত্ব পালন করেছেন বিকাশ সাহা। বিকাশকে যোগ্য সঙ্গ দিয়েছেন মেহেদী রনি, শামুসল ইসলাম লেলিন ও সোহান। স্থির চিত্রগ্রাহক ছিলেন শামীম সাদাত, হৃদয়, নাঈম, ইয়াছিন, শহীদুল্লাহ, হারিস ও দীপ। বিহাইন্ড দ্য সিন করেছেন সৌরভ।
'ডোডোর গল্প (Story of Dodo)' ছবিতে লাইট করেছেন সরোয়ার হোসেন, মেক-আপ আর্টিস্ট ছিলেন জাহাঙ্গীর ভুঁইয়া।
আমার সাথে সার্বক্ষণিক জোঁকের মত লেগে আছেন 'ডোডোর গল্প (Story of Dodo)' ছবি'র এক্সিকিউটিভ প্রোডিউচার খাদেমুল জাহান। আমাকে চিফ এসিসট্যান্ট ডিরেক্টর হিশেবে যোগ্য সঙ্গ দিচ্ছেন সম্রাট জাহাঙ্গীর। কার্যকর এসিসট্যান্ট ডিরেক্টর হিশেবে যোগ্য সঙ্গ দিচ্ছেন মহসিন আকাশ। জাহান, জাহাঙ্গীর ও আকাশ এই তিনজন মূলত আমার 'ভুল ধরা কমিটি'র যোগ্য কারিগর!
'ডোডোর গল্প (Story of Dodo)' ছবিতে এছাড়া এডি হিশেবে সঙ্গ দিচ্ছেন সোহরাব, হাসান, মেনন, মোশাররফ, পাপ্পু ও তরী।
'ডোডোর গল্প (Story of Dodo)' ছবি'র এখন আর কিছুই ফাঁস করা যাবে না। মাঠের যুদ্ধটা বলতে গেলে শেষ হলো। এবার এডিটিং প্যানেলে ছবি'র আসল যুদ্ধটা শুরু হচ্ছে। আই নেভার লেফট দ্য ওয়ার ফিল্ড। স্টিল আই অ্যাম স্ট্যান্ড-বাই ফর দ্য রিয়্যাল স্ট্রাগল। আই অ্যাম এ গাম্বলার!
©somewhere in net ltd.