![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল শুক্রবার সব ব্যাংক খোলা থাকবে,
তা-তো খোলা থাকবেই। সব দোষ যে ব্যাংকারদের। একজন ব্যাংকার হরতাল, অবরোধ, যে কোন দুর্যোগকালে অফিস করবে। সে নিজ দায়িত্বে হেটে, রিকশায়, বাসে চড়ে নির্দিষ্ট সময়ে তার অফিস পৌঁছাবে। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে, নিজ দায়িত্বে পেট্রোল বোমায় পুড়ে মরবে । শুক্র বা শনিবারেও অফিস করবে। তাদের কি আর পরিবার-পরিজন বা ব্যক্তিগত কাজকর্ম আছে? ব্যাংকার যে মানুষ নয়।
বাংলাদেশ ব্যাংক বন্ধের দিনে ব্যাংক খোলা রাখার সার্কুলার দেয়। কিন্তু ব্যাংকিং জগতের এই অভিভাবক নিজেরাই অফিস বন্ধ করে রাখে। বাংলাদেশ ব্যাংক খোলা রাখতে হবে বলে গত শনিবার (৩০শে নভেম্বর) তারা ক্লিয়ারিং অপারেশন্স বন্ধ রেখেছিল । ভণ্ডামির কি চমৎকার উদাহরন !
মনে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের উদারনিতির মুখোশ খুলে যাচ্ছে। বের হয়ে আসছে দলীয় চেহারা। একজন সি গ্রেড পাওয়া গভর্নর এর কাছ থেকে কি-ই বা আশা করা যায়?
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
সাদা_মেঘ বলেছেন: যুক্তি ও ভন্ডামি পাশাপাশি চলছে। অভিভাবক বইলা কথা? তেনার বাঁশ দিবেন, আমরা গিট্টু গুনবো।
ধন্যবাদ ভাই
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দেখেন ভাই সে গ্রেড পাওয়া গভর্নর সাহেবের তো আর গভর্নর হওয়ার যোগ্যতা ছিলনা। কোন দিন ভাল অর্থনীতিবিদ হিসাবে উনার নাম কেউ শুনেছে বলে আমার মনে হয় না। তার পরেও উনি গভর্নর; কারণ উনি ভাল জীবনী লিখতে পারেন। বঙ্গবন্ধুর জীবনী। একি চাট্টিখানি কথা। জীবনী লেখার প্রতিদান তো প্রধান মন্ত্রী দিতেই পারেন। আর জীবনী লেখা গভর্নর দিয়ে এর চেয়ে কী আশা করতে পারেন।
ধন্যবাদ। ভাল থাববেন।
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২
সাদা_মেঘ বলেছেন: 'জীবনী লেখা গভর্নর'- তাহলে ভাই ঠিকই আছে। কদিন পর তিনি আরেকটা জীবনী লিখবেন।
ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫
নাহুয়াল মিথ বলেছেন:
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৩
সাদা_মেঘ বলেছেন: :-& :-& :-&
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২
গেন্না বয় বলেছেন: জ্বি, ব্যাংকার মানুষ না মহা মানুষ।
সপ্তাহে দুই দিন ছুটি পান আর একদিন অতিরিক্ত কাজ করতে হবে। এতেই জ্বালা পোড়া শুরু হয়ে গেছে।
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৫
সাদা_মেঘ বলেছেন:
আপনি শিউর জানেন তো ?
কয় জন ব্যাংকার ২ দিন ছুটি পায় ভাই? তাও এই ডিসেম্বর মাসে???
আমার জ্বালা পোড়া হবে না তো কার হবে। আমার সপ্তাহের বাজার কে করবে? আমার মাকে নিয়ে হাসপাতালে কে যাবে? আপনি নাকি আতিউর রহমান?
বলছিলাম না? সব দোষ ব্যাংকারদের
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আমার ব্যাংকের চাকরি ছেড়ে দেয়ার পেছনেও এটাও একটা কারন... এর যে কি যন্ত্রনা অন্যরা বুঝবেনা... হুদাই এখানে এসব বলে লাভ নেই। আমি ছিলাম ব্যাংকের আইটিতে, সেটা আরো এক ডিগ্রী বেশি যন্ত্রনার।
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮
সাদা_মেঘ বলেছেন: ভাগ্যবান!! বিশ্বাস করবেন ভাই, গত তিন মাসে ছুটি পাই নাই। জ্বর নিয়া, কোঁ কোঁ করে অফিস করেছি। ব্যাংকার মহা মানুষ বটে।
ধন্যবাদ ভাই?
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫
হেডস্যার বলেছেন:
সারা বছর তো আর এরকম হয় না।
কেন খোলা রাখতে বলছে সেই যুক্তি ও দেখাইছে।
আপনে হুদাই কান্তাছেন।
আর বাংলাদেশ ব্যাঙ্ক হইলো অভিভাবক, যা কইবো শুনতে হইবো....ছুদুর বুদুর ছইলতো ন...