![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
বিশ্বের তাবৎ ধনী আর ক্ষমতাধর দেশগুলোকে পেছনে ফেলে সবচেয়ে সুখী দেশের তালিকায় অষ্টম স্থান অর্জন করে নিয়েছে বাংলাদেশ। ১৫১টি দেশের এই তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে কোস্টারিকা, ভিয়েতনাম ও কম্বোডিয়া। আর আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের অবস্থান ৩৪তম। পাকিস্তান ২১তম ও মিয়ানমার ৬৩তম। যুক্তরাজ্যভিত্তিক সংগঠন নিউ ইকোনমিকস ফাউন্ডেশন (এনইএফ) প্রকাশ করেছে সুখী গ্রহসূচক তথা হ্যাপি প্লানেট ইনডেক্স (এইচপিআই)। সেখানেই বাংলাদেশের এমন অবস্থান। এতে মাপকাঠি হিসেবে ধরা হয়েছে প্রথমত, জরিপের অন্তর্ভুক্ত দেশগুলোতে মানুষের আয়ু। দ্বিতীয়ত, কল্যাণ, সুখ, স্বাস্থ্য ও সমৃদ্ধি। তৃতীয়ত, দেশগুলোর প্রতি হেক্টর জমিতে কৃষিপণ্যের উৎপাদনশীলতা। মানুষের আয়ু সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে জাতিসংঘ উন্নয়ন সংস্থার মানব উন্নয়ন প্রতিবেদন থেকে। আর জমির উৎপাদনশীলতার তথ্য নেওয়া হয়েছে 'ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর নেচার' সংগঠন থেকে। প্রথম দুটি মাপকাঠি সরাসরি মানুষের সুখের সঙ্গে সম্পর্কিত। আর তৃতীয় উপাদান তথা কৃষিতে স্বনির্ভরতার কারণে একটি দেশ বহির্বিশ্বের সাহায্য ছাড়াই টিকে থাকতে পারে। মূলত এই উপাদানের জোরেই বিত্তশালী দেশগুলোকে পেছনে ফেলে তালিকার প্রথমে জায়গা করে নিয়েছে কম বিত্তবান আমাদের এই বাংলাদেশ।
২| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫
ঢাকাবাসী বলেছেন: ডাহা মিছা কথা। টাকা দিলেই এরকম রিপোর্ট গন্ডায় গন্ডায় পাওয়া যায়!
৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২২
খেলাঘর বলেছেন:
নিউইয়র্কস্হ সংস্হা 'দি কমনস' বাংলাদেশকে ১ম স্হানে ও সোমালিয়া ২য় স্হান দিয়েছে।
-আপনি ছাত্রলীগের টেন্ডার পার্টির লোক?
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩
নীল আকাশ ২০১৪ বলেছেন: যেই দেশের সরকার একটার পর একটা আইক্কাওয়ালা বাঁশ জনগণের পশ্চাদ্দেশ দিয়া ঢুকাইতেছে। আর অগামগা জনগণ একটার পর একটা বাঁশ পরম আনন্দে হজম করতেছে - সে দেশ তো সুখী দেশের তালিকায় এক নম্বর হবার কথা। তাহলে আমাদের চেয়েও বেশি বাঁশ খাওয়া জাতি দুনিয়াতে আছে?